Skip to main content

Posts

দীর্ঘ প্রতীক্ষার পর নবরূপে উদ্বোধন হলো চুঁচুড়া রবীন্দ্রভবন - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: সকল প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময়ের বিরতির পর অবশেষে নবরূপে উদ্বোধন হলো চুঁচুড়া রবীন্দ্রভবন। গতকাল(৮.৯.২০১৮) সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে উদ্বোধন হলো রবীন্দ্রভবন। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও শঙ্খ ধ্বনির মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে সন্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিজ ইচ্ছায় গানও করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন হুগলীর সংসদ রত্না দে নাগ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, উপ-পুরপ্রধান অমিত রায়, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এতদিন পর রবীন্দ্রভবন খোলায় বেজায় খুশি শহরবাসী। কিন্তু এখন দেখার বিষয় হলো সাধারণ মানুষের জন্য রবীন্দ্রভবন উন্মোচিত হলেও শীত ও তাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহের ভাড়া আদেও কি আগের মতো থাকবে ? বা ভাড়া যদি বাড়েও সেই ভাড়া কি দিতে সক্ষম হবে সাধারণ মানুষ..!! উত্তর মিলবে আগামী দিনেই।।

টিফিনের টাকা বাঁচিয়ে কেরালার বন্যা ত্রাণে অর্থ সাহায্য প্রদান, পড়ুন বিস্তারিত - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের এক নজির বিহীন উদ্যোগ। আজ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল ছাত্ররা কেরালার বন্যা ত্রাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিল মারফত ২০,০০০ টাকা তুলে দিয়ে নজির গড়ল। ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি সকল ছাত্র ও অভিভাবক তাঁদের সাধ্যমত আর্থিক সাহায্য করেন। সকলের সকলের যৌথ সাহায্যেই এই উদ্যোগ সফল।  আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্ররা প্রধান শিক্ষক "শিক্ষারত্ন শুভাশীষ মুখোপাধ্যায়" এর হাতে চেক তুলে দেয়  ছাত্ররা ।  প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা এই চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করবো। তিনি বলেন, আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের সবথেকে মূল্যবান ও সেরা উপহার এটি। ছাত্রদের ও পাশাপাশি অভিভাবকদের এরূপ মানসিকতাকে আমার কুর্ণিশ। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর শ্রাবণী দাস, ওয়ার্ড সভাপতি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা বৃন্দ। এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক ছাত্র বলেন, আমরা সকলে টিফিনের টাকা বাঁচিয়ে এই অর্থ একত্রিত করেছি। শিক্ষক দিবসের দিন আমরা স্যারকে (প্রধান শিক্ষক) টাকা দিয়েছিলাম। স্যার আমাদের দে

২৮নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস পালন - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: আজ শিক্ষক দিবস ও ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের ২৮নং ওয়ার্ড কমিটি ও হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে এলাকার সমস্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের এক সাম্মানিক সংবর্ধনা দেওয়া হলো। এলাকার সমস্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এই সন্মান জানান চুঁচুড়া পৌরসভার পুরোপ্রধান গৌরিকান্ত মুখার্জী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এদিনের এই কর্মযজ্ঞে পুরোপ্রধান ছাড়াও সামিল ছিলেন ২৮নং ওয়ার্ড এর কাউন্সিলর হারু ধারা, প্রদীপ রায়, ওয়ার্ড সভাপতি গোবিন্দ ঘোষাল সহ ওই ওয়ার্ড এর অন্যান্য কর্মীবৃন্দরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে গোবিন্দ ঘোষাল বলেন....

