Skip to main content

আবারও সদরে বনধ ব্যর্থ, স্বভাবিক জনজীবন - শহর চুঁচুড়ার বনধের ছবি -Janobarta Digital


জনবার্তা ডিজিটাল: একই মাসে দুবার বনধ দেখল রাজ্যবাসী। এর আগে বামেদের ডাকা বনধ এ সাড়া দেয়নি সদর শহর চুঁচুড়া। এবার ও বিজেপির ডাকা বনধ কে সমর্থন করলো না শহর। অন্য দিনের মতো দোকান বাজার স্কুল কলেজ ও অফিস ছিল স্বভাবিক।আজ হুগলি জেলা পরিষদ এর বোর্ড গঠন কে কেন্দ্র করে উত্তেজনা ছিল তুঙ্গে। সকালে চুঁচুড়া স্টেশনে বিজেপি সমর্থকরা বনধ এর চেষ্টা করলে পুলিশ এসে তা প্রতিহত করে। 

মন্ত্রী তপন দাশগুপ্ত এ ব্যপারে বলেন , বিজেপি র লোকবল নেই বনধ করার মতো ,এই বনধ মানুষ সমর্থন করে না। বিধায়ক অসিত মজুমদার কটাক্ষ করে  বলেন যাদের সংগঠন নেই তারা আবার কি বনধ করবে!বুদ্ধিজীবি মহল এর পক্ষে পরিচালক সন্দীপ রুদ্র বলেন মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই কর্মনাশা বনধ বাংলার মানুষের ভাত কেড়ে নিচ্ছে , এই ঘটনা মানুষ সমর্থন করে না।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।