Skip to main content

ভ্রমণ আড্ডা: "পূর্ব-সিকিমের আগমলোক - ধুপিদাঁড়া, প্রকৃতি সেথায় পাগলপারা" - Janobarta


"পূর্ব-সিকিমের আগমলোক- ধুপিদাঁড়া... প্রকৃতি সেথায় পাগলপারা"


শুভদীপ নন্দী: 'Old Silk Route' অর্থাৎ "প্রাচীন রেশম পথ", এই পথের টানেই এবারের গরমের ছুটিতে আমাদের  গন্তব্য ছিল স্বল্প পরিচিত দুটি জায়গা 'আগম লোক ও ধুপি দাঁড়া',খুব সুন্দর  শিল্পীর তুলিতে রূপ পাওয়া  কোনো অচিন পুরি। অথচ কিছুকাল আগেও এই জায়গা গুলিতে মন চাইলেও থাকার কোনো ব্যবস্থা ছিলনা,বাধ্য হয়ে অপেক্ষাকৃত ভীরাক্রান্ত ও উচ্চতায় জুলুক এ রাত কাটাতে হতো।
এরজন্য উচ্চতা জনিত কিছু শারীরিক সমস্যা দেখাদিতো।কিন্তু,বর্তমানে এই    আগমলক ও ধুপি দাঁড়ায় হোম স্টে থাকায় কম উচ্চতায় শরীরকে মানিয়ে নিয়ে  ঘোরা- ঘুরির অনেক সুবিধা হয়েছে। মনে করলে এই স্থান কে বুড়ি করে প্রাচীন রেশম পথ ঘোরা সাঙ্গ করা যায়।পূর্ব-সিকিমের আগমলোক থেকে অবারিত কাঞ্চনজঙ্ঘা ও সাপর্ষদ অন্যান্য তুষার-শৃঙ্গ দৃশ্যমান।আরও দেখাযায় সিঙ্গালীলা রেঞ্জ,ভুটান পাহাড়,নিচের দিকে লিংতাম ও তার আশেপাশের চোখ জুড়ানো সবুজ উপত্যকার নিসর্গ।
প্রাচীন রেশম পথ বা ওল্ড সিল্ক রুট এর প্রবেশপথ এই লিংতাম,যার উচ্চতা সাড়ে চার হাজার ফুটের মতো,আর চড়াই পথে আট কিমি. এগিয়ে   আগমলোক,উচ্চতা ছ হাজার ফুট।এই জায়গাটিকে স্থানীয় লোকে আপার লিংতাম বলে ।  লিংতাম থেকে মাত্র আধ ঘন্টার রাস্তা।আগমলোকের শীর্ষে রয়েছে ছোট্ট অথচ  সুন্দর এক মন্সট্রি।অবস্থান গুনে যা মনোমুগ্ধকর।মন্সট্রির চাতাল থেকে রজত-শুভ্র অনেক পর্বত শৃঙ্গ দৃশ্যমান। 
ছবিতে শুভদীপ নন্দী
এইবার পরের গন্তব্য পদমচেন ও জুলুক হয়ে থাম্বি ভিউপয়েন্ট পেরিয়ে ধুপিদাঁড়া উচ্চতা এগারো হাজার  দুশো ফুট,এখানেও কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য বরফাদৃত পর্বতশৃঙ্গ  সাপর্ষদ হাজির।ফেলে আসা  পথের অসংখ্য বাঁক এর দৃশ্য  অসাধারণ।এখানেও অধুনা হোম স্টে হয়েছে।এক কথায়  প্রাচীন রেশম পথে ঘরে বসে রজতশুভ্র উন্মুক্ত পর্বতশৃঙ্গ দেখার আদর্শ স্থান। 

এইবার আসি যাওয়াআসা ও থাকা- খাওয়ার কথায়,শিয়ালদহ, হাওড়া থেকে এন. জে. পি যাবার অনেক ট্রেন,তার যে কোনো একটায় চড়ে সকাল-সকাল  এন জে পি পৌঁছে সুমো বা বোলেরো (প্রাচীন রেশম পথে সঙ্গে গাড়ি রাখা অবশ্যই দরকারি) দিন চারেক এর চুক্তিতে যাওয়া যেতে পারে। আগমলোকে সিল্করুট "দ্য বসেরা রিসর্ট" (আপার লিংতাম,09734400440 এক মাত্র  মাথাগোঁজার ঠিকানা, 1200-1500 টাকা দ্বি-শয্যা ঘর,খাওয়া-দাওয়ার ব্যাবস্থা আছে। 

