নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া শহরের এক বেসরকারী নৃত্য শিক্ষা প্রদানকারী গোষ্ঠী "ফ্রিডম"গোষ্ঠীর বার্ষিক অনুষ্ঠান হলো আজ। আজ সন্ধ্যায় চুঁচুড়া ২য় কুঠির মাঠে অনুষ্ঠানটি হয়। এদিন গোষ্ঠীর সমস্ত নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশনের পাশাপাশি দেখা গেছে বাংলা সিনেমা জগতের কিংবদন্তি নায়িকা রচনা ব্যানার্জীকে। সেলেবকে দেখতে ভীড় জমিয়ে ছিলেন এ শহরের পাশাপাশি পার্শবর্তী শহরের মানুষও। এই অনুষ্ঠান প্রসঙ্গে সংস্থার কর্ণধার বলেন......দেখুন ভিডিও।।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment