রাজেশ মন্ডল, হুগলী: আজ ইন্ডিয়ান "এ্যাকাডেমি অব্ পেডিয়াট্রিক" এর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে "মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। চুঁচুড়া কারবালা মোড়ের 'চাইল্ড কেয়ার' অফিসে অনুষ্ঠিত হয় এটি। 'মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" মূলত রুগী ও ডাক্তার উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। যেহেতু বর্তমানে ডাক্তার ও রুগীদের বিশ্বাস বা সম্পর্কের মধ্যে ফাঁটল লক্ষ্য করা যাচ্ছে সেই কারণেই এই উদ্যেগ। এই কর্মসূচীর মধ্যে দিয়ে ডাক্তারদের মূলত ভারতীয় আইনে ডাক্তার ও রুগীদের জন্য যে যে ধারা গুলি আছে সেগুলি সেখানো হবে, এর ফলে কোনো ডাক্তার যদি কোনো রুগী বা রুগীর আত্মীয়দের দ্বারা হেনস্তার স্বীকার হয় তাহলে এই লিগ্যাল অর্থাৎ আইনের বলবৎ করতে পারবে। এই ওয়ার্কশপে ডাক্তারদের পাশাপাশি বেশ কিছু উকিলও উপস্থিত ছিলেন। এদিন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ অরূপ রায়, ডাঃ সতীশ তেওয়ারি, ডাঃ শুভেন্দু দে, ডাঃ সুনেত্রা মজুমদার, ডাঃ সুধীর মিশ্র সহ বিশিষ্ট ডাক্তাররা উপস্থিত ছিলেন। আজকের এই ওয়ার্কশপ প্রসঙ্গে ডাঃ ইন্দ্রনীল চৌধুরী বলেন.........
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -

Comments
Post a Comment