Skip to main content

Posts

চুঁচুড়া সেভ ডেমোক্রেসি-র গণ কনভেনশন - Janobarta Digital

জলাভূমি রক্ষা, নাগরিক অধিকার রক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়নের দাবিকে সামনে রেখে সেভ ডেমোক্রেসি-র চুঁচুড়া শাখার উদ্যোগে ঘড়ির মোড়ে একটি গণ কনভেনশন অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা  আব্দুল মান্নান,  সিপিআইএম নেতা  বিকাশ রঞ্জন ভট্টাচার্য , প্রাক্তন বিচারপতি  অশোক গাঙ্গুলী  সহ অনান্যরা। আব্দুল মান্নান তাঁর বক্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিপন্ন গণতন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, চিটফান্ডে প্রতারিত মানুষদের পাশে বর্তমান সরকার না দাঁড়িয়ে নিজ দলের মন্ত্রীদের হয় সওয়াল করছে। সেভ ডেমোক্রেসির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে দীপালি ভট্টাচার্য বলেন, ভবাদীঘিতে রেল পথের কেউই বিরোধী নয় কিন্তু তাঁরা সকলেই চায় সাধারণ নাগরিকের অধিকার প্রকৃত পক্ষে রক্ষা হোক। জলাশয় বুজিয়ে ফেলার ফলে কি মারাত্মক পরিণতি হতে পারে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেরালা। সেজন্য পুকুর বুজিয়ে নয়, পুকুরের পাশ দিয়েই রেল লাইন হোক চায় সেভ ডেমোক্রেসি। দীপালি দেবী তার বক্তব্যের মধ্যে আদিবাসীদের নাগরিক অধিকার খন্ডনের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি বলেন, নাগরিক অধিকার রক্ষার জন্য যতরকম

"মাদার টেরিজা স্মারক" সন্মান পেলেন রিষড়া পৌরসভার পুরোপ্রধান বিজয় সাগর মিশ্র - Janobarta Digital

মুরলী চৌধুরী,রিষরা: জনপ্রিয়তা, শান্তি, সম্পত্তি এবং সেবামূলক কাজের নিরিখে মাদার টেরিজা স্মারক সম্মান পেলেন রিষড়ার পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্র । কলকাতা শিশির মঞ্চে Vision of Bengal এই সম্মান প্রদান করে। সম্মান গ্রহণ করে পৌরসভায় এলে পৌরসদস্য - সদস্যা সহ পৌর কর্মচারীদের মধ্যে বিশেষ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দলমত নির্বিশেষে রিষড়ার নাগরিক বৃন্দ পৌরপ্রধানের এই সম্মান প্রাপ্তিতে নিজেদের গৌরবান্বিত বোধ করেন। আগামী দিনে রিষড়াবাসী এই সম্মান প্রাপ্তির জন্য পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্র কে নাগরিক সম্বর্ধনা জানাবার জন্য উদ্যোগ নিচ্ছেন। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

চুঁচুড়ায় সাংষ্কৃতিক গোষ্ঠী 'কলাবীথিকা'র আত্মপ্রকাশ - Janobarta Digital

শ্যামল সিনহা,চুঁচুড়া: চুঁঁচুড়া সাংস্কৃতিক জগতের  ইতিহাসেনতুন  অধ্যায় শুরু হল। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে কলাবীথিকা সংগঠন আত্মপ্রকাশ করলো। আজ চুচুড়া জোতিষ ভবনে আয়োজিত সভা হতে সংগঠনটি কাজ শুরু করলো।  সাক্ষী রইলেন হুগলী চুঁঁচুড়া শিল্প সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষজন। হুগলী চুঁঁচুড়ার  মানুষ একত্রিত হয়ে আগামী দিনে  যুগ্ম শহরের সাহিত্য সংস্কৃতি ভাবনার উন্মেষ ঘটানোর উদ্দেশে এই সংগঠনের সৃষ্টি বলে জানালেন যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী। এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে , চিকিৎসক অক্ষয়কুমার আঢ্য  , কনক মুখোপাধ্যায়সহ বিশিষ্ট জনেরা।। বিস্তারিত... দেখুন ভিডিও... Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

মায়ের কথা, পুজোর কথা - জিরাট আদি বারোয়ারী - Janobarta Digital

#জনবার্তা (জিরাট) : পাড়ায় পাড়ায় দুর্গা পুজোর ঢাক ঢাক বেজেছে আজ থেকে কয়েক সপ্তাহ আগেই। খুঁটি পুজো মিটতেই চারদিকে দেখা দিচ্ছে কাশ ফুলের বোন। আমরা কথা দিয়েছিলাম শহরের পাশাপাশি জেলার পুজোর প্রস্তুতি পর্ব তুলে ধরবো আপনাদের সামনে। আজ আমরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেছিলাম হুগলীর জিরাট আদি বারোয়ারীতে। বলাগড় ব্লকের জিরাট এলাকার পুরানো বারোয়ারী হল এই জিরাট আদি বারোয়ারী। তাঁদের এবছরের পুজোর থিম টরন্টোর নারায়ন মন্দির। বাজেট প্রায় ৩০ লাখের আশেপাশে। এখন উৎসাহ উদ্দীপনায় দিন গুনছেন এলাকাবাসী। এই পুজো প্রসঙ্গে বিস্তারিত শুনুন কমিটির সেক্রেটারির মুখ থেকেই.... দেখুন ভিডিও।। Do Subscribe our Youtube Channel for more updates : Click Here ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

সচেতনতা বৃদ্ধি, মগরা থানার উদ্যোগে Safe Drive, Save Life কর্মসূচী পালন ও প্রতীকী পার্ক উদ্বোধন

রাজেশ মন্ডল,মগরা-হুগলী:  আজ হুগলীর মগরা থানার উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের কর্মসূচী সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচী পালিত হলো। মগরা থানার সামনে জি.টি.রোড সংলগ্ন রাস্তায় এলাকার স্কুল গুলির ছাত্রছাত্রীদের নিয়ে এই কর্মসূচি পালন করল পুলিশের শীর্ষ কর্তারা। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর (গ্রামীণ) পুলিশ সুপার  সুকেশ জৈন,  অ্যাডিশনাল এস.পি  ঈশানি পাল,  মগরা থানার ওসি  দেবঞ্জন ভট্টাচার্য,  ডি. এস.পি  প্রসূন ব্যানার্জী  সহ অন্যান্য পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। এদিন সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রতীকী রূপে একটি পার্কের উদ্বোধন করা হয় এবং হেলমেট বিলি করা হয় পথচলতি হেলমেট বিহীন বাইক আরোহীদের। এছাড়াও স্কুল পড়ুয়াদের দিয়ে গোলাপ ফুল দিয়ে সচেতন করা হয় পথচলতি মানুষকে। আগামী দিনে এই ধরনের কর্মসূচি জেলার সমস্ত থানা গুলতে করার পরিকল্পনা নেওয়া হবে বলে জানায় পুলিশ সুপার(গ্রামীণ) সুকেশ জৈন।।  বিস্তারিত,   দেখুন ভিডিও।।

সচেতন এবার ডাক্তারাও, হুগলী চাইল্ড কেয়ারে পেডিকো লিগ্যাল ওয়ার্কশপ

রাজেশ মন্ডল, হুগলী: আজ ইন্ডিয়ান "এ্যাকাডেমি অব্ পেডিয়াট্রিক" এর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে "মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। চুঁচুড়া কারবালা মোড়ের 'চাইল্ড কেয়ার' অফিসে অনুষ্ঠিত হয় এটি। 'মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" মূলত রুগী ও ডাক্তার উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। যেহেতু বর্তমানে ডাক্তার ও রুগীদের বিশ্বাস বা সম্পর্কের মধ্যে ফাঁটল লক্ষ্য করা যাচ্ছে সেই কারণেই এই উদ্যেগ। এই কর্মসূচীর মধ্যে দিয়ে ডাক্তারদের মূলত ভারতীয় আইনে ডাক্তার ও রুগীদের জন্য যে যে ধারা গুলি আছে সেগুলি সেখানো হবে, এর ফলে কোনো ডাক্তার যদি কোনো রুগী বা রুগীর আত্মীয়দের দ্বারা হেনস্তার স্বীকার হয় তাহলে এই লিগ্যাল অর্থাৎ আইনের বলবৎ করতে পারবে। এই ওয়ার্কশপে ডাক্তারদের পাশাপাশি বেশ কিছু উকিলও উপস্থিত ছিলেন। এদিন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ অরূপ রায়, ডাঃ সতীশ তেওয়ারি, ডাঃ শুভেন্দু দে, ডাঃ সুনেত্রা মজুমদার, ডাঃ সুধীর মিশ্র সহ বিশিষ্ট ডাক্তাররা উপস্থিত ছিলেন। আজকের এই ওয়ার্কশপ প্রসঙ্গে ডাঃ ইন্দ্রনীল চৌধুরী বলেন.........

ভ্রমণ আড্ডা: "পূর্ব-সিকিমের আগমলোক - ধুপিদাঁড়া, প্রকৃতি সেথায় পাগলপারা" - Janobarta

"পূর্ব-সিকিমের আগমলোক- ধুপিদাঁড়া... প্রকৃতি সেথায় পাগলপারা" শুভদীপ নন্দী:   ' O ld Silk Route' অর্থাৎ "প্রাচীন রেশম পথ", এই পথের টানেই এবারের গরমের ছুটিতে আমাদের  গন্তব্য ছিল স্বল্প পরিচিত দুটি জায়গা 'আগম লোক ও ধুপি দাঁড়া',খুব সুন্দর  শিল্পীর তুলিতে রূপ পাওয়া  কোনো অচিন পুরি। অথচ কিছুকাল আগেও এই জায়গা গুলিতে মন চাইলেও থাকার কোনো ব্যবস্থা ছিলনা,বাধ্য হয়ে অপেক্ষাকৃত ভীরাক্রান্ত ও উচ্চতায় জুলুক এ রাত কাটাতে হতো। এরজন্য উচ্চতা জনিত কিছু শারীরিক সমস্যা দেখাদিতো।কিন্তু,বর্তমানে এই    আগমলক ও ধুপি দাঁড়ায় হোম স্টে থাকায় কম উচ্চতায় শরীরকে মানিয়ে নিয়ে  ঘোরা- ঘুরির অনেক সুবিধা হয়েছে। মনে করলে এই স্থান কে বুড়ি করে প্রাচীন রেশম পথ ঘোরা সাঙ্গ করা যায়।পূর্ব-সিকিমের আগমলোক থেকে অবারিত কাঞ্চনজঙ্ঘা ও সাপর্ষদ অন্যান্য তুষার-শৃঙ্গ দৃশ্যমান।আরও দেখাযায় সিঙ্গালীলা রেঞ্জ,ভুটান পাহাড়,নিচের দিকে লিংতাম ও তার আশেপাশের চোখ জুড়ানো সবুজ উপত্যকার নিসর্গ। প্রাচীন রেশম পথ বা ওল্ড সিল্ক রুট এর প্রবেশপথ এই লিংতাম,যার উচ্চতা সাড়ে চার হাজার ফুটের মতো,আর চড়াই পথে আট