Skip to main content

১৯ নং জাতীয় সড়ক, দুর্গাপুর রোড অবরোধ বামপন্থীদের

একনজরে প্রতিবেদন: ধনেখালি বিধানসভার অন্তর্গত দাদপুর থানার পার্শ্ববর্তী মহেশ্বরপুর, দূর্গাপুর হাইওয়ে, নিচে ১৭  ও ১৮ নম্বর বাস রাস্তা অবরোধ করে বামপন্থীরা। 

আজ সকাল থেকে এখানে দফায় দফায় হাইওয়ে ও নিচের বাস রাস্তা অবরোধ চলে। সিপিআই এমএল লিবারেশন, সিপিএম ও ফরওয়ার্ড ব্লক এর নেতৃত্বে। কংগ্রেস ও অংশ নেয়। মিছিল হয়। 



অবরোধে আদিবাসী মঞ্চ ও ঋণ মুক্তি কমিটির বহু মহিলাও অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয় কৃষকদের প্রাণঘাতী এই বিল পাস করে কেন্দ্র সরকার ভারতের কৃষি ব্যবস্থাকে ভেঙে দিতে চাইছে। তাই আন্দোলনের মাধ্যমে সব প্রতিহত করা হবে ।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।