শ্যামল সিনহা,চুঁচুড়া: চুঁঁচুড়া সাংস্কৃতিক জগতের ইতিহাসেনতুন অধ্যায় শুরু হল। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকতে কলাবীথিকা সংগঠন আত্মপ্রকাশ করলো। আজ চুচুড়া জোতিষ ভবনে আয়োজিত সভা হতে সংগঠনটি কাজ শুরু করলো। সাক্ষী রইলেন হুগলী চুঁঁচুড়া শিল্প সাহিত্য সংস্কৃতিপ্রেমী মানুষজন। হুগলী চুঁঁচুড়ার মানুষ একত্রিত হয়ে আগামী দিনে যুগ্ম শহরের সাহিত্য সংস্কৃতি ভাবনার উন্মেষ ঘটানোর উদ্দেশে এই সংগঠনের সৃষ্টি বলে জানালেন যুগ্ম সম্পাদক শান্তনু চক্রবর্তী। এদিনে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেন দে , চিকিৎসক অক্ষয়কুমার আঢ্য , কনক মুখোপাধ্যায়সহ বিশিষ্ট জনেরা।। বিস্তারিত... দেখুন ভিডিও...
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -











Comments
Post a Comment