দক্ষিণ ২৪ পরগণার গঙ্গা সাগর দ্বীপে ধুমধামের সাথে পালিত হলো জন্মাষ্টমী - Janobarta Digital

" নজরে বাংলা " পঞ্চম বর্ষে সাগরদ্বীপে পালিত হলো সেবা কুঞ্জ  ডেস্ক রিপোর্ট: দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগর দ্বীপে ধবলাট শীবপুর সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভু জির সেবা কুঞ্জ । নিশুতি রাতে বংশের কারা সারে ভঞ্জ ও উদ্ধারের লাগি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, এই বিষয়কে আঁধার করে সার্বজনীন প্রতিষ্ঠান শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠান পালিত হলো। হরিবাসর এর অখন্ড তারক নাম সংকীর্তন দু'দিনব্যাপী নরনারায়ন সেবা পনেরোশো থেকে দু-হাজার মানুষের। জীবন্ত আকর্ষণীয় প্রদর্শনী় রেলি মন্দির প্রাঙ্গণ থেকে চেমাগুড়ি বাজার হয়ে পুরুষোত্তমপুর পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধক রবিন জনা প্রাক্তন প্রধান ধবলাট গ্রাম পঞ্চায়েত। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মধ্য শিবপুর শ্রীহরি ভক্তবৃন্দ।।

আট লাখি গাড়িতে প্রচার সারবেন বিধায়ক অসিত মজুমদার - Janobarta Digital

জনবার্তা ডেস্ক:  আগামী বছরেই লোকসভা নির্বাচন। দলীয় মহলে প্রস্তুতির কাজও শুরু হয়েছে বেশ কয়েকমাস আগেই। সব মিলিয়ে রাজনৈতিক মহলে বেশ টানটান উত্তেজনা। এর মাঝেই যেন মেঘে ঢাকা তারার উদয় ঘটলো।  শনিবার দুপুর। স্থান চুঁচুড়া খাদিনা মোড়। হটাৎই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কে ঘুরতে দেখা গেল এক কালো মাহিন্দ্রা গাড়িতে। ওই জায়গার সকলেই বেশ অবাক, অসিত বাবু তোহ সাদা স্করপিও চড়েন। এটা আবার কথা থেকে এলো..!! প্রশ্ন জেগেছে অনেকের মনেই। আর বেশ সুসজ্জিত গাড়িটি, চোখ যেন আপনিই চলে যাচ্ছে গাড়ির দিকে। কেউ কেউ আর দমে না থেকে জিজ্ঞাসা করলেন, অসিত বাবু নতুন গাড়ি নিলেন, উত্তরে অসিত বাবুর জবাব "হ্যাঁ, এই আজই নিলাম"। আর সাংবাদিকরা তোহ আছেনই। সংবাদিকরাও ততক্ষনে হাজির সেখানে। প্রশ্নবানে ছুঁড়ে দিলেন অসিতবাবুর দিকে। নতুন গাড়ি কিনলেন ?..অসিত বাবুর জবাব, "হ্যাঁ, আজই নতুন কিনলাম। এখনও সমস্ত কাজ মেটেনি গাড়ির। এই আবার শোরুমে যাবো। হটাৎ, সাদা স্করপিও ছেড়ে, কালো মাহিন্দ্রা কেন ?.. অসিত বাবুর জবাব। "সামনেই লোকসভা আর বিধানসভা ভোট। আমাদের লোকসভায় প্রচারের জন্যই এই গাড়ি। এতদিন ভাড়া গাড়ি করে প্রচার স

চুঁচুড়া হরগৌরী তলা সর্বজনীনে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির - Janobarta Digital

জনবার্তা ডেস্ক (#চুঁচুড়া) :   চুঁচুড়ার হরগৌরী তলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও এক বেসরকারি স্বাস্থ্য চিকিৎসা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে হরগৌরী তলা মন্ডপ প্রাঙ্গনে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। আজ সকালে এই শিবির অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে সাধারণ মানুষ বিনামূল্যে সুগার টেস্ট, ব্লাড প্রেসার মাপা, ই.সি.জি ইত্যাদি পরীক্ষা করার সুযোগ পান। এদিনের শিবিরে প্রায় ৯০ জন পুরুষ ও মহিলাকে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়।  এ প্রসঙ্গে কমিটির তরফে রঞ্জিত পাইন বলেন, আজ আমাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। শুরু থেকে বিশেষ করে বেলায় প্রচুর পরিমাণে মানুষ ভীড় জমায় আজকের শিবিরে। বহু দুঃস্থ অর্থাৎ আর্থিক ভাবে দুর্বল মানুষ এই শিবিরের ফলে উপকৃত হয়েছেন। আমরা মনে করি এতেই আমাদের সাফল্য। আগামী দিনে আমরা এই ধরনের শিবির আরও বড়ো করে করার পরিকল্পনা করবো যাতে সমস্ত মানুষের পাশে আমরা পৌঁছে যেতে পারি।  আর একটা কথা না বললেই নয়, মূলত দুর্গা পুজোকে উদ্যেশ্যে করেই আমাদের এই সমস্ত উদ্যোগ, সর্ব ধর্ম নির্বিশেষ এই শিবিরের সমস্ত ধরনের মানুষ এখানে উপস্থিত হন এবং এই দুর্গা প

