Skip to main content

টিফিনের টাকা বাঁচিয়ে কেরালার বন্যা ত্রাণে অর্থ সাহায্য প্রদান, পড়ুন বিস্তারিত - Janobarta Digital


রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের এক নজির বিহীন উদ্যোগ। আজ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল ছাত্ররা কেরালার বন্যা ত্রাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিল মারফত ২০,০০০ টাকা তুলে দিয়ে নজির গড়ল। ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি সকল ছাত্র ও অভিভাবক তাঁদের সাধ্যমত আর্থিক সাহায্য করেন। সকলের সকলের যৌথ সাহায্যেই এই উদ্যোগ সফল। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্ররা প্রধান শিক্ষক "শিক্ষারত্ন শুভাশীষ মুখোপাধ্যায়" এর হাতে চেক তুলে দেয় ছাত্ররা । প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা এই চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করবো। তিনি বলেন, আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের সবথেকে মূল্যবান ও সেরা উপহার এটি। ছাত্রদের ও পাশাপাশি অভিভাবকদের এরূপ মানসিকতাকে আমার কুর্ণিশ। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর শ্রাবণী দাস, ওয়ার্ড সভাপতি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক ছাত্র বলেন, আমরা সকলে টিফিনের টাকা বাঁচিয়ে এই অর্থ একত্রিত করেছি। শিক্ষক দিবসের দিন আমরা স্যারকে (প্রধান শিক্ষক) টাকা দিয়েছিলাম। স্যার আমাদের দেওয়া টাকা আজ পাঠাবেন বলেছে। 

এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন... দেখুন ভিডিও ...

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।