জনবার্তা ডেস্ক: আগামী বছরেই লোকসভা নির্বাচন। দলীয় মহলে প্রস্তুতির কাজও শুরু হয়েছে বেশ কয়েকমাস আগেই। সব মিলিয়ে রাজনৈতিক মহলে বেশ টানটান উত্তেজনা। এর মাঝেই যেন মেঘে ঢাকা তারার উদয় ঘটলো।
শনিবার দুপুর। স্থান চুঁচুড়া খাদিনা মোড়। হটাৎই চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কে ঘুরতে দেখা গেল এক কালো মাহিন্দ্রা গাড়িতে। ওই জায়গার সকলেই বেশ অবাক, অসিত বাবু তোহ সাদা স্করপিও চড়েন। এটা আবার কথা থেকে এলো..!! প্রশ্ন জেগেছে অনেকের মনেই। আর বেশ সুসজ্জিত গাড়িটি, চোখ যেন আপনিই চলে যাচ্ছে গাড়ির দিকে। কেউ কেউ আর দমে না থেকে জিজ্ঞাসা করলেন, অসিত বাবু নতুন গাড়ি নিলেন, উত্তরে অসিত বাবুর জবাব "হ্যাঁ, এই আজই নিলাম"। আর সাংবাদিকরা তোহ আছেনই। সংবাদিকরাও ততক্ষনে হাজির সেখানে। প্রশ্নবানে ছুঁড়ে দিলেন অসিতবাবুর দিকে। নতুন গাড়ি কিনলেন ?..অসিত বাবুর জবাব, "হ্যাঁ, আজই নতুন কিনলাম। এখনও সমস্ত কাজ মেটেনি গাড়ির। এই আবার শোরুমে যাবো। হটাৎ, সাদা স্করপিও ছেড়ে, কালো মাহিন্দ্রা কেন ?.. অসিত বাবুর জবাব। "সামনেই লোকসভা আর বিধানসভা ভোট। আমাদের লোকসভায় প্রচারের জন্যই এই গাড়ি। এতদিন ভাড়া গাড়ি করে প্রচার সেরেছি এবার এই গাড়িতে।" শুনছিলাম, এ গাড়ির নাকি হুড খোলা যায় ! উত্তর এলো, "হ্যাঁ, যায় তোহ। এই এবার নিয়ে যাবো অনেক কাজ বাকি, মাইক লাগানো হবে, লাইট দিয়ে সাজানো হবে। আর এটা আমাদের বিধানসভা লোকসভা ছেড়ে দলের কাজে কেউ চাইলেও তাকে সাহায্য করা হবে।" এরপর অসিত বাবুকে জিজ্ঞাস করা হলো, অনেক খরচা তোহ এই গাড়ি কিনতে..!! আসিত বাবুর উত্তর, "হ্যাঁ সে তোহ একটু আছেই। দলের কাজে এই গাড়ি। পার্টির সকলেই সাহায্য করেছেন। পৌরসভা, পঞ্চায়েতের সকল কর্মীরা পাশে ছিলেন।" আবার তার কিছুক্ষণ আগেই অসিত বাবুকে প্রশ্ন করা হয়,"আমরা দেখেছি আপনি দুবার বিধানসভায় জয় লাভ করেছেন এবং আপনাকে প্রচারের জন্য বেশির ভাগ সময়ই রোড শো করতে দেখা গেছে, তাহলে এবার কি হবে ? " অসিত বাবু বললেন, " আমি নিজেই গাড়ি নিয়েছি, আমাদের লোকসভা, বিধানসভায় এই গাড়ি নিয়েই প্রচার হবে। এতে আশাকরি দলের বেশ উপকারই হবে।"
কিন্তু এখন প্রশ্ন একটাই, তা হলো অসিত বাবুর এই আট লাখি গাড়ির টাকা এলো কথা থেকে ? এর উত্তরে অসিত বাবুর থেকেই মিলল দুরকম উত্তর, প্রথমে বললেন "নিজেই গাড়ি কিনেছেন", পরক্ষনেই জবাব " দল থেকে সাহায্য পেয়েছি"। তাহলে আদতে গাড়ি কার ? দলের নাকি অসিত বাবুর ? এই আট লাখি গাড়ির টাকাই বা এলো কোথা থেকে ? প্রশ্ন কিন্তু থেকেই যায়...।।
Comments
Post a Comment