Skip to main content

Posts

Showing posts from September, 2018

N.S.C Road সার্ব্বজনীন দুর্গোৎসবে অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা - Janobarta Digital

জনবার্তা ডেস্ক : চুঁচুড়ার এন. এস. সি রোড তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৬৮ তম বর্ষের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ সকালে প্রথম দফায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দফায় সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুর পূর্বে এলাকার বর্ষীয়ান সদস্যদের হাত দিয়ে প্রতিযোগীতার সূচনা হয়। এছাড়াও বিশেষভাবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু প্রবীণ ও প্রবীণাকেও লক্ষ্য করা যায় এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।  জানা গেছে প্রায় ১৬০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে সমিতির এক সম্পাদক পার্থ প্রতিম দত্ত বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এই হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করছি। তবে অঙ্কন প্রতিযোগিতা বহু দিন ধরেই আমাদের কমিটির উদ্যোগে হয়ে আসছে।  ADVERTISEMENT আগামী দিনে আমরা আরও বেশি এই ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে পৌঁছে যেতে চাই। আর এবছর আমরা পুজোর মধ্যে দিয়ে সকলকে একটাই বার্তা দিতে চাই, "প্লাস্টিক মুক্ত, পরিষ্কার পরিছন্ন শহর" গড়তে চাই।।

ব্যান্ডেল গার্ডওয়াল ভাঙার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুরু হলো মেরামতির কাজ

জনবার্তা ডিজিটাল:  গত বৃহস্পতিবার হুগলীর ব্যান্ডেল হলুদ পুল ব্রিজ ভাঙার পর তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় গত শুক্রবার থেকেই শুরু হলো ব্রিজ মেরামতের কাজ। প্রশাসনের সমস্ত আধিকারিকবৃন্দের তৎপরতায় শুরু হলো কাজ, এক অধিকর্তা জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে ব্রিজ মেরামতের কাজ এবং আগের মতই নিষেধাজ্ঞা থাকবে যাতে ৮ টনের বেশি ওজনের গাড়ি না চলে। আরও বলেন, ভাঙা গার্ডওয়ালটির সমস্তটাই আমরা ভেঙে দিয়েছি। সম্পুর্ন ভাবেই নতুন ভাবে গার্ডওয়াল বানানো হচ্ছে এবং আগের থেকে আরও বেশি উঁচু করে দেওয়া হবে। প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।।

প্রথম ভারতীয় মহিলা হিসাবে মানাসলু শৃঙ্গ জয় করলেন চন্দননগরের পিয়ালী বসাক

পিয়ালী বসাক (ছবি: ফেসবুক প্রোফাইলের সৌজন্যে) জনবার্তা ডিজিটাল:  পৃথিবী অষ্টম উচ্চতম শৃঙ্গ জয় করলো হুগলীর চন্দনননগরের পিয়ালী বসাক। আজকে থেকে ২৪ঘন্টা আগেও এই নামটার সাথে খুব একটা পরিচয় ছিল সাধারণ মানুষের বা দেশবাসীর। কিন্তু এখন গোটা দেশ জুড়ে বেশ পরিচিত নাম এই পিয়ালী বসাক। আর হবেই না বা কেন, পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু'র শীর্ষে পৌঁছে নজির করলেন পিয়ালী। চন্দননগর শহরের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা পিয়ালী। মা, বাবা, বোন কে নিয়ে তাঁর পরিবার। ছোট থেকেই বেশ ডানপিটে সে, অন্যান্য মেয়েদের থেকে একটু অন্য ঘরানার সে। আর পাঁচ জনের মতো পড়াশোনার বাইরে নাচ, গান, আবৃত্তি দিয়ে নয় তাঁর প্রথম হাতেখড়ি হয় তাইকুন্ড দিয়ে, সেখানেও সাফল্য তার পিছু ছাড়েনি। তারপর বড়ো হয়ে ওঠা, স্নাতক পাশ করার পর বন্ধুবান্ধবদের মতো রুজি রোজগারের দিকে না হেঁটে সে হেঁটে ছিল তার লক্ষ্যে দিকে। গত ১লা সেপ্টেম্বর মানাসলু উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল পিয়ালী, ২৬ দিনের মাথায় সাফল্য তাকে আঁকড়ে ধরলো। মেয়েকে যখন লক্ষ্যে ঠেলে দিয়েছিলেন পিয়ালীর পরিবার তখন একটু হলেও মনে ভয় দানা বেঁধেছিল। ভগবানের কাছে পরিবারের একটাই প্

ব্যান্ডেলে ব্রিজের গার্ডওয়াল ভেঙে নদীতে পড়ল লড়ি - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী : আজ মধ্যরাতে ব্যান্ডেল দেবনন্দপুর অঞ্চলের হলুদ সেতু থেকে নিচে পরে গেল মাদার ডায়েরির একটি দুধ বোঝাই লড়ি। ঘটনার কথা জানা জানি হতেই আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষ ও বিশেষত ব্রিজের আশেপাশে বসবাসকারী মানুষের মধ্যে। সাধারণ মানুষের মারফত খবর যায় স্থানীয় ব্যান্ডেল ফাঁড়ি ও চুঁচুড়া থানায়। তার কিছুক্ষনের মধ্যেই চুঁচুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন চুঁচুড়া থানার IC নিরুমপ ঘোষ। জানা গেছে লড়িটি মূলত ডানকুনি থেকে মাদার ডায়েরির দুধ সাপ্লাই করতে আসছিল ব্যান্ডেল অঞ্চলে। দিল্লি রোডের দিক থেকে আসছিল লরিটি, একটু বাঁদিক চাপতেই আনুমানিক দুইশত বছরের পুরানো সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় লরিটি। অল্পের জন্য রেহাই পায় লরির ড্রাইভার ও খালাসি। স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় বলেন, দিল্লিরোড থেকে জি.টি.রোড ও ব্যান্ডেল বাজারে আসার এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাছাড়া ব্যান্ডেল বাজার জেলার সবজি আড়ৎ গুলির মধ্যে একটি অন্যতম। সেদিক দিয়ে দেখলে অনেক গাড়িই বাইরে থাকে ঢুকতে পারবে না বাজারে। PWD এর নির্দেশজারি করা ছিল এখানে যে ৮টনের বেশি গাড়ি যাতাওয়াত করা নিষেধ, এমনকি সাইন

EXCLUSIVE : পার্কিং সমস্যা ও আবর্জনায় জেরবার চুঁচুড়া সদর হাসপাতাল - Janobarta Digital

পার্কিং সমস্যা ও আবর্জনায় জেরবার চুঁচুড়া সদর হাসপাতাল জনবার্তা ডিজিটাল:  জেলার সবচেয়ে বেশি শয্যা বিশিষ্ঠ হাসপাতাল চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল। স্বভাবতই চুঁচুড়া হাসপাতালের চাপ জেলার অন্য হাসপাতাল গুলির থেকে বেশি। পাণ্ডুয়া, বলাগড়, ধনিয়াখালী, পোলবা, মহানাদ ও শহরতলির বহু মানুষ চিকিৎসা পরিষেবার জন্য চুঁচুড়া হাসপাতালের উপর নির্ভরশীল। বিপুল পরিমাণে রোগী আসার ফলে হাসপাতালের পরিছন্নতার দিকটি ব্যাপক ভাবে অবহেলিত। হাসপাতাল চত্তরে একাধিক জায়গায় জমে থাকে নোংরা ও বর্জ্য পদার্থ। সিঁড়ি ও থাম গুলিতে পান ও গুটকার পিক্ এর ফলে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে অন্যদিকে হাসপাতালের পরিবেশও নোংরা হচ্ছে। হাসপাতালের দুই ওয়ার্ড এর মাঝের স্তূপাকার ময়লা এর থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ। বাড়ছে মশা মাছির উপদ্রপ। ইমামবাড়া হাসপাতালের আরও একটি বড়ো সমস্যা হলো পার্কিং। EXCLUSIVE FOOTAGE হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গাই টোটো ও প্রাইভেট এম্বুলেন্সের দখলে। প্রতিদিন অন্তত একশো বাইক এবং সাইকেল দাঁড়িয়ে থাকে নো পার্কিং জোনে। এর ফলে সব থেকে বড়ো সমস্যার সম্মুখীন হয় বহিরাগত এম্বুলেন্স গুলি। রোগী নিয়ে এসে নামানোর ক্ষে

দুর্গা পুজো উপলক্ষে হুগলীর বলাগড়ে "পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা" - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: হুগলীর বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর বাজারের সচ্ছিতানন্দ সেবাশ্রম দুর্গা পুজো উপলক্ষে পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গত বুধবার। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও সত্যি এটাই। এবছরের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন, গোটা একটা বছর অপেক্ষা করেন সকল মানুষ শুধুমাত্র পুজোর এই চারটে দিন উপভোগ করার জন্য। কিন্তু এই দুর্গা পুজো বা মাতৃ আরাধনায় প্রকৃত পক্ষে সামিল হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পুরোহিতরা। যাদের ছাড়া পুজোই সম্ভব নয়। সেই সমস্ত পুরোহিতদের পুজোর ধরন, পদ্ধতি আরও ভালো করার জন্য হুগলীর বলাগড়ে আচার্য্য কমলাকান্ত ও শ্রী সুজিত মুখোপাধ্যায় পরিচালনায় বহু পুরোহিত শিক্ষাগ্রহণ করেন। এই অনুষ্ঠানটিতে অনুপ্রেরণা জুগিয়েছে ভারতীয় সংস্কৃত পরিষদ। এপ্রসঙ্গে সংস্থার সম্পাদক অনুপ প্রামানিক বলেন, বিগত ৫বছর ধরে রাজ্যে তথা জেলার বুকে আমরা এই কর্মশালা করে থাকি। আগামী দিনে এই এক জায়গায় নয়, আশা রাখি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মশালা সংগঠিত করবো।।

রাজ্য সরকারের উদ্যোগে চন্দননগরে "পর্যটন মেলা" - Janobarta Digital

জনবার্তা ডেস্ক:  পশ্চিমবঙ্গ সরকার এর উদ্যোগে ও ইন্দ্রনীল সেনের ঐকান্তিক চেষ্টায় চন্দননগর মেরীর মাঠে আজ শুরু হল পর্যটন মেলা। মেলার উদ্বোধন  করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন । মেলায় জেলার ও অন্য জেলার ও অন্য জেলার নানা ভ্রমণ সংগঠন অংশগ্রহণ করে এই মেলায়।  জনৈক ভ্রমণ সংস্থার মলিক বলেন বর্তমানে মানুষ খুব ব্যস্ত জীবন কাটায় ,তাই পর্যটন মানুষকে স্বস্তির শ্বাস নিতে সাহায্য করে। মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুস্থান ছিল দেখার মতো। মেলা চলবে আগামী ২৮/০৯/২০১৮ তারিখ অবধি।।

হুগলী জেলা পরিষদের নয়া বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান চুঁচুড়ায় - Janobarta Digital

শপথ গ্রহণ মঞ্চ রাজেশ মন্ডল, হুগলী : হুগলী জেলা পরিষদের বোর্ড গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ। আজ সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, তপন দাসগুপ্ত, অসীমা পাত্র সহ হুগলীর জেলাশাসক জগদীশ প্রসাদ মীনার সহ উছপদস্থ আধিকারিক ও তৃণমূলের নেতানেত্রীদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়।  শুভেচ্ছা গ্রহণ করছেন জেলা পরিষদের পুনঃ নির্বাচিত সভাপতি শেখ মেহবুব রহমান হুগলীর জেলা পরিষদের সভাপতি পদে দ্বিতীয় বারের জন্য পুনর্নির্বাচিত হন শেখ মেহবুব রহমান এবং সহ সভাপতি পদে নির্বাচিত হন সুমনা সরকার। এছাড়াও জেলা পরিষদের সমস্ত সদস্য ও সদস্যারা শপথ গ্রহণের মধ্যে দিয়ে তাঁদের কার্যভার গ্রহন করেন।  মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, আমরা সকলেই এক পরিবারের অংশ। যেখানে দিদির মতামতই চূড়ান্ত, আমরা সকলেই দিদির কথা শুনি ও অনুপ্রেনিত হই। আমি আশাবাদী এদের যে দ্বায়িত্ব দেওয়া হয়েছে মানুষের পাশে থাকার জন্য এরা সমস্তটাই নিষ্ঠা সহকারে পালন করবে। শুভেচ্ছা গ্রহণ করছেন জেলা পরিষদের নব নির্বাচিত সহ সভাপতি সুমনা সরকার    অন্যদিকে জেলা পরিষদের পুনর্নির্বাচিত সভাপতি শেখ মেহবুব রহমান বলেন,

হুগলীর পোলবা আকনা ও কোলকাতায় বনধ এর আংশিক প্রভাব - Janobarta Digital

নজরে জেলা, খবরে বাংলা ছবি: আকনা, পোলবা জনবার্তা ডেস্ক:  বিজেপির ডাকা বনধ এর প্রভাব লক্ষ্য করা গেল পোলবা থানার আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু দোকান বন্ধ । সেই সাথে বনধ সমর্থকরাও মিছিল করে। তাদের মুখে ছিল বনধ সফল করার স্লোগান ।  ছবি: আকনা, পোলবা কলকাতাতেও বনধ এর প্রভাব যথেস্ট লক্ষণীয়। বড়বাজার চাঁদনী এলাকায় অনেক দোকানপাট ছিল বন্ধ । বেশ কিছু জায়গায় তৃণমূল মিছিল করে বনধ ব্যর্থ করার ডাক দেয়। কলকাতার ব‍্যাব্রোন রোড এলাকায় দোকান পাঠ বন্ধ থাকার দরুন ব্যবসাতে ক্ষতির কথা বলছেন তাঁরা। ছবি: কোলকাতা অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামলেও যাত্রী ছিল কম। ব্রাবোরণ রোড এ বাস এ আগুন লাগানোর চেস্টা করা হয়। ছবি: আকনা, পোলবা  অন্যদিকে আজ সকাল ৬:৩০ নাগাদ হুগলীর কোননগর রেল স্টেশনে অবরোধ মুখী হন বনধ সমর্থনকারীরা, কিন্তু পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ তুলে দেওয়া হয়।। ছবি: কোলকাতা তবে কোলকাতার সমস্ত সরকারী অফিস নিত্যদিনের মতোই খোলা ছিল। কাজের গতিও ছিল স্বাভাবিক। সবমিলিয়ে রাজ্যের সমস্ত জায়গায় প্রভাব না পড়লেও কিছু কিছু জায়গায় আংশিক আবার কোথাও বা সফল হয়েছে বনধ। ছবি: কোলকাতা জে

আবারও সদরে বনধ ব্যর্থ, স্বভাবিক জনজীবন - শহর চুঁচুড়ার বনধের ছবি -Janobarta Digital

জনবার্তা ডিজিটাল:  একই মাসে দুবার বনধ দেখল রাজ্যবাসী। এর আগে বামেদের ডাকা বনধ এ সাড়া দেয়নি সদর শহর চুঁচুড়া। এবার ও বিজেপির ডাকা বনধ কে সমর্থন করলো না শহর। অন্য দিনের মতো দোকান বাজার স্কুল কলেজ ও অফিস ছিল স্বভাবিক।আজ হুগলি জেলা পরিষদ এর বোর্ড গঠন কে কেন্দ্র করে উত্তেজনা ছিল তুঙ্গে। সকালে চুঁচুড়া স্টেশনে বিজেপি সমর্থকরা বনধ এর চেষ্টা করলে পুলিশ এসে তা প্রতিহত করে।  মন্ত্রী তপন দাশগুপ্ত এ ব্যপারে বলেন , বিজেপি র লোকবল নেই বনধ করার মতো ,এই বনধ মানুষ সমর্থন করে না। বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে  বলেন যাদের সংগঠন নেই তারা আবার কি বনধ করবে!বুদ্ধিজীবি মহল এর পক্ষে পরিচালক সন্দীপ রুদ্র বলেন মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই কর্মনাশা বনধ বাংলার মানুষের ভাত কেড়ে নিচ্ছে , এই ঘটনা মানুষ সমর্থন করে না।।

চুঁচুড়ায় সূচনা হলো ৩৬তম স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল, চুঁচুড়া : উদ্বোধন হলো ৩৬তম স্টেট স্পেশাল হ্যান্ডলুম এক্সপো। আজ সন্ধ্যায় চুঁচুড়া ফার্স্ট গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী স্বপন দেবনাথ, অসীমা পাত্র ও তপন দাসগুপ্ত সহ জেলা তৃণমূলের একাধিক নেতা নেত্রী। বস্ত্র দপ্তরের এক অধিকারীক জানান এবারে মোট স্টলের সংখ্যা চল্লিশটি। তপন দাসগুপ্ত তাঁর বক্তব্যে বলেন, গত বছর মোট বিক্রির পরিমান ছিল ৪৮ লক্ষ টাকা এবারে তিনি ১কোটি টাকার বিক্রির লক্ষ্যমাত্রা পূর্ন হবে বলে আশা করেন। ADVERTISEMENT অন্যদিকে অসীমা পাত্র রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বর্তমানে তাঁত শিল্পীদের পেনশন থেকে শুরু করে একধিক সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। অংশগ্রহণকারী তাঁত শিল্পীদের কথায় এই মেলা ব্যবসার দিক থেকে নতুনত্বের দাবী রাখে। উপস্থিত ক্রেতাদের মধ্যেও মেলার ব্যাপারেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেল। এ প্রসঙ্গে মন্ত্রী স্বপন দেবনাথ জানান..... দেখুন ভিডিও..।।

চুঁচুড়ায় আদিবাসী 'করম' উৎসব উদযাপন - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: আদিবাসী করম উৎসব উদযাপন হলো চুঁচুড়ায়। গতকাল এবং আজ দুদিন ব্যাপি উৎসব উদযাপিত হয়। গতকাল সন্ধ্যায় চুঁচুড়া ধরমপুর রবীন্দ্রশিক্ষায়তন বিদ্যালয় প্রাঙ্গনে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের আয়োজনে চতুর্থ বার্ষিক আদিবাসী "করম" উৎসবের সূচনা করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন হুগলী চুঁচুড়া পুরসভার পুরপ্রধান  গৌরিকান্ত মুখার্জী, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর অমিত ধর, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নন্দদুলাল বিশ্বাস সহ কমিটির তরফে  সনিকা ওঁরাও, বধুরাম ওঁরাও, বিশ্বনাথ ওঁরাও, চয়ন ওঁরাও, বুবাই ওঁরাও, শম্ভু ওঁরাও, বধূয়া সহ বিশিষ্ঠ জনেরা। আদিবাসী জনজাতির এক মহান উৎসব হল এই "করম" উৎসব। এপ্রসঙ্গে এক উদ্যোক্তা বলেন.....

চুঁচুড়া-মগরা ব্লক পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের পর উচ্ছাস তৃণমূল সমর্থকদের - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী:  আজ মগরা বি ডি ও অফিসে  চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বোড গঠন হলো। বি ডি ও অফিসের বাইরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল মগরা থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল যাতে কোন রকম গন্ডগোল না হয়। এখানে ৩০ টি আসনে র মধ্যে ২৯ টি পায় শাসক দল ও আর একটি বিজেপি। আজ কোন ভোটাভুটি না হয়ে দলের নির্দেশে নতুন সভাপতি হলেন দিলীপ দাশ,সহ সভাপতি হলেন মধুমিতা কর্মকার। ADVERTISEMENT     বি ডি ও অফিসে দ্বিতলে শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিচে নামলে দলের পক্ষ থেকে নতুন সভাপতি ও সহ সভাপতি সহ সদস্য সদস্যা সহ উপস্থিত অতিথিদের বরন করে নেওয়া হয়। আজ এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়ক এবং জেলা সভাপতি তপন দাশগুপ্ত ,বিধায়ক অসিত মজুমদার,বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রধান অরিজিতা শিল,টাউনের কার্যকারি সভাপতি দেবরাজ পাল ,বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপ-প্রধান সহ সদস্য সদস্যরা এবং জেলা পরিষদের সদস্য সদস্যরা।

বলাগড় মহা বিদ্যালয়ে NSS এর কথা সাহিত্যিকের জন্মদিবস পালন - Janobarta Digital

শ্যামল সিনহা, হুগলী (বলাগড়): কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ১৪৩তম জন্মদিবস পালন হল গতকাল বলাগড় মহা বিদ্যালয়ে। "ন্যাশনাল সার্ভিস স্কীম(NSS) এর দ্বিতীয় ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। শরৎচন্দ্রের গল্প ও কবিতা পাঠের মধ্যে দিয়ে দিনটা কাটান কলেজের ছাত্রছাত্রী সহ প্রফেসরা। = ADVERTISEMENT =  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা বিদ্যালয়ের প্রিন্সিপালও। প্রথমে কথা সাহিত্যিকের ছবিতে মাল্যদান করা হয়, এরপর নানান কর্মসূচীগুলি রূপায়িত হয় সকলের সহযোগিতায়। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে "আদর্শ গ্রাম" গড়ার ডাক দেওয়া হয় এন. এস.এস. এর তরফে।।

খাদিনা মোড়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সংস্কৃতিক অনুষ্ঠান, গান গাইলেন ট্রাফিক সার্জেন - Janobarta Digital

রাজেশ মন্ডল,হুগলী:  বিশ্বকর্মা পুজো মানেই প্রায় শারদীয়ার সূচনা। আজ বিশ্বকর্মার আরাধনায় মেতেছিল গোটা শহর। শিল্প নগরী হলদিয়ার সাথে পাল্লা দিয়েও এবার চুঁচুড়ার বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলি ও কারখানা গুলি থেমে থাকেনি। এমনই এক ছবি আজ দেখবেন, তবে এই মাতামাতিটা একটু অন্য। বিশ্বকর্মা পুজোর দিন চুঁচুড়া খাদিনা মোড় আটো এসোসিয়েশন এর এক সংস্কৃতিক অনুষ্ঠানে ট্রাফিক সার্জেন শিবাশীষ শর্মাকে দেখা গেলো এক অন্যরূপে। স্টেজে ওঠে নিজের গানে মাতিয়ে দিয়েছিলেন সন্ধ্যাটা। অন ডিউটি এক কর্তব্যরত পুলিশ অফিসার, আর অফ ডিউটিতে তাঁর এই সঙ্গীত পরিবেশনের গুণ দেখিয়ে প্রায় অবাক হয়েছেন শহরবাসী....দেখুন ভিডিও...।। বিজ্ঞাপন

