Skip to main content

লকডাউন উঠলেই কি আগের জীবন ! উঠে আসছে একাধিক সম্ভাবনা


লকডাউন উঠলেই কি আগের জীবন ! উঠে আসছে একাধিক সম্ভাবনা


শুভদীপ দে: লকডাউন কবে উঠবে জানা নেই। কবে সম্পূর্ণ আগের জীবন পাবে দেশবাসী, জানা নেই। তবে সারা বিশ্ব জুড়ে যে সম্ভাবনার কথা উঠে আসছে তা হলো করোনা কে সঙ্গী করেই বাঁচতে হবে। এমনটাই মত চিকিৎসক থেকে বিজ্ঞানী মহলের।
তাহলে কেমন হতে পারে আমাদের লকডাউন পরবর্তী জীবন? কতগুলি সম্ভাবনার কথা তুলে ধরা হলো-
১. মাস্ক বিহীন মুখ আমরা আর দেখতে পাবো না।
২. সোশ্যাল ডিসটেন্স আমাদের বজায় রাখতে হবেই।
৩. নিজেকে ও চারিপাশ কে পরিষ্কার রাখা বাধ্যতামূলক।
৪. হাত ধুতে হবে বারবার। যতই আমরা এই নিয়ে মিম বানাই না কেন।
৫. অবস্থার সম্পূর্ণ পরিবর্তন না আসা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ তো গেল সামাজিক জীবন এর কথা। এবার আসা যাক অর্থনৈতিক অবস্থার কথায়।


দীর্ঘ লকডাউন চলার ফলে অনেক সংস্থার অবস্থা সঙ্গীন। আগামী দিনে ঘুরে দাঁড়াবে কি করে? উত্তর খুঁজে হয়রান। একাধিক সংস্থার সার্ভে রিপোর্টে উঠে আসছে বেকারত্ব বাড়ার ইঙ্গিত। মুখ থুবড়ে পড়তে পারে পর্যটন শিল্প, বিমান ও বিমান পরিবহন। ছোটো ব্যবসায়ী রা ইতিমধ্যেই ব্যাপাক ক্ষতির মুখে। আগামী দিনে সরকার ইতিবাচক ভূমিকা না নিলে তাদের জীবনধারণ কষ্টকর হবে।
তবে সম্ভাবনা যে নেই তা নয়। আগামী দিনে লাভের মুখ দেখতে পারে অনেক সংস্থাই। বাড়তে পারে গাড়ির বাজার। বাড়বে বেশ কিছু ওষুধের বিক্রি। বাজার ভালো হতে পারে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর।
তবে এগুলি সম্ভাবনার কথা।লকডাউন উঠলেই আসল পরীক্ষা। আমরা তাকিয়ে সেই দিকেই।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।