Skip to main content

Posts

চুঁচুড়ায় আজ ছবির শুটিংয়ে অভিষেক বচ্চন, আবার কালও দেখা যাবে শুটিং ! - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: সকাল হতে না হতেই খবরটা ছড়িয়ে পড়ে চুঁচুড়া শহরে। আর উৎসাহিত জনতা যায় কোথায়! অভিষেক বচ্চন বলে কথা। চুঁচুড়ার তামিলিপাড়ায় ভিড় সামলাতে সামলাতে হিমশিম খায় প্রশাসন। প্রখ্যাত বাঙালি পরিচালক অনুরাগ বসুর একটি হিন্দি ছবির স্যুটিং করতেই আজ চুঁচুড়ায় আসেন অভিষেক বচ্চন। চুঁচুড়ার তামিলিপাড়ায় আজ সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিল। এই শুটিংয়ের জন্য, আর ছিল হুজুকে জনতার উৎসাহ। দুপুর ‍‍১২ টা নাগাদ একটি সাদা অডি গাড়িতে চেপে বিগ বি পুত্র আসেন গঙ্গা পারে অবস্থিত তামিলিপাড়ায়। গাড়ি থেকে নেমেই তিনি আগে থেকে রাখা নিজের মেকআপ বাসে ঢুকে পড়েন। কিছু ঘন্টা বাদে বাস থেকে বেরনোর পর শুরু হয় স্যুটিং। কৃত্রিম বৃষ্টির মধ্যে একটি টোটো চালানোর শট ছিল আজ। টোটোর ভিতরে রয়েছে একটি আহত শিশু, যাকে নিয়ে ছুটছেন অভিষেক। আর পিছনে তাঁকে ধাওয়া করছে পুলিশের একটি টিম। এদিন তামিলিপাড়ায় তাঁকে সামনে থেকে একবার দেখার জন্য সাধারনের ভিড় ছিল চোখে পড়ার মত। কানা ঘুষো শোনা যাচ্ছে আরও একদিন চুঁচুড়ায় ছবির শ্যুটিং করবেন অভিষেক। এ প্রসঙ্গে তাঁদের টিমের পক্ষে থেকে তেমন ভাবে কেউই মুখ খুলতে নারাজ। এখন চাপা উৎসাহে আ

জেলা দাপাচ্ছে "সেরা পুজোর সন্ধানে", এবার যাবে আপনার পাড়ায়, তৈরি থাকুন

জনবার্তা ডিজিটাল  : ঢাকে কাঠি পড়েছে মহালয়ার দিন থেকেই। পাড়ায় পাড়ায় পুজো প্রস্তুতিও তুঙ্গে, রাতদিন এক করে চলছে মন্ডপ সজ্জার কাজ। ঘুম উড়েছে বারোয়ারি গুলির। এই সমস্ত হার ভাঙা খাটুনিকে তকমা দিতে এসে পৌঁছে গেছে "১১তম বার্ষিক হুগলী জেলা সেরা পুজোর সন্ধানে ২০১৮"। শিল্পীদের কঠোর পরিশ্রম আর পুজো কমিটির সদস্যদের অনুপ্রেনিত করতে প্রতি বছরের মতো এবছর তৈরি R.P. PRODUCTION(Capturing Hooghly)। তবে এবছর কিন্তু তাঁরা নিজেদের ব্যাসার্ধ বাড়িয়ে চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, ব্যান্ডেল এর পাশাপাশি পৌঁছে গেছে হুগলী জেলার একদম শেষ প্রান্ত জিরাট, বলাগড়, গুপ্তিপাড়ার মতো উন্নত গ্রাম্য অঞ্চলেও।  হাতে গোনা এই চৌহাদ্দির বাইরে গিয়ে বারোয়ারীর পুজো গুলিকে বিচারের আসনে বসানো কিন্তু মোটেও চারটিখানি কথা নয়, আর এর জন্য মূল অবদান কিন্তু আপনারই। আপনার সহযোগিতা না হলে কখনই এই ১১ বছরের পথ চলা এতটা সুগম হয়ে উঠতো না। এমনটাই দাবি R.P. Production এর কর্নধার রাজেশ মন্ডল ও প্রণব বন্দোপাধ্যায়ের। এছাড়াও প্রোডাকশনের অন্যতম সদস্য দিলুয়ার হুসেন, প্রভাত মুখার্জী 'র সহযোগিতা তো তুলনাহীন বলেই মনে করেন তাঁরা। 

N.S.C Road সার্ব্বজনীন দুর্গোৎসবে অঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতা - Janobarta Digital

