Skip to main content

Posts

লকডাউন উঠলেই কি আগের জীবন ! উঠে আসছে একাধিক সম্ভাবনা

লকডাউন উঠলেই কি আগের জীবন ! উঠে আসছে একাধিক সম্ভাবনা শুভদীপ দে: লকডাউন কবে উঠবে জানা নেই। কবে সম্পূর্ণ আগের জীবন পাবে দেশবাসী, জানা নেই। তবে সারা বিশ্ব জুড়ে যে সম্ভাবনার কথা উঠে আসছে তা হলো করোনা কে সঙ্গী করেই বাঁচতে হবে। এমনটাই মত চিকিৎসক থেকে বিজ্ঞানী মহলের। তাহলে কেমন হতে পারে আমাদের লকডাউন পরবর্তী জীবন? কতগুলি সম্ভাবনার কথা তুলে ধরা হলো- ১. মাস্ক বিহীন মুখ আমরা আর দেখতে পাবো না। ২. সোশ্যাল ডিসটেন্স আমাদের বজায় রাখতে হবেই। ৩. নিজেকে ও চারিপাশ কে পরিষ্কার রাখা বাধ্যতামূলক। ৪. হাত ধুতে হবে বারবার। যতই আমরা এই নিয়ে মিম বানাই না কেন। ৫. অবস্থার সম্পূর্ণ পরিবর্তন না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এ তো গেল সামাজিক জীবন এর কথা। এবার আসা যাক অর্থনৈতিক অবস্থার কথায়। দীর্ঘ লকডাউন চলার ফলে অনেক সংস্থার অবস্থা সঙ্গীন। আগামী দিনে ঘুরে দাঁড়াবে কি করে? উত্তর খুঁজে হয়রান। একাধিক সংস্থার সার্ভে রিপোর্টে উঠে আসছে বেকারত্ব বাড়ার ইঙ্গিত। মুখ থুবড়ে পড়তে পারে পর্যটন শিল্প, বিমান ও বিমান পরিবহন। ছোটো ব্যবসায়ী রা ইতিমধ্যেই ব্যাপাক ক্ষতির মুখে। আগামী দিনে সরক

ধর্নায় সুফল, রেশন পেলেন প্রান্তিক মানুষ

ধর্নায় সুফল, রেশন  পেলেন প্রান্তিক মানুষ জনবার্তা প্রতিবেদন: NFSA বেনিফিশিয়ারি লিষ্ট এ নাম আছে; এ সত্ত্বেও এই তপশিলি জাতি ও আদিবাসীরা রেশন পাচ্ছিলেন না। এর প্রতিবাদে আজ সোমবার পোলবা দাদপুরের দুজন রেশন ডিলারের  (এম আর-৬ ও ৮) সামনে ধর্ণা ও বিক্ষোভ দেখানো হল সিপিআই এমএল লিবারেশন প্রভাবিত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি এবং আদিবাসী অধিকার মঞ্চ আদিবাসী সংগঠন এর পক্ষ থেকে। শেষ পর্যন্ত উপস্থিত হলেন ব্লক ও মহকুমা খাদ্য পরিদর্শক।  এই প্রসঙ্গে সাংগঠনিক নেতা সজল অধিকারী বলেন- হুগলিতে জনসংখ্যা ৫৫ লক্ষ, রেশন কার্ড ৫৬ লক্ষ প্লাস।  এরপরও সকলের রেশন নেই। কার্ড নেই। কেন?  এর জবাব প্রশাসনকেই দিতে হবে।  এভাবে অকর্মণ্যতা চলতে থাকলে ভাইরাস এর চেয়ে বেশি মানুষ মরবে অনাহারে। শেষ পর্যন্ত মহকুমা খাদ্য পরিদর্শকের নির্দেশে আজ নতুন করে রেশন পেলেন সেঁইয়া গ্রামের ২৬ জন, বালিটানার ৮ জন, রামনগরের ৮ জন।  রেশন প্রাপক হিসাবে এরা সরকারি তালিকায় উল্লিখিত থাকলেও এতোদিন রেশন পাচ্ছিলেন না।

গাড়ির ধাক্কায় মৃত ১ জখম আরও ১

জনবার্তা : আরামবাগের হরিণ খোলা বিরাতি মোড়ে আজ দুপুরে গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। জখম হয়েছে আরও এক জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ফলেই এই দূর্ঘটনা। দুর্ঘটনার সাথে সাথেই পুলিশ উপস্থিত হলে স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায়। পথ অবরোধ ও করে স্থানীয়রা।জানা গেছে মৃত ব্যাক্তির নাম চন্দন মালিক। গাড়ির চালক কে আটক করেছে আরামবাগ থানার পুলিশ। আহত কে পাঠানো হয় আরামবাগ হাসপাতালে।।

একাধিক দাবীতে অবস্থান বিক্ষোভ আদিবাসীদের

জনবার্তা প্রতিবেদন ৫ মে: লকডাউন পরিস্থিতিতে   বিদ্যুৎ এর বিল মকুব করো, প্রত্যেক কে ১৫ কেজি করে মাসিক খাদ্যশষ্য দাও, ১০০ দিনের কাজ দাও- এই দাবিতে পোলবা মহেশ্বরবাটী গ্রামে আদিবাসীরা অবস্থান কর্মসূচি পালন করলো। ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি এবং সারা বাংলা আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চে র নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষে সজল অধিকারী বলেন-লকডাউন পরিস্থিতি দরিদ্র জনগণের অনেক জ্বলন্ত অথচ শাসক গোষ্ঠীর দ্বারা অবহেলিত দাবিকে নতুন করে আবার সামনে তুলে ধরেছে।  কাজ নেই, অথচ চলে আসছে বিদ্যুতের বিল। কিভাবে মেটাবে মানুষ!!  বহু মানুষ রেশন পাচ্ছেন না। কবে মিটবে সমস্যা?  কৃষিতে ১০০ দিনের কাজ চালু করলে মেহনতিদের কাজের সমস্যা কিছুটা  মিটতো।কিন্তু সরকারের তাপ-উত্তাপ নেই এই বিষয়ে।  এর বিরুদ্ধে ই মানুষের প্রতিবাদ করছি এবং লকডাউন মেনেই তা করছি।

পরিযায়ী শ্রমিকদের পাশে মানবিক মুখ সন্দীপ রুদ্র

জনবার্তা প্রতিবেদন: ওদের বাড়ি চন্দ্রকোনায়। চুঁচুড়ায় সেলসের কাজ করে বাড়ি বাড়ি ঘুরে। লকডাউন চলায় বন্ধ কাজ। বাড়ি ফিরে যাবার উপায় ও নেই।১০ জন শ্রমিকের কথা জানতে পেরেই হাজির সন্দীপ রুদ্র। মে দিবসের সকালে তাদের হাতে তুলে দিলেন চাল, ডাল, মুড়ি বিস্কুট, তেল সহ একাধিক খাদ্য দ্রব্য। এরকম সাহায্য পেয়ে খুশি শ্রমিকরা। ক্যামেরার সামনে বিশেষ কিছু বলতে না চাইলেও তারা জানান খুব কষ্টের মধ্যে কাটছিল তাদের, সাহায্য পেয়  খুব খুশি। সন্দীপ বাবু জানান তাদের অবস্থার কথা জানতে পেরে এক নাট্যকর্মী সায়ন্তন ঘোষ এগিয়ে আসেন, আমার সাথে যোগাযোগ করলে আমি উদ্যোগ নিয়ে পরিযায়ী শ্রমিকদের খাবার ব্যাবস্থার করি, তিনি জানান আগামী দিনেও আমি মানুষের পাশে থাকবো, যে কোনো সমস্যায় আমার যতটা সম্ভব আমি করবো।

নিয়ম মেনে ব্যান্ডেলে পালিত হলো মে দিবস

জনবার্তা প্রতিবেদন:  আজ ব্যাণ্ডেল নেতাজী পার্কে  AICCTU র পক্ষ থেকে মে দিবস পালিত হয় । পতাকা উত্তোলন করেন নির্মাণ শ্রমিক সংগঠক গোপাল পাল , শহিদ বেদীতে পুষ্প অর্পণ করেন মহিলা নির্মাণ শ্রমিক বুড়ি  পাসোয়ান , সংগঠক ও নির্মাণ শ্রমিক  সুভাষ অধিকারী , রবিউল আলম , জগন্নাথ , বিলাস , পণ্ডিত , হারান ,  বর্ষীয়ান কমিউনিস্ট নেতা মানিকদা , উত্তম পাত্র  সহ একাধিক ব্যাক্তিত্ব। উপস্থিত ছিলেন সি পি আই এম এল -র জেলা সম্পাদক প্রবীর হালদার । শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । সংগঠন এর পক্ষ থেকে দাবী করা হয়  12ঘন্টা কাজ চালু করা চলবে না ,  অসংগঠিত শ্রমিকদের অর্থ ও রেশন দিতে হবে , পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে হবে । প্রবীর বাবু বলেন করোনা নিয়ে সাম্প্রদায়িক উস্কানি বন্ধ করতে প্রশাসন কে সদর্থক ভূমিকা পালন করতে হবে ।  গতকাল ও আজ মিলিয়ে পঞ্চাশটি অসংগঠিত শ্রমিক পরিবার ও নিঃসঙ্গ ও নিঃসহায় মহিলাদের পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।

আবারও ইন্দ্রপতন, চলে গেলেন ঋষি কাপুর

জনবার্তা প্রতিবেদন: গতকালের পর আজ আবারও শোকের ছায়া ভারতীয় সিনেমা জগৎ এ। প্রয়াত হলেন ঋষি কাপুর। বয়স হয়েছিল ৬৮ বছর।১৯৭০ এ মেরা নাম জোকার সিনেমায় শিশু শিল্পী হিসেবে পা রাখেন বলিউডে। তারপর প্রেম রোগ, কর্জ, চাঁদনী, ববি র মত একাধিক হিট সিনেমায় অভিনয় করেছেন। তার রূপে মুগ্ধ ছিল তামাম ভারতবাসী।102 নট আউট তার অভিনীত শেষ সিনেমা।১৯৭৪ এ পান ফিল্ম ফেয়ার আওয়ার্ড।২০০৯ সালে রাশিয়া থেকে পান সম্মান। এহেন সুপার স্টারের মৃত্যু বলিউডে শূন্যতার সৃষ্টি করলো।

বলিউডে ইন্দ্রপতন, শোকস্তব্ধ ভারতীয় সিনেমা জগৎ

জনবার্তা প্রতিবেদন : দীর্ঘ রোগ ভোগের পর আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা ইরফান খান। মৃত্যু কালে বয়স হয়েছিল ৫৪ বছর। বিল্লু বারবার, চারস, পান সিং তোমর, ডি ডে, লাঞ্চ বক্স এর মত একাধিক ছবি তে অভিনয় করেছেন।  লাইফ অফ পাই, স্লাম ডগ মিলেনিয়ার এর মত বিশ্ববন্দিত সিনেমাতেও অভিনয় করেছেন। অসামান্য অভিনয় দক্ষতায় মাতিয়ে রেখেছিলেন তামাম দর্শককূলকে। হিন্দি, ইংরেজি সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন। পেয়েছেন অনেক সম্মান। তার মৃত্যু অপূরণীয় ক্ষতি সিনেমা জগৎ এ।