নজরে জেলা, খবরে বাংলা
|
ছবি: আকনা, পোলবা |
জনবার্তা ডেস্ক: বিজেপির ডাকা বনধ এর প্রভাব লক্ষ্য করা গেল পোলবা থানার আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু দোকান বন্ধ । সেই সাথে বনধ সমর্থকরাও মিছিল করে। তাদের মুখে ছিল বনধ সফল করার স্লোগান ।
|
ছবি: আকনা, পোলবা |
কলকাতাতেও বনধ এর প্রভাব যথেস্ট লক্ষণীয়। বড়বাজার চাঁদনী এলাকায় অনেক দোকানপাট ছিল বন্ধ । বেশ কিছু জায়গায় তৃণমূল মিছিল করে বনধ ব্যর্থ করার ডাক দেয়। কলকাতার ব্যাব্রোন রোড এলাকায় দোকান পাঠ বন্ধ থাকার দরুন ব্যবসাতে ক্ষতির কথা বলছেন তাঁরা।
|
ছবি: কোলকাতা |
অতিরিক্ত সরকারি বাস রাস্তায় নামলেও যাত্রী ছিল কম। ব্রাবোরণ রোড এ বাস এ আগুন লাগানোর চেস্টা করা হয়।
অন্যদিকে আজ সকাল ৬:৩০ নাগাদ হুগলীর কোননগর রেল স্টেশনে অবরোধ মুখী হন বনধ সমর্থনকারীরা, কিন্তু পরে রেল পুলিশের তৎপরতায় অবরোধ তুলে দেওয়া হয়।।
|
ছবি: কোলকাতা |
তবে কোলকাতার সমস্ত সরকারী অফিস নিত্যদিনের মতোই খোলা ছিল। কাজের গতিও ছিল স্বাভাবিক। সবমিলিয়ে রাজ্যের সমস্ত জায়গায় প্রভাব না পড়লেও কিছু কিছু জায়গায় আংশিক আবার কোথাও বা সফল হয়েছে বনধ।
|
ছবি: কোলকাতা |
জেলা সদর গুলিতে বনধ এর আংশিক প্রভাব ছিল বলা যেতে পারে।।
Comments
Post a Comment