Skip to main content

চুঁচুড়ায় সাংষ্কৃতিক গোষ্ঠী 'কলাবীথিকা'র আত্মপ্রকাশ - Janobarta Digital


শ্যামল সিনহা,চুঁচুড়া: চুঁঁচুড়া সাংস্কৃতিক জগতের  ইতিহাসেনতুন  অধ্যায় শুরু হল। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে কলাবীথিকা সংগঠন আত্মপ্রকাশ করলো। আজ চুচুড়া জোতিষ ভবনে আয়োজিত সভা হতে সংগঠনটি কাজ শুরু করলো।  সাক্ষী রইলেন হুগলী চুঁঁচুড়া শিল্প সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষজন। হুগলী চুঁঁচুড়ার  মানুষ একত্রিত হয়ে আগামী দিনে  যুগ্ম শহরের সাহিত্য সংস্কৃতি ভাবনার উন্মেষ ঘটানোর উদ্দেশে এই সংগঠনের সৃষ্টি বলে জানালেন যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী। এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে , চিকিৎসক অক্ষয়কুমার আঢ্য  , কনক মুখোপাধ্যায়সহ বিশিষ্ট জনেরা।। বিস্তারিত... দেখুন ভিডিও...









একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে...




OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।