Skip to main content

Posts

Showing posts with the label খেলা

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর মেরীর মাঠে হকি টুর্নামেন্ট - Janobarta Digital

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চন্দননগর মেরীর মাঠে হকি টুর্নামেন্ট রাজেশ মন্ডল, হুগলী : চন্দননগর পুলিশ কমিশনারেটের আয়োজনে চন্দননগর মেরীর মাঠে অনুষ্ঠিত হলো এক হকি টুর্নামেন্ট এর। কমিশনারেটের পাশাপাশি চন্দননগর দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় কুমার সহ বিভিন্ন স্তরের আধিকারিকবৃন্দ। বাচ্ছা থেকে বুড়ো সকলকেই এদিন হকির ব্যাট হাতে দেখা যায়। খেলা শুরুর প্রথমে সকল খেলোয়াড়দের সাথে করমর্দন করে খেলার সূচনা করেন কমিশনার অজয় কুমার। এদিনের টুর্নামেন্ট প্রসঙ্গে অজয় বাবু বলেন....,, দেখুন ভিডিও...।।

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা' - Janobarta Digital

HDBA -এর উদ্যোগে চুঁচুড়া বক্সিং গ্রাউন্ডে 'টিম বক্সিং প্রতিযোগিতা'  জনবার্তা : গত ২৩শে ডিসেম্বর সন্ধ্যায় চুঁচুড়ার হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো টিম বক্সিং প্রতিযোগিতা ২০১৮। পরাধীন ভারতে নির্মিত বক্সিং রিঙে খেলা অনুষ্ঠিত হয়। ১৯৪০ সালে শুরু হয় এই রিঙের পথচলা। এরপর,  ১৯৭৪ সাল নাগাদ বন্ধ হয়ে যায় এই রিঙে। পরে ২০১৫ সালে আবার শুরু হয় এই রিঙে বক্সিং প্র্যাক্টিস ও প্রতিযোগিতা। এখন বিগত ৩ বছর ধরেই চলছে এই প্রতিযোগিতা। জেলা স্তরের মোট ১৮জন ছেলে ও মেয়ে এদিনের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জানা যায় আগামী মার্চ মাসে এই বক্সিং রিঙে একটি রাজ্য স্তরের খেলা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে হুগলী ডিস্ট্রিক্ট বক্সিং এসোসিয়েশন তরফে এক সদস্য বলেন....,,দেখুন ভিডিও..।।