Skip to main content

বলাগড় মহা বিদ্যালয়ে NSS এর কথা সাহিত্যিকের জন্মদিবস পালন - Janobarta Digital


শ্যামল সিনহা, হুগলী (বলাগড়): কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের ১৪৩তম জন্মদিবস পালন হল গতকাল বলাগড় মহা বিদ্যালয়ে। "ন্যাশনাল সার্ভিস স্কীম(NSS) এর দ্বিতীয় ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠান করা হয়। শরৎচন্দ্রের গল্প ও কবিতা পাঠের মধ্যে দিয়ে দিনটা কাটান কলেজের ছাত্রছাত্রী সহ প্রফেসরা।
= ADVERTISEMENT =

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহা বিদ্যালয়ের প্রিন্সিপালও। প্রথমে কথা সাহিত্যিকের ছবিতে মাল্যদান করা হয়, এরপর নানান কর্মসূচীগুলি রূপায়িত হয় সকলের সহযোগিতায়। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে "আদর্শ গ্রাম" গড়ার ডাক দেওয়া হয় এন. এস.এস. এর তরফে।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।