শ্যামল সিনহা, হুগলী (বলাগড়): কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ১৪৩তম জন্মদিবস পালন হল গতকাল বলাগড় মহা বিদ্যালয়ে। "ন্যাশনাল সার্ভিস স্কীম(NSS) এর দ্বিতীয় ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। শরৎচন্দ্রের গল্প ও কবিতা পাঠের মধ্যে দিয়ে দিনটা কাটান কলেজের ছাত্রছাত্রী সহ প্রফেসরা।
= ADVERTISEMENT =
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা বিদ্যালয়ের প্রিন্সিপালও। প্রথমে কথা সাহিত্যিকের ছবিতে মাল্যদান করা হয়, এরপর নানান কর্মসূচীগুলি রূপায়িত হয় সকলের সহযোগিতায়। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে "আদর্শ গ্রাম" গড়ার ডাক দেওয়া হয় এন. এস.এস. এর তরফে।।
Comments
Post a Comment