Skip to main content

বিহারে এন ডি এ জোট, উজ্জল তেজস্বী,ভালো ফল বামেদের


একনজরে প্রতিবেদন: শুরুটা ভালোই হয়েছিলো কিন্তু শেষ রক্ষা হয়নি। মহাজোট সামান্য পিছিয়ে শেষ করলো এবারের ইনিংস। আর জে ডি ভালো ফল করলেও ভরাডুবি শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের। তবে বিহার নির্বাচনে এবারের উজ্জল মুখ তেজস্বী যাদব। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে এসেছে আর জে ডি। সাথে সাথে উল্লেখ্য ফল বামেদের।বাম দল গুলোর মধ্যে সিপিআই এম এল দারুণ প্রভাব বিস্তার করেছে জনমানসে। এই ফল সারা দেশে বামেদের নতুন করে আশার আলো দেখাচ্ছে।সিপিআই এম এল নেতা সজল অধিকারী বলেন ফ্যাসিস্ট মোদী সরকারের বিরুদ্ধে জোর ধাক্কা বিহার, বিহারের লড়াই টা হয়েছে উন্নয়নের লক্ষ্যে, মোদী বিরোধী এত গুলি আসন দেখার এই ছবিটা পরিষ্কার যে মানুষ মোদীর বিরুদ্ধে জাগছে,সিপিআই এম এল এর ভালো ফল আগামী দিনে বাংলায় মাটি শক্ত করবে বলেই তিনি মনে করেন।

অন্যদিকে বিজেপি ফল ভালো হতেই বাংলায় উচ্ছাস দেখা গেছে কর্মীদের। হুগলী জেলার বিজেপির নেতা সপ্তর্ষি ব্যানার্জী বলেন- বাংলা মোদী ম্যাজিক দেখার জন্য মুখিয়ে আছে, তিনি আরো জানান এক্সিট পোল বললেও আমরা নিশ্চিত ছিলাম বিজেপি ক্ষমতা দখল করবেই, সারা দেশে যে উন্নয়ন চলছে তা বিহারেও হবে। আগামী বছরেই বাংলার ভোট। বিহার নির্বাচন কে সামনে রেখে এবারে বিজেপির পাখির চোখ বাংলা।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।