রাজেশ মন্ডল, হুগলী: আজ শিক্ষক দিবস ও ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের ২৮নং ওয়ার্ড কমিটি ও হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে এলাকার সমস্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের এক সাম্মানিক সংবর্ধনা দেওয়া হলো। এলাকার সমস্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এই সন্মান জানান চুঁচুড়া পৌরসভার পুরোপ্রধান গৌরিকান্ত মুখার্জী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এদিনের এই কর্মযজ্ঞে পুরোপ্রধান ছাড়াও সামিল ছিলেন ২৮নং ওয়ার্ড এর কাউন্সিলর হারু ধারা, প্রদীপ রায়, ওয়ার্ড সভাপতি গোবিন্দ ঘোষাল সহ ওই ওয়ার্ড এর অন্যান্য কর্মীবৃন্দরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে গোবিন্দ ঘোষাল বলেন....
ছবি:অসীম ভট্টাচার্য একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।
Comments
Post a Comment