রাজেশ মন্ডল, হুগলী: চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের এক নজির বিহীন উদ্যোগ। আজ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের সকল ছাত্ররা কেরালার বন্যা ত্রাণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তহবিল মারফত ২০,০০০ টাকা তুলে দিয়ে নজির গড়ল। ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি সকল ছাত্র ও অভিভাবক তাঁদের সাধ্যমত আর্থিক সাহায্য করেন। সকলের সকলের যৌথ সাহায্যেই এই উদ্যোগ সফল। আজ সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্ররা প্রধান শিক্ষক "শিক্ষারত্ন শুভাশীষ মুখোপাধ্যায়" এর হাতে চেক তুলে দেয় ছাত্ররা । প্রধান শিক্ষক জানিয়েছেন আমরা এই চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে প্রদান করবো। তিনি বলেন, আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের সবথেকে মূল্যবান ও সেরা উপহার এটি। ছাত্রদের ও পাশাপাশি অভিভাবকদের এরূপ মানসিকতাকে আমার কুর্ণিশ। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর শ্রাবণী দাস, ওয়ার্ড সভাপতি সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক ছাত্র বলেন, আমরা সকলে টিফিনের টাকা বাঁচিয়ে এই অর্থ একত্রিত করেছি। শিক্ষক দিবসের দিন আমরা স্যারকে (প্রধান শিক্ষক) টাকা দিয়েছিলাম। স্যার আমাদের দেওয়া টাকা আজ পাঠাবেন বলেছে।
এই প্রসঙ্গে এক অভিভাবক বলেন... দেখুন ভিডিও ...
Comments
Post a Comment