রাজেশ মন্ডল, হুগলী: আজ শিক্ষক দিবস ও ডঃ সর্ব্বপল্লী রাধাকৃষ্ণন এর জন্মদিবস উপলক্ষে চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের ২৮নং ওয়ার্ড কমিটি ও হুগলী চুঁচুড়া পৌরসভার উদ্যোগে এলাকার সমস্ত প্রাক্তন এবং বর্তমান শিক্ষকদের এক সাম্মানিক সংবর্ধনা দেওয়া হলো। এলাকার সমস্ত শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের এই সন্মান জানান চুঁচুড়া পৌরসভার পুরোপ্রধান গৌরিকান্ত মুখার্জী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এদিনের এই কর্মযজ্ঞে পুরোপ্রধান ছাড়াও সামিল ছিলেন ২৮নং ওয়ার্ড এর কাউন্সিলর হারু ধারা, প্রদীপ রায়, ওয়ার্ড সভাপতি গোবিন্দ ঘোষাল সহ ওই ওয়ার্ড এর অন্যান্য কর্মীবৃন্দরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে গোবিন্দ ঘোষাল বলেন....
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

Comments
Post a Comment