জনবার্তা ডেস্ক: বাম কংগ্রেস মিলিত চেষ্টা বৃথা গেল। হুগলীর সদর এ বনধ এর কোনো প্রভাব দেখা গেল না। স্কুল , কলেজ , অফিস সর্বত্র কর্ম ব্যস্ততা লক্ষ করা গেল। মানুষ স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগদান করেছে। শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় , কামারপাড়া , আখন বাজার ছিল কর্মচঞ্চল। বিকালে ঘড়ির মোড় থেকে বাম দল গুলির একটি মিছিল বের হয়। তবে লোক ছিল হাতে গোনা। তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হয়। তৃণমূল এর পক্ষে জেলা সহ সভাপতি সৌম্য চ্যাটার্জি বলেন ....
ছবি:অসীম ভট্টাচার্য একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।
Comments
Post a Comment