Skip to main content

Posts

এ.আই.ডি.এস.ও 'র প্রতিষ্ঠা দিবসে জেলা কমিটির ডাকে ছাত্র মিছিল ও সমাবেশ

ডেস্ক : জাতীয় শিক্ষানীতি ২০২০ ,শ্রম আইন ও সর্বনাশা কৃষি আইন ২০২০ বাতিল করার দাবিতে এবং  শিক্ষা কে বেসরকারিকরণ-সাম্প্রদায়িকীকরণ করার প্রতিবাদে,মদ নিষিদ্ধ করার দাবিতে,জল- জঙ্গল -জমি ও শিক্ষার অধিকার রক্ষার দাবি সহ একাধিক দাবিতে এআইডিএসও(AIDSO ) হুগলি জেলা কমিটির ডাকে সংগঠনের ৬৭তম প্রতিষ্ঠা দিবসে শ্রীরামপুর শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও শ্রীরামপুর স্টৈশন চত্তরে প্রতিবাদী ছাত্র  সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্র ছাত্রীদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। হুগলি মহসিন কলেজ, চন্দন গর গভমেন্ট কলেজ, শ্রীরামপুর কলেজ সহ অন্যান্য কলেজের ছাত্র কমরেডরা বক্তব্য রাখেন। বক্তব্যের পাশাপাশি গান , কবিতা ও জেলার নাট্যগোষ্ঠী 'চরৈবতী' কর্তৃক কৃষি আইন ২০২০র বিরুদ্ধে নাটক 'একটা দাবির জন্য' পরিবেশিত হয়। এই ছাত্র সমাবেশে উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য অফিস সম্পাদক কমরেড প্রভাশিষ দাস,জেলা সম্পাদক কমরেড শঙ্কর দাস , সভার সভাপতি কমরেড ভোলা রায় সহ অন্যান্য নেতা নেত্রী বৃন্দ। জেলা সম্পাদক বলেন মার্কসবাদ -লেনিনবাদ ও কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারায় গঠিত বিপ্লবী এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে

প্রস্তুতি শেষ পর্বে, বিধি মেনেই কাল শুরু চুঁচুড়া বইমেলা

  একনজরে প্রতিবেদন: করোনা পরিস্থিতি সামাল দিয়ে শুরু হুগলী চুঁচুড়া বইমেলা। আগামীকাল দুপুর ঠিক দুটোয় মেলার উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক প্রচেত গুপ্ত। প্রতিবারের মত এবারও কলকাতা ও জেলার একাধিক প্রকাশন থাকছে মেলায়।  এবারে মেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। প্রতিদিন থাকছে কবিতা পাঠ, গান ও বই কিনে দেদার আড্ডা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সব বিধি মেনেই আমরা আয়োজন করছি। আশা করছি মানুষ আসবেন, বই কিনবেন।।

১৯ নং জাতীয় সড়ক, দুর্গাপুর রোড অবরোধ বামপন্থীদের

একনজরে প্রতিবেদন: ধনেখালি বিধানসভার অন্তর্গত দাদপুর থানার পার্শ্ববর্তী মহেশ্বরপুর, দূর্গাপুর হাইওয়ে, নিচে ১৭  ও ১৮ নম্বর বাস রাস্তা অবরোধ করে বামপন্থীরা।  আজ সকাল থেকে এখানে দফায় দফায় হাইওয়ে ও নিচের বাস রাস্তা অবরোধ চলে। সিপিআই এমএল লিবারেশন, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক এর নেতৃত্বে। কংগ্রেস ও অংশ নেয়। মিছিল হয়।  অবরোধে আদিবাসী মঞ্চ ও ঋণ মুক্তি কমিটির বহু মহিলাও অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় কৃষকদের প্রাণঘাতী এই বিল পাস করে কেন্দ্র সরকার ভারতের কৃষি ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। তাই আন্দোলনের মাধ্যমে সব প্রতিহত করা হবে ।

বনধ এর সমর্থনে SUCI(C)র চুঁচুড়া শহরে মিছিল, ধর্মঘট সর্বাত্মকভাবে সফল দাবী নেতৃত্বের

  একনজরে প্রতিবেদন: আজকের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত ধর্মঘটের সমর্থনে এসইউসিআই (কমিউনিস্ট) দলের চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে ঘড়ির মোর সহ চুঁচুড়া শহর জুড়ে মিছিল হল। মিছিল টি চুঁচুড়া স্টেশন থেকে শুরু করে খাদিনা মোড়, তোলা ফটক খুড়ুয়া বাজার মোড় হয়ে পুলিশ লাইন পার হয়ে ঘড়ির মোর, বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন জায়গায় পরিক্রমা করে গোরস্থান এ শেষ হয়। এই মিছিলে দাবি ওঠে- ১. রেল, ব্যাংক,বীমা, খনি, বিএসএনএল সহ সরকারি সম্পত্তি সরকারিকরণ করা চলবে না। ২. কৃষক স্বার্থবিরোধী কৃষি আইন বাতিল করতে হব ৩.শ্রমিক স্বার্থবিরোধী শ্রম আইন বাতিল করতে হবে। ৪.অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রদ ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু, ক্রমবর্ধমাননারী নির্যাতন বন্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫.সমস্ত দুঃস্থ পরিবারদের মাসিক ৭৫০০ টাকা ভাতা চালু করতে হবে। ৬.প্রত্যেক গরীব মানুষদের জন্য প্রতি মাসে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি রেশন দিতে হবে। ৭.MGNREGA প্রকল্পের মাধ্যমে গ্রামে ২০০ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে।  ৮.অগণতান্ত্রিক এন আর সি-সিএ এ বাতিল করতে হবে। ৮. বিদ্যুৎ আইন (সং

