লকডাউনে মানবিক মুখ সন্দীপ রুদ্র একনজরে প্রতিবেদন: সন্দীপ রুদ্র। না , নামটা জানার কথা নয় ,শহরের সংস্কৃতি জগতের মানুষজন এক ডাকে চেনে সন্দীপকে । নাট্য পরিচালক ও অভিনেতা হিসাবেই পরিচিত। চুঁচুড়ার লিট্ল ম্যাগাজিন মেলা শুরু হয়েছিল সন্দীপ এর হাত ধরেই । লকডাউনের সময় সিনেমার কাজ বন্ধ। সন্দীপ নেমে পড়ল মানুষের পাশে দাঁড়াতে। হাতে গ্লভ্স মুখে মাস্ক। কার ওষুধ দরকার , কার দরকার মুড়ি , কে পুলিশে যোগাযোগ করতে পারছে না এক ফোনে হাজির সন্দীপ। না কোনো রাজনৈতিক তকমা ওর গায়ে নেই । খাদিনামোড় থেকে ঘড়িরমোড়, তোলাফটক থেকে বাসস্ট্যান্ড সর্বত্র শুধু একটা ফোন পেয়েই ছুটে গেছে মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবন বাজি রেখে।ইতিমধ্যেই প্রায় ১০০ মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দীপ।যারা এই অবস্থায় বাড়িবন্দী তাদের নিত্যসামগ্রী পেতে যাতে অসুবিধা না হয় তা ক্রমাগত নজরদারি করছে সন্দীপ। একনজরে সন্দীপের সাথে যোগাযোগ করলে তিনি জানান -' ' মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি , আমার শহরে মানুষ কষ্টে থাকবে এটা আমি কি করে মেনে নিই ? ' ' । সন্দীপ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তর...