কথা সাহিত্যিকের ১৪৩ তম জন্মদিন পালন জন্মভিটে দেবনন্দপুরে - Janobarta Digital

জনবার্তা(১৭.০৯.২০১৮):  কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্ট্যপাধ্যায় এর ১৪৩ তম জন্মদিন পালিত হল তার জন্মভিটে দেবানন্দপুরে। হুগলি জেলা পরিষদ , তথ্য সংস্কৃতি দপ্তর ও দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আজ উপস্থিত ছিলেন মন্ত্রি তপন দাসগুপ্ত সহ একাধিক নেতা। সারাদিন নানা অনুষ্টান এর মধ্য দিয়ে আজকের দিনটি পালন করা হয় । বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার শরৎচন্দ্র কে নিয়ে সুন্দর আলোচনা করেন। আলোচনায় অংশ নেন সাংবাদিক দেবাশিস মুখর্জী, সমীরণ মন্ডল, কবি প্রবীর রায়চৌধুরি , অর্চনা ভট্টচার্য , সনত দে , হরিৎ ব্যনাজী , নীতিকা চ্যাটার্জি সহ অনেকে।।

শহর চুঁচুড়ার বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে বিশ্বকর্মা পুজো

রাজেশ মন্ডল,হুগলী: বিশ্বকর্মা পুজো মানেই প্রায় শারদীয়ার সূচনা। আজ বিশ্বকর্মার আরাধনায় মেতেছে গোটা শহর। শিল্প নগরী হলদিয়ার সাথে পাল্লা দিয়েও এবার চুঁচুড়ার বাণিজ্যিক প্রতিষ্ঠান গুলি ও কারখানা গুলি থেমে থাকেনি। হুগলী চুঁচুড়া পৌরসভার পূর্ত-দপ্তর, জলকল দপ্তর ও বিদ্যুৎ দপ্তরেও যথাযথ মর্যাদায় পালিত হলো বিশ্বকর্মা পুজো। শুধু পুজোতেই থেমে থাকেনি, ঘুড়ির লড়াইয়েও মেতেছিল আট থেকে আশি সকলেই। রাজেশ মন্ডলের একটি বিশেষ প্রতিবেদন...দেখুন ভিডিও...।।

ফ্রিডম" ডান্স গ্রূপের বার্ষিক অনুষ্ঠানে চুঁচুড়ায় অভিনেত্রী রচনা ব্যানার্জী

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া শহরের এক বেসরকারী নৃত্য শিক্ষা প্রদানকারী গোষ্ঠী "ফ্রিডম"গোষ্ঠীর বার্ষিক অনুষ্ঠান হলো আজ। আজ সন্ধ্যায় চুঁচুড়া ২য় কুঠির মাঠে অনুষ্ঠানটি হয়। এদিন গোষ্ঠীর সমস্ত নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনের পাশাপাশি দেখা গেছে বাংলা সিনেমা জগতের কিংবদন্তি নায়িকা রচনা ব্যানার্জীকে। সেলেবকে দেখতে ভীড় জমিয়ে ছিলেন এ শহরের পাশাপাশি পার্শবর্তী শহরের মানুষও। এই অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার বলেন...... দেখুন ভিডিও।।

রাত পোহালেই বিশ্বকর্মা, ঘুড়ির লড়াইয়ে মেতেছে শহর চুঁচুড়া - Janobarta Digital

রাজেশ মন্ডল,হুগলী: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো। আর বাঙালীর উৎসবে সবই যেন "বাই ওয়ান, গেট ওয়ান" আফার। বিশ্বকর্মা'র সাথে ঘুড়ি ওড়ানো ফ্রি। সে যাই হোক, অত অন্দরে গিয়ে লাভ নেই। মোট কথা বিশ্বকর্মায় ঘুড়ির লড়াইয়ে আকাশ পথে কার দর কতটা সে নিয়ে বেশ চিন্তায় আছে আট থেকে আশি সকলেই। আজ সকালে চুঁচুড়াই এক নামজাদা ঘুড়ির দোকানে গিয়ে উঠে এলো এরম দৃশ্য। বাচ্ছা থেকে বুড়ো সকলেই বেশ উৎসাহিত ঘুড়ির লড়াই নিয়ে। আর লড়াই মানে তোহ ঘুড়িও চাই "রয়্যাল বেঙ্গল টাইগার" এর মতো। এক একজন তোহ রীতিমতো ২০০ টাকায় একটা ঘুড়ি কিনছেন। দোকানদারের দাবী, অত সহজে নষ্ট করা যাবে না এই ঘুড়ি। সে যেমন ঘুড়িই হোক না কেন। এছাড়াও পরিবেশের ভারসাম্য ও পশু পাখিদের যাতে কোনো ক্ষতি না হয় সে দিকে নজর রেখে এবছর নাইলন সুতোর বদলে পান্ডা সুতোর চল ক্রেতাদের মধ্যে বেশি। ঘুড়ির মধ্যে আছে পেটকাটা, চাপরাস, ঈগল, মৌয়ুর সহ এক রঙা ঘুড়িও আছে। সব মিলিয়ে বেশ উপরেই রয়েছে এবছরের ঘুড়ির সূচক। এ প্রসঙ্গে একজন ঘুড়ি ব্যবসায়ী বলেন...