ধুপিদাঁড়ায় লামথাং হোম স্টে,খাওয়া থাকা মাথা পিছু 900/- (যোগাযোগ: 8436649001)। গাড়ির জন্য ফোনে:দীনেশ ছেত্রী (যোগাযোগ: 7031308508)ও ললিত রাই(যোগাযোগ: 09775915047

জরুরি তথ্য: সঙ্গে যথেষ্ট পরিমাণে শুকনো খাবার ও পানীয়জল থাকা প্রয়োজন,    বাচ্চা ও প্রবীণদের  বেশি। লম্ফ-ঝম্প একেবারেই নয়। সংযোজন:বৃষ্টির দিনগুলিতে এবংশীতে তাপমাত্রা শূন্যডিগ্রি র নিচে অবস্থান করে,উপযুক্ত     শীতবস্ত্র,উচ্চতাজনিত অসুবিধা থেকে রেহাই পেতে যাত্রার আগের দিন থেকে কোকা-৬ খাওয়া, সঙ্গে রাখা  খুবই প্রয়োজন।প্রাচীন রেশম পথ ভ্রমণকালে মোবাইল নেট  ওয়ার্ক,ইলেক্ট্রিসিটি পরিষেবা ব্যাহত হয় এ ব্যাপারটা মাথায় রেখে ভ্রমণ করলে  কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
ছবি: শুভদীপ নন্দী ও
 শুভায়ন নন্দী

আপনিও পাঠাতে পারেন আপনার ভ্রমন অভিজ্ঞতা, WhatsApp করুন এই নম্বরে: 70032 36180(লেখা এবং ছবিসহ), আপনার অভিজ্ঞতা আমরা পৌঁছে দেবো ৬৫ হাজার দর্শকের কাছে।
[ ন্যূনতম ৭টি ছবি এবং অধিকতম ১০টি ছবি ]



Comments

Post a Comment

ঝলকে ৫

মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেপ্তার, রাজ্য রাজনীতি তোলপাড়

  সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।

ইডি যদি বাপের বেটা হয় অমিত শাহ কে গ্রেপ্তার করুক: অসিত মজুমদার

  একনজরে প্রতিবেদন: বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ সভা থেকে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন বিজেপি চক্রান্ত করে ইডি ও সিবিআই দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করতে চাইছে। আমি ভয় পাইনা।সভায় মুখ্য বক্তা ছিলেন শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দোপাধ্যায়।তিনি বলেন আগামীদিনে আমার বিধায়কের ওপর আক্রমণ হলে কর্মীরা চুপ করে বসে থাকবে না।মমতা বন্দ্যোপাধ্যায় বদলের পর বদলা নিতে বারণ করেছিলেন,তাই আমরা কোনও বাজে আচরণ করিনি।আগামী দিনেও করবো না,তবে এটা বারবার হতে পারেনা।সভায় বিপুল মানুষের উপস্থিতিতে এই কর্মসূচী আগামী দিনে তৃণমূলকে অক্সিজেন দেবে বলেই মনে করেন নেতৃত্ব।সভায় অসিত বাবু ও কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন অমিত রায়,শেখ মেহবুব রহমান,গোবিন্দ দাশগুপ্ত সহ শহরের ও জেলার নেতৃত্ব।

সারাদিনের কবিতা উৎসবের পোস্টার উন্মোচন

  একনজরে প্রতিবেদন: ২য় বর্ষ সারাদিনের কবিতা উৎসবের পোস্টার উন্মোচন হলো আজ চুঁচুড়া জ্যোতিষ ভবনে।উদ্বোধন করলেন শহরের কবিরা। উপস্থিত ছিলেন কবি প্রবীর রায়চৌধুরী,গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, কবি দেবাশিস রায়, কবি প্রভাত মিশ্র সহ একাধিক কবি। প্রসঙ্গত বলে রাখা ভালো যে, আগামী ১৭ জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সারাদিন ব্যাপী কবিতা উৎসব।গত বছর থেকে সমকাল ও বিবৃতি পত্রিকা ও চুঁচুড়া বইমেলার উদ্যোগে সারাদিনের কবিতা উৎসব শুরু হয়।প্রথম বছর দুটি মঞ্চে প্রায় ১৭৫ জন কবির কবিতা পাঠ সারা ফেলে দিয়েছিল সারা বাংলায়। এবার ও মেলা কমিটি এই আয়োজনকে সর্বাঙ্গীন করে তুলতে বদ্ধপরিকর। কবি প্রবীর রায়চৌধুরী বলেন কবিতা একজন কবি মানুষের কাছে আত্মার সমান।কবিতা নিয়ে উন্মাদনা চিরকাল ই ছিলো,বর্তমানে এই ধরণের উদ্যোগকে উৎসাহিত করতেই হয়।তাই আমরা পাশে দাঁড়িয়েছি,আর্থিক ও মানসিক দিক থেকে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি।