জনবার্তা ডেস্ক : চুঁচুড়ার এন. এস. সি রোড তোলাফটক সার্বজনীন দুর্গোৎসব সমিতির ৬৮ তম বর্ষের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আজ সকালে প্রথম দফায় বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় দফায় সারা বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শুরুর পূর্বে এলাকার বর্ষীয়ান সদস্যদের হাত দিয়ে প্রতিযোগীতার সূচনা হয়। এছাড়াও বিশেষভাবে বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বহু প্রবীণ ও প্রবীণাকেও লক্ষ্য করা যায় এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে।  জানা গেছে প্রায় ১৬০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে সমিতির এক সম্পাদক পার্থ প্রতিম দত্ত বলেন, বিগত কয়েক বছর ধরে আমরা এই হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করছি। তবে অঙ্কন প্রতিযোগিতা বহু দিন ধরেই আমাদের কমিটির উদ্যোগে হয়ে আসছে।  ADVERTISEMENT আগামী দিনে আমরা আরও বেশি এই ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে পৌঁছে যেতে চাই। আর এবছর আমরা পুজোর মধ্যে দিয়ে সকলকে একটাই বার্তা দিতে চাই, "প্লাস্টিক মুক্ত, পরিষ্কার পরিছন্ন শহর" গড়তে চাই।।

ব্যান্ডেল গার্ডওয়াল ভাঙার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শুরু হলো মেরামতির কাজ

জনবার্তা ডিজিটাল:  গত বৃহস্পতিবার হুগলীর ব্যান্ডেল হলুদ পুল ব্রিজ ভাঙার পর তড়িঘড়ি প্রশাসনের তৎপরতায় গত শুক্রবার থেকেই শুরু হলো ব্রিজ মেরামতের কাজ। প্রশাসনের সমস্ত আধিকারিকবৃন্দের তৎপরতায় শুরু হলো কাজ, এক অধিকর্তা জানিয়েছেন, আগামী শুক্রবারের মধ্যেই শেষ করে দেওয়া হবে ব্রিজ মেরামতের কাজ এবং আগের মতই নিষেধাজ্ঞা থাকবে যাতে ৮ টনের বেশি ওজনের গাড়ি না চলে। আরও বলেন, ভাঙা গার্ডওয়ালটির সমস্তটাই আমরা ভেঙে দিয়েছি। সম্পুর্ন ভাবেই নতুন ভাবে গার্ডওয়াল বানানো হচ্ছে এবং আগের থেকে আরও বেশি উঁচু করে দেওয়া হবে। প্রশাসনের এই ভূমিকায় খুশি এলাকার বাসিন্দারা।।

প্রথম ভারতীয় মহিলা হিসাবে মানাসলু শৃঙ্গ জয় করলেন চন্দননগরের পিয়ালী বসাক

পিয়ালী বসাক (ছবি: ফেসবুক প্রোফাইলের সৌজন্যে) জনবার্তা ডিজিটাল:  পৃথিবী অষ্টম উচ্চতম শৃঙ্গ জয় করলো হুগলীর চন্দনননগরের পিয়ালী বসাক। আজকে থেকে ২৪ঘন্টা আগেও এই নামটার সাথে খুব একটা পরিচয় ছিল সাধারণ মানুষের বা দেশবাসীর। কিন্তু এখন গোটা দেশ জুড়ে বেশ পরিচিত নাম এই পিয়ালী বসাক। আর হবেই না বা কেন, পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু'র শীর্ষে পৌঁছে নজির করলেন পিয়ালী। চন্দননগর শহরের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা পিয়ালী। মা, বাবা, বোন কে নিয়ে তাঁর পরিবার। ছোট থেকেই বেশ ডানপিটে সে, অন্যান্য মেয়েদের থেকে একটু অন্য ঘরানার সে। আর পাঁচ জনের মতো পড়াশোনার বাইরে নাচ, গান, আবৃত্তি দিয়ে নয় তাঁর প্রথম হাতেখড়ি হয় তাইকুন্ড দিয়ে, সেখানেও সাফল্য তার পিছু ছাড়েনি। তারপর বড়ো হয়ে ওঠা, স্নাতক পাশ করার পর বন্ধুবান্ধবদের মতো রুজি রোজগারের দিকে না হেঁটে সে হেঁটে ছিল তার লক্ষ্যে দিকে। গত ১লা সেপ্টেম্বর মানাসলু উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল পিয়ালী, ২৬ দিনের মাথায় সাফল্য তাকে আঁকড়ে ধরলো। মেয়েকে যখন লক্ষ্যে ঠেলে দিয়েছিলেন পিয়ালীর পরিবার তখন একটু হলেও মনে ভয় দানা বেঁধেছিল। ভগবানের কাছে পরিবারের একটাই প্

