জলাভূমি রক্ষা, নাগরিক অধিকার রক্ষা ও পরিবেশ বান্ধব উন্নয়নের দাবিকে সামনে রেখে সেভ ডেমোক্রেসি-র চুঁচুড়া শাখার উদ্যোগে ঘড়ির মোড়ে একটি গণ কনভেনশন অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী সহ অনান্যরা। আব্দুল মান্নান তাঁর বক্তব্যের মধ্যে পশ্চিমবঙ্গের বিপন্ন গণতন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, চিটফান্ডে প্রতারিত মানুষদের পাশে বর্তমান সরকার না দাঁড়িয়ে নিজ দলের মন্ত্রীদের হয় সওয়াল করছে। সেভ ডেমোক্রেসির পক্ষে বক্তব্য রাখতে গিয়ে দীপালি ভট্টাচার্য বলেন, ভবাদীঘিতে রেল পথের কেউই বিরোধী নয় কিন্তু তাঁরা সকলেই চায় সাধারণ নাগরিকের অধিকার প্রকৃত পক্ষে রক্ষা হোক। জলাশয় বুজিয়ে ফেলার ফলে কি মারাত্মক পরিণতি হতে পারে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কেরালা। সেজন্য পুকুর বুজিয়ে নয়, পুকুরের পাশ দিয়েই রেল লাইন হোক চায় সেভ ডেমোক্রেসি। দীপালি দেবী তার বক্তব্যের মধ্যে আদিবাসীদের নাগরিক অধিকার খন্ডনের বিরুদ্ধে সোচ্চার হোন। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি বলেন, নাগরিক অধিকার রক্ষার জন্য যতরকম আইনি সাহায্য দরকার তিনি করতে প্রস্তুত। সি.পি.আই.এম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, নাগরিক অধিকার রক্ষা আইনজীবী হিসাবে তার কর্তব্য। দলমত নির্বিশেষ যেকোনো মানুষের পাশে আইনি সহযোগিতার বার্তা তিনি আজকের মঞ্চ থেকে দেন। বিস্তারিত.....দেখুন ভিডিও।।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment