Skip to main content

সচেতন এবার ডাক্তারাও, হুগলী চাইল্ড কেয়ারে পেডিকো লিগ্যাল ওয়ার্কশপ

রাজেশ মন্ডল, হুগলী: আজ ইন্ডিয়ান "এ্যাকাডেমি অব্ পেডিয়াট্রিক" এর পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে "মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" অনুষ্ঠিত হলো চুঁচুড়ায়। চুঁচুড়া কারবালা মোড়ের 'চাইল্ড কেয়ার' অফিসে অনুষ্ঠিত হয় এটি। 'মেডিকো লিগ্যাল ওয়ার্কশপ" মূলত রুগী ও ডাক্তার উভয় পক্ষের জন্যই প্রযোজ্য। যেহেতু বর্তমানে ডাক্তার ও রুগীদের বিশ্বাস বা সম্পর্কের মধ্যে ফাঁটল লক্ষ্য করা যাচ্ছে সেই কারণেই এই উদ্যেগ। এই কর্মসূচীর মধ্যে দিয়ে ডাক্তারদের মূলত ভারতীয় আইনে ডাক্তার ও রুগীদের জন্য যে যে ধারা গুলি আছে সেগুলি সেখানো হবে, এর ফলে কোনো ডাক্তার যদি কোনো রুগী বা রুগীর আত্মীয়দের দ্বারা হেনস্তার স্বীকার হয় তাহলে এই লিগ্যাল অর্থাৎ আইনের বলবৎ করতে পারবে। এই ওয়ার্কশপে ডাক্তারদের পাশাপাশি বেশ কিছু উকিলও উপস্থিত ছিলেন। এদিন ডাঃ ইন্দ্রনীল চৌধুরী, ডাঃ অরূপ রায়, ডাঃ সতীশ তেওয়ারি, ডাঃ শুভেন্দু দে, ডাঃ সুনেত্রা মজুমদার, ডাঃ সুধীর মিশ্র সহ বিশিষ্ট ডাক্তাররা উপস্থিত ছিলেন। আজকের এই ওয়ার্কশপ প্রসঙ্গে ডাঃ ইন্দ্রনীল চৌধুরী বলেন.........

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।