Skip to main content

দীর্ঘ প্রতীক্ষার পর নবরূপে উদ্বোধন হলো চুঁচুড়া রবীন্দ্রভবন - Janobarta Digital


রাজেশ মন্ডল, হুগলী: সকল প্রতীক্ষার অবসান। দীর্ঘ সময়ের বিরতির পর অবশেষে নবরূপে উদ্বোধন হলো চুঁচুড়া রবীন্দ্রভবন। গতকাল(৮.৯.২০১৮) সন্ধ্যায় রাজ্যের মন্ত্রী তপন দাসগুপ্ত ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে উদ্বোধন হলো রবীন্দ্রভবন। প্রথমে প্রদীপ প্রজ্বলন ও শঙ্খ ধ্বনির মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গকে সন্মান জানানো হয়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নিজ ইচ্ছায় গানও করতে দেখা যায়। এদিনের অনুষ্ঠানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন হুগলীর সংসদ রত্না দে নাগ, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া পৌরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী, উপ-পুরপ্রধান অমিত রায়, জেলা পরিষদের সভাধিপতি শেখ মেহবুব রহমান সহ স্থানীয় কাউন্সিলর ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এতদিন পর রবীন্দ্রভবন খোলায় বেজায় খুশি শহরবাসী। কিন্তু এখন দেখার বিষয় হলো সাধারণ মানুষের জন্য রবীন্দ্রভবন উন্মোচিত হলেও শীত ও তাপ নিয়ন্ত্রিত এই প্রেক্ষাগৃহের ভাড়া আদেও কি আগের মতো থাকবে ? বা ভাড়া যদি বাড়েও সেই ভাড়া কি দিতে সক্ষম হবে সাধারণ মানুষ..!! উত্তর মিলবে আগামী দিনেই।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।