জনবার্তা ডেস্ক: বাম কংগ্রেস মিলিত চেষ্টা বৃথা গেল। হুগলীর সদর এ বনধ এর কোনো প্রভাব দেখা গেল না। স্কুল , কলেজ , অফিস সর্বত্র কর্ম ব্যস্ততা লক্ষ করা গেল। মানুষ স্বতস্ফুর্ত ভাবে কাজে যোগদান করেছে। শহরের প্রাণকেন্দ্র ঘড়ির মোড় , কামারপাড়া , আখন বাজার ছিল কর্মচঞ্চল। বিকালে ঘড়ির মোড় থেকে বাম দল গুলির একটি মিছিল বের হয়। তবে লোক ছিল হাতে গোনা। তৃণমূলের পক্ষ থেকেও বিজেপি হটাও স্লোগান দিয়ে মিছিল বের হয়। তৃণমূল এর পক্ষে জেলা সহ সভাপতি সৌম্য চ্যাটার্জি বলেন ....
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ...
Comments
Post a Comment