ব্যান্ডেলে ব্রিজের গার্ডওয়াল ভেঙে নদীতে পড়ল লড়ি - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী : আজ মধ্যরাতে ব্যান্ডেল দেবনন্দপুর অঞ্চলের হলুদ সেতু থেকে নিচে পরে গেল মাদার ডায়েরির একটি দুধ বোঝাই লড়ি। ঘটনার কথা জানা জানি হতেই আতঙ্ক ছড়িয়ে পরে সাধারণ মানুষ ও বিশেষত ব্রিজের আশেপাশে বসবাসকারী মানুষের মধ্যে। সাধারণ মানুষের মারফত খবর যায় স্থানীয় ব্যান্ডেল ফাঁড়ি ও চুঁচুড়া থানায়। তার কিছুক্ষনের মধ্যেই চুঁচুড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন চুঁচুড়া থানার IC নিরুমপ ঘোষ। জানা গেছে লড়িটি মূলত ডানকুনি থেকে মাদার ডায়েরির দুধ সাপ্লাই করতে আসছিল ব্যান্ডেল অঞ্চলে। দিল্লি রোডের দিক থেকে আসছিল লরিটি, একটু বাঁদিক চাপতেই আনুমানিক দুইশত বছরের পুরানো সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় লরিটি। অল্পের জন্য রেহাই পায় লরির ড্রাইভার ও খালাসি। স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় বলেন, দিল্লিরোড থেকে জি.টি.রোড ও ব্যান্ডেল বাজারে আসার এটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাস্তা। তাছাড়া ব্যান্ডেল বাজার জেলার সবজি আড়ৎ গুলির মধ্যে একটি অন্যতম। সেদিক দিয়ে দেখলে অনেক গাড়িই বাইরে থাকে ঢুকতে পারবে না বাজারে। PWD এর নির্দেশজারি করা ছিল এখানে যে ৮টনের বেশি গাড়ি যাতাওয়াত করা নিষেধ, এমনকি সাইন

EXCLUSIVE : পার্কিং সমস্যা ও আবর্জনায় জেরবার চুঁচুড়া সদর হাসপাতাল - Janobarta Digital

পার্কিং সমস্যা ও আবর্জনায় জেরবার চুঁচুড়া সদর হাসপাতাল জনবার্তা ডিজিটাল:  জেলার সবচেয়ে বেশি শয্যা বিশিষ্ঠ হাসপাতাল চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতাল। স্বভাবতই চুঁচুড়া হাসপাতালের চাপ জেলার অন্য হাসপাতাল গুলির থেকে বেশি। পাণ্ডুয়া, বলাগড়, ধনিয়াখালী, পোলবা, মহানাদ ও শহরতলির বহু মানুষ চিকিৎসা পরিষেবার জন্য চুঁচুড়া হাসপাতালের উপর নির্ভরশীল। বিপুল পরিমাণে রোগী আসার ফলে হাসপাতালের পরিছন্নতার দিকটি ব্যাপক ভাবে অবহেলিত। হাসপাতাল চত্তরে একাধিক জায়গায় জমে থাকে নোংরা ও বর্জ্য পদার্থ। সিঁড়ি ও থাম গুলিতে পান ও গুটকার পিক্ এর ফলে একদিকে যেমন দৃশ্য দূষণ হচ্ছে অন্যদিকে হাসপাতালের পরিবেশও নোংরা হচ্ছে। হাসপাতালের দুই ওয়ার্ড এর মাঝের স্তূপাকার ময়লা এর থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দূষণ। বাড়ছে মশা মাছির উপদ্রপ। ইমামবাড়া হাসপাতালের আরও একটি বড়ো সমস্যা হলো পার্কিং। EXCLUSIVE FOOTAGE হাসপাতাল চত্বরের অধিকাংশ জায়গাই টোটো ও প্রাইভেট এম্বুলেন্সের দখলে। প্রতিদিন অন্তত একশো বাইক এবং সাইকেল দাঁড়িয়ে থাকে নো পার্কিং জোনে। এর ফলে সব থেকে বড়ো সমস্যার সম্মুখীন হয় বহিরাগত এম্বুলেন্স গুলি। রোগী নিয়ে এসে নামানোর ক্ষে

দুর্গা পুজো উপলক্ষে হুগলীর বলাগড়ে "পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা" - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: হুগলীর বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর বাজারের সচ্ছিতানন্দ সেবাশ্রম দুর্গা পুজো উপলক্ষে পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গত বুধবার। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও সত্যি এটাই। এবছরের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন, গোটা একটা বছর অপেক্ষা করেন সকল মানুষ শুধুমাত্র পুজোর এই চারটে দিন উপভোগ করার জন্য। কিন্তু এই দুর্গা পুজো বা মাতৃ আরাধনায় প্রকৃত পক্ষে সামিল হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পুরোহিতরা। যাদের ছাড়া পুজোই সম্ভব নয়। সেই সমস্ত পুরোহিতদের পুজোর ধরন, পদ্ধতি আরও ভালো করার জন্য হুগলীর বলাগড়ে আচার্য্য কমলাকান্ত ও শ্রী সুজিত মুখোপাধ্যায় পরিচালনায় বহু পুরোহিত শিক্ষাগ্রহণ করেন। এই অনুষ্ঠানটিতে অনুপ্রেরণা জুগিয়েছে ভারতীয় সংস্কৃত পরিষদ। এপ্রসঙ্গে সংস্থার সম্পাদক অনুপ প্রামানিক বলেন, বিগত ৫বছর ধরে রাজ্যে তথা জেলার বুকে আমরা এই কর্মশালা করে থাকি। আগামী দিনে এই এক জায়গায় নয়, আশা রাখি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মশালা সংগঠিত করবো।।