বাঙালির গর্ব- আমাদের একজন সৌমিত্র আছে

একনজরে প্রতিবেদন: আজ দুপুরে অজানার পথে পাড়ি দিলেন বাঙালির গর্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলার সিনেমার নক্ষত্র পতন। বয়স হয়েছিল ৮৫ বছর। টানা ৪০ দিন চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি হাসপাতালে। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমার জগতে পথ চলা শুরু। তারপর বাঙালির হৃদয়ে চিরস্হায়ী জায়গা করে নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চারুলতা, অভিযান, অরন্যের দিনরাত্রি, ঝিন্দের বন্দি র মত একের পর এক অসামান্য ছবি উপহার দিয়েছেন দর্শককে। সিনেমার পাশাপাশি নাটক, আবৃত্তি তে স্বচ্ছন্দ ছিলেন।২০০৪ সালে পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন,২০০৬ জাতীয় চলচিত্র পুরস্কার আর ২০১২ তে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।২০১৮ সালে ফরাসী সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ ওনার পান সৌমিত্র চট্টোপাধ্যায়।২০১৯ এ শেষ মুক্তি প্রাপ্ত ছবি সাঁঝবাতি। তাঁর মৃত্যু বাংলার সিনেমার পাশাপাশি বাঙালির এক অপূরণীয় ক্ষতি।

বিহারে এন ডি এ জোট, উজ্জল তেজস্বী,ভালো ফল বামেদের

একনজরে প্রতিবেদন: শুরুটা ভালোই হয়েছিলো কিন্তু শেষ রক্ষা হয়নি। মহাজোট সামান্য পিছিয়ে শেষ করলো এবারের ইনিংস। আর জে ডি ভালো ফল করলেও ভরাডুবি শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। তবে বিহার নির্বাচনে এবারের উজ্জল মুখ তেজস্বী যাদব। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে আর জে ডি। সাথে সাথে উল্লেখ্য ফল বামেদের।বাম দল গুলোর মধ্যে সিপিআই এম এল দারুণ প্রভাব বিস্তার করেছে জনমানসে। এই ফল সারা দেশে বামেদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।সিপিআই এম এল নেতা সজল অধিকারী বলেন ফ্যাসিস্ট মোদী সরকারের বিরুদ্ধে জোর ধাক্কা বিহার, বিহারের লড়াই টা হয়েছে উন্নয়নের লক্ষ্যে, মোদী বিরোধী এত গুলি আসন দেখার এই ছবিটা পরিষ্কার যে মানুষ মোদীর বিরুদ্ধে জাগছে,সিপিআই এম এল এর ভালো ফল আগামী দিনে বাংলায় মাটি শক্ত করবে বলেই তিনি মনে করেন। অন্যদিকে বিজেপি ফল ভালো হতেই বাংলায় উচ্ছাস দেখা গেছে কর্মীদের। হুগলী জেলার বিজেপির নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন- বাংলা মোদী ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছে, তিনি আরো জানান এক্সিট পোল বললেও আমরা নিশ্চিত ছিলাম বিজেপি ক্ষমতা দখল করবেই, সারা দেশে যে উন্নয়ন চলছে তা বিহারেও হবে। আগামী বছরেই বাংলার ভোট

জনস্বার্থ'র মাতৃ সন্মান

  একনজরে প্রতিবেদন: মাঠের ধারে দীর্ঘদিন ধরে নিজের চেষ্টায় ব্যবসা করে যাওয়া মহিলাদের শীতবস্ত্র তুলে দিয়ে সম্মান জানালো জনস্বার্থ। এই ধরণের ব্যতিক্রমী উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে এলাকার ব্যবসায়ীবৃন্দ। লকডাউনের সময় থেকেই একাধিক সমাজ কল্যাণমূলক কাজ করে চলেছে জনস্বার্থ। আজ সকালে চুঁচুড়ার প্রান্তিক শ্রেণীর কয়েকজন মহিলার হাতে মশারী ও গায়ের চাদর তুলে দেওয়া হয়। জনস্বার্থর পক্ষ থেকে সম্পাদক সন্দীপ রুদ্র জানান- সত্যি কথা বলতে অনেক মানুষ কষ্টে আছে, তাই সারা বছর মানুষের পাশে থাকতে চাই, আমার বন্ধুরা আছে বলেই কাজ করতে পারি, আগামী দিনে আরো বেশি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।

পুজোর মুখে মানুষের পাশে "হুজুগে Friends"

  একনজরে প্রতিবেদন: আজ "হুজুগে Friends" এর সদস‍্য সদস‍্যাদের চেষ্টায় চন্দননগর রেললাইন ধারের ১০০ জন মানুষকে নতুন জামা, মাস্ক, স‍্যানিটারী ন‍্যাপকিন, স‍্যানিটাইজার তুলে দেওয়া হয়।ওদের মুখে  হাসি  ফোটানোর জন‍্য হুজুগে ফ্রেন্ডস সংগঠন টি আগেও এরকম উদ্যোগ গ্রহণ করেছিল। এবারে অনেক বেশি মানুষ কে এক ছাদের তলায় আনতে পেরেছে তারা। সংগঠন এর এক সদস্যর কথায় জানা গেল পকেটের পয়সা বাঁচিয়ে কলেজ পড়ুয়া রা এই উদ্যোগ নিয়েছে, আগামী দিনে আবারও এই ধরনের কাজ করা হবে বলে জানায় সদস্যরা।।