Skip to main content

দক্ষিণ ২৪ পরগণার গঙ্গা সাগর দ্বীপে ধুমধামের সাথে পালিত হলো জন্মাষ্টমী - Janobarta Digital

" নজরে বাংলা "
পঞ্চম বর্ষে সাগরদ্বীপে পালিত হলো সেবা কুঞ্জ 


ডেস্ক রিপোর্ট: দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগর দ্বীপে ধবলাট শীবপুর সার্বজনীন শ্রী শ্রী গৌর নিতাই মহাপ্রভু জির সেবা কুঞ্জ । নিশুতি রাতে বংশের কারা সারে ভঞ্জ ও উদ্ধারের লাগি ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন, এই বিষয়কে আঁধার করে সার্বজনীন প্রতিষ্ঠান শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন অনুষ্ঠান পালিত হলো। হরিবাসর এর অখন্ড তারক নাম সংকীর্তন দু'দিনব্যাপী নরনারায়ন সেবা পনেরোশো থেকে দু-হাজার মানুষের। জীবন্ত আকর্ষণীয় প্রদর্শনী় রেলি মন্দির প্রাঙ্গণ থেকে চেমাগুড়ি বাজার হয়ে পুরুষোত্তমপুর পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধক রবিন জনা প্রাক্তন প্রধান ধবলাট গ্রাম পঞ্চায়েত। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মধ্য শিবপুর শ্রীহরি ভক্তবৃন্দ।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।