" নজরে বাংলা "
পঞ্চম বর্ষে সাগরদ্বীপে পালিত হলো সেবা কুঞ্জ
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগর দ্বীপে ধবলাট শীবপুর সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভু জির সেবা কুঞ্জ । নিশুতি রাতে বংশের কারা সারে ভঞ্জ ও উদ্ধারের লাগি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, এই বিষয়কে আঁধার করে সার্বজনীন প্রতিষ্ঠান শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠান পালিত হলো। হরিবাসর এর অখন্ড তারক নাম সংকীর্তন দু'দিনব্যাপী নরনারায়ন সেবা পনেরোশো থেকে দু-হাজার মানুষের। জীবন্ত আকর্ষণীয় প্রদর্শনী় রেলি মন্দির প্রাঙ্গণ থেকে চেমাগুড়ি বাজার হয়ে পুরুষোত্তমপুর পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধক রবিন জনা প্রাক্তন প্রধান ধবলাট গ্রাম পঞ্চায়েত। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মধ্য শিবপুর শ্রীহরি ভক্তবৃন্দ।।
Comments
Post a Comment