জনবার্তা ডেস্ক: বাম কংগ্রেস মিলিত চেষ্টা বৃথা গেল। হুগলীর সদর এ বনধ এর কোনো প্রভাব দেখা গেল না। স্কুল , কলেজ , অফিস সর্বত্র কর্ম ব্যস্ততা লক্ষ করা গেল। মানুষ স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগদান করেছে। শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় , কামারপাড়া , আখন বাজার ছিল কর্মচঞ্চল। বিকালে ঘড়ির মোড় থেকে বাম দল গুলির একটি মিছিল বের হয়। তবে লোক ছিল হাতে গোনা। তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হয়। তৃণমূল এর পক্ষে জেলা সহ সভাপতি সৌম্য চ্যাটার্জি বলেন ....
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

Comments
Post a Comment