দুর্গা পুজো উপলক্ষে হুগলীর বলাগড়ে "পুরোহিত প্রশিক্ষণ কর্মশালা" - Janobarta Digital

রাজেশ মন্ডল, হুগলী: হুগলীর বলাগড় থানার অন্তর্গত শ্রীপুর বাজারের সচ্ছিতানন্দ সেবাশ্রম দুর্গা পুজো উপলক্ষে পুরোহিত প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো গত বুধবার। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও সত্যি এটাই। এবছরের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র কয়েকটা দিন, গোটা একটা বছর অপেক্ষা করেন সকল মানুষ শুধুমাত্র পুজোর এই চারটে দিন উপভোগ করার জন্য। কিন্তু এই দুর্গা পুজো বা মাতৃ আরাধনায় প্রকৃত পক্ষে সামিল হন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পুরোহিতরা। যাদের ছাড়া পুজোই সম্ভব নয়। সেই সমস্ত পুরোহিতদের পুজোর ধরন, পদ্ধতি আরও ভালো করার জন্য হুগলীর বলাগড়ে আচার্য্য কমলাকান্ত ও শ্রী সুজিত মুখোপাধ্যায় পরিচালনায় বহু পুরোহিত শিক্ষাগ্রহণ করেন। এই অনুষ্ঠানটিতে অনুপ্রেরণা জুগিয়েছে ভারতীয় সংস্কৃত পরিষদ। এপ্রসঙ্গে সংস্থার সম্পাদক অনুপ প্রামানিক বলেন, বিগত ৫বছর ধরে রাজ্যে তথা জেলার বুকে আমরা এই কর্মশালা করে থাকি। আগামী দিনে এই এক জায়গায় নয়, আশা রাখি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মশালা সংগঠিত করবো।।

এসইউসিআই(কমিউনিস্ট) পার্টির ৭৭তম প্রতিষ্ঠা দিবসে সমাবেশ

  দীপঙ্কর মণ্ডল, সংবাদ একনজরে :চুঁচুড়া ঘড়ির মোড়, শ্রীরামপুর এবং নালিকুলে SUCI(C) এর ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সমাবেশের মধ্যে দিয়ে। চুঁচুড়ার সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, শ্রীরামপুরের সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য শ্রমিক নেতা দিলীপ ভট্টাচার্য, হরিপালের সভায় বক্তব্য রাখেন কলকাতা জেলা কমিটির সদস্য এবং শ্রমিক নেতা শান্তি ঘোষ। এছাড়াও চুঁচুড়ায় হুগলি লোকসভার প্রার্থী পবন মজুমদার, শ্রীরামপুরে শ্রীরামপুর লোকসভার প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী এবং হরিপালে আরামবাগ লোকসভার প্রার্থী সুকান্ত পোড়েল বক্তব্য রাখেন।  ‌ ব্রিটিশের করারগারে অনুশীলন সমিতির ভলেন্টিয়ার, তেইশ বছরের সদ্য যুবক কমরেড শিবদাস ঘোষ উপলব্ধি করেছিলেন তৎকালীন ভারতে কমিউনিস্ট নাম নিয়ে চলা দলগুলি কমিউনিস্ট পার্টি হিসাবে গড়েই উঠতে পারেনি। তিনি গুটি কয়েক হাতেগোনা তরুণ স্বাধীনতা সংগ্রামীকে সঙ্গে নিয়ে একটা নতুন ধরনের পার্টি গড়ার স্বপ্ন নিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) গড়ে তুলেছিলেন। আজ গোটা ভারতবর্ষে পার্টির কাজ সম্প্রসারিত হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২ টি এবং গোটা ভারতবর্ষে ১৫১ টি আসনে এস ইউ...