Skip to main content

চুঁচুড়া সেভ ডেমোক্রেসি-র গণ কনভেনশন - Janobarta Digital

জলাভূমি রক্ষা, নাগরিক অধিকার রক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়নের দাবিকে সামনে রেখে সেভ ডেমোক্রেসি-র চুঁচুড়া শাখার উদ্যোগে ঘড়ির মোড়ে একটি গণ কনভেনশন অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী সহ অনান্যরা। আব্দুল মান্নান তাঁর বক্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিপন্ন গণতন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, চিটফান্ডে প্রতারিত মানুষদের পাশে বর্তমান সরকার না দাঁড়িয়ে নিজ দলের মন্ত্রীদের হয় সওয়াল করছে। সেভ ডেমোক্রেসির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে দীপালি ভট্টাচার্য বলেন, ভবাদীঘিতে রেল পথের কেউই বিরোধী নয় কিন্তু তাঁরা সকলেই চায় সাধারণ নাগরিকের অধিকার প্রকৃত পক্ষে রক্ষা হোক। জলাশয় বুজিয়ে ফেলার ফলে কি মারাত্মক পরিণতি হতে পারে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেরালা। সেজন্য পুকুর বুজিয়ে নয়, পুকুরের পাশ দিয়েই রেল লাইন হোক চায় সেভ ডেমোক্রেসি। দীপালি দেবী তার বক্তব্যের মধ্যে আদিবাসীদের নাগরিক অধিকার খন্ডনের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি বলেন, নাগরিক অধিকার রক্ষার জন্য যতরকম আইনি সাহায্য দরকার তিনি করতে প্রস্তুত। সি.পি.আই.এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নাগরিক অধিকার রক্ষা আইনজীবী হিসাবে তার কর্তব্য। দলমত নির্বিশেষ যেকোনো মানুষের পাশে আইনি সহযোগিতার বার্তা তিনি আজকের মঞ্চ থেকে দেন। বিস্তারিত.....দেখুন ভিডিও।।











একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।