জনবার্তা ডেস্ক : চুঁচুড়ার এন. এস. সি রোড তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৬৮ তম বর্ষের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ সকালে প্রথম দফায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দফায় সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুর পূর্বে এলাকার বর্ষীয়ান সদস্যদের হাত দিয়ে প্রতিযোগীতার সূচনা হয়। এছাড়াও বিশেষভাবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু প্রবীণ ও প্রবীণাকেও লক্ষ্য করা যায় এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।
জানা গেছে প্রায় ১৬০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে সমিতির এক সম্পাদক পার্থ প্রতিম দত্ত বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এই হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করছি। তবে অঙ্কন প্রতিযোগিতা বহু দিন ধরেই আমাদের কমিটির উদ্যোগে হয়ে আসছে।
ADVERTISEMENT |
আগামী দিনে আমরা আরও বেশি এই ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে পৌঁছে যেতে চাই। আর এবছর আমরা পুজোর মধ্যে দিয়ে সকলকে একটাই বার্তা দিতে চাই, "প্লাস্টিক মুক্ত, পরিষ্কার পরিছন্ন শহর" গড়তে চাই।।
Comments
Post a Comment