Skip to main content

বাঙালির গর্ব- আমাদের একজন সৌমিত্র আছে

একনজরে প্রতিবেদন: আজ দুপুরে অজানার পথে পাড়ি দিলেন বাঙালির গর্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। বাংলার সিনেমার নক্ষত্র পতন। বয়স হয়েছিল ৮৫ বছর। টানা ৪০ দিন চিকিৎসাধীন ছিলেন কলকাতার একটি হাসপাতালে।



১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে বাংলা সিনেমার জগতে পথ চলা শুরু। তারপর বাঙালির হৃদয়ে চিরস্হায়ী জায়গা করে নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। চারুলতা, অভিযান, অরন্যের দিনরাত্রি, ঝিন্দের বন্দি র মত একের পর এক অসামান্য ছবি উপহার দিয়েছেন দর্শককে। সিনেমার পাশাপাশি নাটক, আবৃত্তি তে স্বচ্ছন্দ ছিলেন।২০০৪ সালে পেয়েছেন পদ্মভূষণ পেয়েছেন,২০০৬ জাতীয় চলচিত্র পুরস্কার আর ২০১২ তে পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার।২০১৮ সালে ফরাসী সরকারের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ ওনার পান সৌমিত্র চট্টোপাধ্যায়।২০১৯ এ শেষ মুক্তি প্রাপ্ত ছবি সাঁঝবাতি।



তাঁর মৃত্যু বাংলার সিনেমার পাশাপাশি বাঙালির এক অপূরণীয় ক্ষতি।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।