"পায়েরতলায় সর্ষের শুড়শুড়ি, যাচ্ছি তাই গরুমারা লাটাগুড়ি" - Janobarta Digital

"পায়েরতলায় সর্ষের শুড়শুড়ি, যাচ্ছি তাই গরুমারা লাটাগুড়ি"             শোভন নন্দী:  ২০১৮র এপ্রিলের শেষের দিক  তখন গিন্নীর স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ,কদিন ধরে লক্ষ্য  করছি সহধর্মিনীর মুখমণ্ডলে আষাঢ়ে মেঘের ঘনঘটা,প্রমাদ গুনলাম,বেশ বুঝতে পারলাম  আগামী কদিন চায়ে চিনি কম তো  ভোজনে নুন।পরিস্থিতি  বেশি ঘোরালো হওয়ার পূর্বেই   তৎকাল টিকিটএর জন্য বন্ধু এজেন্টের শরণাপন্ন হলাম।  তার আশ্বাসে লাগেজ গুছিয়ে মোবাইলে টিকিট কনফার্ম এর মেসেজের অপেক্ষায় থাকা।  ট্রেনে চাপলেইতো হবেনা,দিন-  চারেকের মাথাগোঁজার ঠাঁই? তাও ইলেভেনথ-আওয়ারএ, হেঁপা অনেক,কিন্তু বুঝবে কে। কনফার্ম মেসেজ আসামাত্র  লাটাগুড়িতে দরকারি কিছু ফোনা-ফুনি সেরে নিলাম।  অতঃপর,নির্দিষ্ট দিন ও সময় ব্যান্ডেল থেকে কামরূপ এক্সে চেপে পরদিন সকাল আটটায় নিউ ময়নাগুড়ি নেমে টো টো ধরে মিনিট দশেক ময়নাগুড়ি  সিনেমা মোড়।সেখান থেকে লাটাগুড়ির বাস ধরে আধা- ঘন্টায় নেওড়া মোড় অর্থাৎ  গরুমারা জঙ্গলের উপকণ্ঠে। পূর্বে ফোনা ফুনি সূত্রে  লাটা- গুড়ির জঙ্গল সাফারি টিকিট কাউন্টারের ঢিল ছোড়া দূরত্বে  সঞ্জয় স্যার এর ছবির মতো সুন্দর সাজানো গোছানো সিলভান রিট্রিট এ 

মায়ের কথা, পুজোর কথা - চুঁচুড়ার ঐতিহ্যবাহী "দত্ত বাড়ির দুর্গা পুজো" - Janobarta Digital

জনবার্তা প্রতিবেদন: চুঁচুড়ার বনেদী বাড়ির ইতিহাস সুপ্রাচীন। বেশকিছু বনেদী বাড়িতে একশো বছর বা তার বেশিদিন ধরে পুজো হয়ে আসছে। চুঁচুড়ার দত্ত বাড়ি শহরের বনেদী মানচিত্রে এক অংশ দখল করে আছে। ১৮৬২ সালে সাগর লাল দত্ত দত্ত বাড়ির এই দুর্গা পুজোর সূচনা করেন। সেই সময় ঠাকুর দালান চত্তর কিছুই ছিল না, সামান্য এক আটচালা গড়ে সূচনা হয় পূজাপাঠ। পরবর্তী কালে যাদব লাল দত্ত -র উদ্যোগে তৈরি হয় দুর্গা দালান। আজও এই বাড়ি বনেদিয়ানার ছাপ ধরা পড়েছে। বর্তমান প্রজন্ম এখনও শতাব্দী প্রাচীন পুজোর ধারাকে বহন করে চলেছে। এ প্রসঙ্গে দত্ত বাড়ির সদস্য রাজকুমার শীল জানলেন..... দেখুন ভিডিও....