রাজেশ মন্ডল, হুগলী: 'মাছেভাতে বাঙালী' কথাটা বেশ জনপ্রিয় একটি প্রবাদ বলা যেতে পারে। বর্তমান সমাজে মাছে ভাতে বাঙালী শুধু নয় প্রায় সমস্ত মানুষর কাছে এই চলতি অভ্যাসের সাথে যুক্ত হয়েছে মোবাইল। এই আন্তর্জালের সমাজে যত না বই পড়া হয় তার থেকে বেশি ফেস-বুক পড়ে মানুষ। যাক অনেক বলা হয়েছে এটা সমালচনা আমাদের প্রসঙ্গ নয়, মূল কথায় আসি। বর্তমানে শিশু সমাজকে বই যত না আকর্ষন করে তার দ্বিগুন আকর্ষণ করে মোবাইল। এই মোবাইল ফোবিয়াকে একটু দূরে রেখে এখনকার ছাত্রছাত্রী সমাজের কাছে বইকে আরও বেশি করে পৌঁছে দিতে চুঁচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়ের অভিনব উদ্যোগ। গত সোমবার থেকে বাণী মন্দির বিদ্যালয় প্রাঙ্গনে গীতাঞ্জলি প্রকাশনী ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক বই মেলার আয়োজন করা হলো। আজ তার তৃতীয় দিন। জানা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই এহেন উদ্যোগে সামিল হয়েছে এই বিদ্যালয়। গত সোমবার বিদ্যালয় সভাপতি তথা চুঁচুড়া পুরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মুখার্জী এই বই মেলার সূচনা করেন। বিদ্যালয়ের এই উদ্যোগে পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। এপ্রসঙ্গে এক বিদ্যালয়ের এক শিক্ষিকা ও এক ছাত্রী বলেন....দেখুন ভিডিও।।
ADVERTISEMENT
Comments
Post a Comment