ছাত্রীদের মোবাইল নয়, বই মুখী করতে স্কুলের মধ্যেই বই মেলার আয়োজন চুঁচুড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: 'মাছেভাতে বাঙালী' কথাটা বেশ জনপ্রিয় একটি প্রবাদ বলা যেতে পারে। বর্তমান সমাজে মাছে ভাতে বাঙালী শুধু নয় প্রায় সমস্ত মানুষর কাছে এই চলতি অভ্যাসের সাথে যুক্ত হয়েছে মোবাইল। এই আন্তর্জালের সমাজে যত না বই পড়া হয় তার থেকে বেশি ফেস-বুক পড়ে মানুষ। যাক অনেক বলা হয়েছে এটা সমালচনা আমাদের প্রসঙ্গ নয়, মূল কথায় আসি। বর্তমানে শিশু সমাজকে বই যত না আকর্ষন করে তার দ্বিগুন আকর্ষণ করে মোবাইল। এই মোবাইল ফোবিয়াকে একটু দূরে রেখে এখনকার ছাত্রছাত্রী সমাজের কাছে বইকে আরও বেশি করে পৌঁছে দিতে চুঁচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়ের অভিনব উদ্যোগ। গত সোমবার থেকে বাণী মন্দির বিদ্যালয় প্রাঙ্গনে গীতাঞ্জলি প্রকাশনী ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক বই মেলার আয়োজন করা হলো। আজ তার তৃতীয় দিন। জানা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই এহেন উদ্যোগে সামিল হয়েছে এই বিদ্যালয়। গত সোমবার বিদ্যালয় সভাপতি তথা চুঁচুড়া পুরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী এই বই মেলার সূচনা করেন। বিদ্যালয়ের এই উদ্যোগে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। এপ্রসঙ্গে এক বিদ্যালয়ের এক শিক্ষিকা ও এক ছাত্রী বলেন....দেখুন ভিডিও।। ADVERTISEMENT

BIG BREAKING: মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের একাধিক জেলা - JANOBARTA DIGITAL

জনবার্তা:  মৃদু   ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা৷ রাজ্যের একাধিক জেলা সহ উত্তরবঙ্গে অনুভূত হয় এই কম্পন৷ মালদা, মুর্শিদাবাদেও কম্পন টের পাওয়া যায়৷ আজ সকাল ১০:২০ নাগাদ এই ভূমিকম্প হয় কিছু সময়ের জন্য৷ আতঙ্কিত সাধারণমানুষ।৷

স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উদযাপন চুঁচুড়ায় - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী:  স্বামী বিবেকানন্দ 'র শিকাগো বক্তৃতার ১২৫তম বর্ষ উপলক্ষে শহর চুঁচুড়ায় মহাসমারহে পালিত হলো আজকের দিনটি। আজ সকালে হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে চুঁচুড়া রথতলা থেকে এক প্রভাতফেরীর আয়োজন করা হয়। শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে এই ফেরী। এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা এই ফেরীতে অংশগ্রহণ করেন। এছাড়াও পা মিলিয়েছিলেন চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায় সহ এলাকার কাউন্সিলরবৃন্দ। সবশেষে মহারাজ ত্যাগীবরা নন্দ সকলের উদ্দেশ্যে বাণী প্রচার করেন এবং সম্প্রীতির বার্তা দেন।।

পেট্রোল ও ডিজেল-সহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শহর জুড়ে তৃণমূলের প্রতিবাদ মিছিল - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: গোটা দেশে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাসের পাশাপাশি সমস্ত দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদী গোটা রাজ্যের পাশাপাশি জেলা সদর চুঁচুড়া'র সমস্ত ওয়ার্ডে তৃণমূলের পক্ষ  থেকে বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হলো।  আজ বিকালে ওয়ার্ড কমিশনারদের নেতৃত্বে এই মিছিল সংগঠিত হয়। সাধারণ মানুষের সুবিধার্থে এই দ্রব্যমূল্য অবিলম্বে কমাতে হবে, এই দাবিকে সামনে রেখেই আজকের এই প্রতিবাদ মিছিল বলে জানিয়েছেন হুগলী-চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী।।

সদরে বনধ ব্যর্থ: স্বাভাবিক জনজীবন - Janobarta Digital

জনবার্তা ডেস্ক: বাম কংগ্রেস মিলিত চেষ্টা বৃথা গেল। হুগলীর সদর এ বনধ এর কোনো প্রভাব দেখা গেল না। স্কুল , কলেজ , অফিস সর্বত্র কর্ম ব্যস্ততা লক্ষ করা গেল। মানুষ স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগদান করেছে। শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় , কামারপাড়া , আখন বাজার ছিল কর্মচঞ্চল। বিকালে ঘড়ির মোড় থেকে বাম দল গুলির একটি মিছিল বের হয়। তবে লোক ছিল হাতে গোনা। তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হয়। তৃণমূল এর পক্ষে জেলা সহ সভাপতি সৌম্য চ্যাটার্জি বলেন ....

চুঁচুড়া আরোগ্যের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া আরোগ্য'র উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ আরোগ্য ভবনে। আজ সকলে আরোগ্যে ভবনে বিশিষ্ঠ চিকিৎসকদের উপস্থিতিতে ফিজিওথেরাপি'র উপর ভিত্তি করে এই শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসকরা এল.ই.ডি স্ক্রিনের মাধ্যমে শিবিরে উপস্থিত মানুষদের এই চিকিৎসার সার্থকতা বোঝান এবং কি ভাবে কোন ব্যায়াম কোন রোগ নিরাময়ে উপকারী সে সন্মন্ধে আলোকপাত করেন।  আজকের শিবির প্রসঙ্গে আরোগ্য'র কর্নধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, দিন পনেরো আগে হুগলীর সাংসদ রত্না দে নাগ বলেছিলেন এই ধরনের বেস ক্যাম্প করতে। তাঁরই আদেশে সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের এই উদ্যোগ।।

নজরে ভ্রমণে আজ "জয়পুরের জয় যাত্রা" - Janobarta Digital

জয়পুর বাঁকুড়া - প্রথম দিন ঠিক হয়েছিল এক মাস আগে কিন্তু পক্স এ পড়ে কেস টা খেলাম। যাহ!আর বোধ হয় যাওয়া হবে না। শেষ পর্যন্ত সুস্থ হলাম, গন্তব্য "জয়পুর"। তিনটি বাইকে মোট ছয় জন। ভোর বেলা বেড়িয়ে ১১৯ কিমি পথ পেরিয়ে জয়পুর ঢুকলাম ৯ টা। স্নান-টান করে বেড়িয়ে পড়লাম জঙ্গল দেখতে। জয়পুর জঙ্গল এ আপনি গেলেই যে পরপর স্পট পাবেন তা  নয়, এটা সম্পূর্ণ উপভোগ করার জয়াগা। চারিদিকে একটা অদ্ভুত নীরব প্রকৃতি। পাতার শব্দ টুকু ও আপনার কানে আসবে, ঘন শাল বনের জঙ্গল,পাখির ডাক, এ এক অসামান্য পরিবেশ। জঙ্গল এর রাস্তা ধরে এগিয়ে গেলে নজরে পড়বে বৃটিশ আমলের এয়ারপোর্ট। হাতি এবং চিতল হরিণ এর বিচরণ ক্ষেত্র এই জায়গা ভাগ্য ভলো থাকলে দেখা মিলতেই পারে। আমরা পাইনি যদিও। দুপুরে আহার সারলাম এমু আর কোয়েল পাখির মাংস ও ভাত দিয়ে। বনলতা রিসর্ট এ এগুলি চাষ হয়। সন্ধে নামলেই জঙ্গল এর রূপ অন্যরকম। নীরবতা আপনকে ঘিরে ধরবে। আমরা একটু রিস্ক নিয়ে রাত ১১ টায় বেড়িয়েছিলাম।দুধারে জঙ্গল মঝে রাস্তা দিয়ে আলো নিভিয়ে গাড়ি চালাতে একদিকে ভয় ও আছে ভলো লাগাও আছে। ডিনার সারলাম হাঁস আর টার্কির কষা দিয়ে।ঊহ্ কি যে স্বাদ বলে বোঝানো যাবে না।রা