মুরলী চৌধুরী,রিষরা: জনপ্রিয়তা, শান্তি, সম্পত্তি এবং সেবামূলক কাজের নিরিখে মাদার টেরিজা স্মারক সম্মান পেলেন রিষড়ার পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্র । কলকাতা শিশির মঞ্চে Vision of Bengal এই সম্মান প্রদান করে। সম্মান গ্রহণ করে পৌরসভায় এলে পৌরসদস্য - সদস্যা সহ পৌর কর্মচারীদের মধ্যে বিশেষ আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দলমত নির্বিশেষে রিষড়ার নাগরিক বৃন্দ পৌরপ্রধানের এই সম্মান প্রাপ্তিতে নিজেদের গৌরবান্বিত বোধ করেন। আগামী দিনে রিষড়াবাসী এই সম্মান প্রাপ্তির জন্য পৌরপ্রধান শ্রী বিজয় সাগর মিশ্র কে নাগরিক সম্বর্ধনা জানাবার জন্য উদ্যোগ নিচ্ছেন।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment