রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া আরোগ্য'র উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ আরোগ্য ভবনে। আজ সকলে আরোগ্যে ভবনে বিশিষ্ঠ চিকিৎসকদের উপস্থিতিতে ফিজিওথেরাপি'র উপর ভিত্তি করে এই শিবির অনুষ্ঠিত হয়। চিকিৎসকরা এল.ই.ডি স্ক্রিনের মাধ্যমে শিবিরে উপস্থিত মানুষদের এই চিকিৎসার সার্থকতা বোঝান এবং কি ভাবে কোন ব্যায়াম কোন রোগ নিরাময়ে উপকারী সে সন্মন্ধে আলোকপাত করেন।
আজকের শিবির প্রসঙ্গে আরোগ্য'র কর্নধার ইন্দ্রজিৎ দত্ত বলেন, দিন পনেরো আগে হুগলীর সাংসদ রত্না দে নাগ বলেছিলেন এই ধরনের বেস ক্যাম্প করতে। তাঁরই আদেশে সাধারণ মানুষের সুবিধার্থে আমাদের এই উদ্যোগ।।
Comments
Post a Comment