শ্যামল সিনহা,চুঁচুড়া: চুঁঁচুড়া সাংস্কৃতিক জগতের ইতিহাসেনতুন অধ্যায় শুরু হল। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে কলাবীথিকা সংগঠন আত্মপ্রকাশ করলো। আজ চুচুড়া জোতিষ ভবনে আয়োজিত সভা হতে সংগঠনটি কাজ শুরু করলো। সাক্ষী রইলেন হুগলী চুঁঁচুড়া শিল্প সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষজন। হুগলী চুঁঁচুড়ার মানুষ একত্রিত হয়ে আগামী দিনে যুগ্ম শহরের সাহিত্য সংস্কৃতি ভাবনার উন্মেষ ঘটানোর উদ্দেশে এই সংগঠনের সৃষ্টি বলে জানালেন যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী। এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে , চিকিৎসক অক্ষয়কুমার আঢ্য , কনক মুখোপাধ্যায়সহ বিশিষ্ট জনেরা।। বিস্তারিত... দেখুন ভিডিও...
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment