Skip to main content

Posts

Showing posts from March, 2020

লকডাউনে মানবিক মুখ সন্দীপ রুদ্র -Janobarta Digital

লকডাউনে মানবিক মুখ সন্দীপ রুদ্র  একনজরে প্রতিবেদন: সন্দীপ রুদ্র। না , নামটা জানার কথা নয় ,শহরের সংস্কৃতি জগতের মানুষজন এক ডাকে চেনে সন্দীপকে । নাট্য পরিচালক ও অভিনেতা হিসাবেই পরিচিত। চুঁচুড়ার লিট্ল ম্যাগাজিন মেলা শুরু হয়েছিল সন্দীপ এর হাত ধরেই । লকডাউনের সময় সিনেমার কাজ বন্ধ। সন্দীপ নেমে পড়ল মানুষের পাশে দাঁড়াতে। হাতে গ্লভ্স মুখে মাস্ক। কার ওষুধ দরকার , কার দরকার মুড়ি , কে পুলিশে যোগাযোগ করতে পারছে না এক ফোনে হাজির সন্দীপ। না কোনো রাজনৈতিক তকমা ওর গায়ে নেই । খাদিনামোড় থেকে ঘড়িরমোড়, তোলাফটক থেকে বাসস্ট্যান্ড সর্বত্র শুধু একটা ফোন পেয়েই ছুটে গেছে মানুষের পাশে দাঁড়াতে, নিজের জীবন বাজি রেখে।ইতিমধ্যেই প্রায় ১০০ মানুষের পাশে দাঁড়িয়েছে সন্দীপ।যারা এই অবস্থায় বাড়িবন্দী তাদের নিত্যসামগ্রী পেতে যাতে অসুবিধা না হয় তা ক্রমাগত নজরদারি করছে সন্দীপ।  একনজরে সন্দীপের সাথে যোগাযোগ করলে তিনি জানান -' ' মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য মনে করি , আমার শহরে মানুষ কষ্টে থাকবে এটা আমি কি করে মেনে নিই ? ' ' । সন্দীপ এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তর...

লকডাউনে বুধবারের খণ্ডচিত্র, চুঁচুড়া - Janobarta Digital

একনজরে প্রতিবেদন :  গতকাল প্রধানমন্ত্রীর টানা একুশ দিন লকডাউন ঘোষণার পর থেকে শহরের মানুষ ব্যস্ত খাদ্যসামগ্রী সংগ্রহ করতে। বাজার এলাকায় মানুষের ভীড় বেশ । অনেক দোকানেই ডিম , মুড়ি , চা , বিস্কুট এর মত নিত্যসামগ্রী অপ্রতুল। এই সতর্কতাকে উপেক্ষা করে অনেকেই রাস্তায় আড্ডা মারছে , এমন ছবিও দেখা গেল কোথাও কোথাও ।  পুরসভা ও পুলিশ অনেক সতর্ক । অযথা ভীড় দেখলেই পুলিশ তাদের সরিয়ে দিচ্ছে । পুরসভা মাইকিং করে মানুষকে সতর্ক করার কাজ চালিয়ে যাচ্ছে ।এক নজরের পক্ষ থেকে বিধায়ক অসিত মজুমদার কে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -''সাবধানতা ছাড়া আমাদের আর কিছু করার নেই , ঘরে থাকুন , ভালো থাকুন । তিনি আরও বলেন -প্রশাসন সবসময় পাশে আছে , আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি '' ।

বিকেল থেকে "লক ডাউন", শহর ব্যস্ত কেনাকাটায় - Janobarta Digital

একনজরে প্রতিবেদন : আজ বিকেল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী লক ডাউন জেলা সদর গুলিতে । তাই সকাল থেকেই চুঁচুড়ার বাজার দোকানে ভীড় ছিল যথেষ্ট। মানুষ কাঁচা বাজার , চাল , ডিম , বিস্কুট , তেলের মত নিত্য সামগ্রী মজুত করতে দোকানে ভীড় জমায় ।  এক ক্রেতার কথায় -' ' কাল থেকেই কি হবে জানিনা , কতদিন ঠিক গৃহবন্দী থাকবো বুঝতে পারছি না , তাই আজ সব কিনে রাখছি ' ' । আজ ব্যাঙ্ক পরিষেবা ছিল স্বাভাবিক । বাস চলেনি । রাস্তায় টোটো চলাচল করলেও তা অল্প । চুঁচুড়া হাসপাতালে একটি পর্যটক বোঝাই বাস সকল পর্যটককে নিয়ে পরীক্ষার জন্য আসে । পুরসভার উপ পুরপ্রধান অমিত রায় বলেন পুরসভা সবসময় মানুষের সাথে আছে। যা প্রয়োজনীয় ব্যবস্থা নেবার তা গ্রহণ করা হচ্ছে ।

জনতা কার্ফুতে কার্যত স্তব্ধ শহর চুঁচুড়া - Janobarta Digital

একনজরে প্রতিবেদন :প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ সকাল থেকেই শহর চুঁচুড়া ছিল কার্যত জনশূন্য ।কোরোনা ভাইরাসের প্রভাব প্রতিরোধ করার জন্যই এই পদক্ষেপ।  শহরের বিশেষ কয়েকটি দোকান ছাড়া সবই ছিল বন্ধ। ঘড়ির মোড়, চকবাজার , তোলাফটক , তালডাঙা , খাদিনামোড়ের মত ব্যস্ত জায়গাগুলি ছিল জনশূন্য। রবিবার ছুটির দিন বলে মাঠের ধার থাকে পরিপূর্ণ , কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ আলাদা ।  চায়ের দোকান বন্ধ । খরুয়া বাজার সকালের দিকে খোলা থাকলেও বেলায় তা বন্ধ হয়ে যায়। পুলিশ ও সিভিক ভোলেন্টিয়ার দের বিভিণ্ণ মোড়ে টহল দিতে দেখা যায়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব। শহর চুঁচুড়া সেই সচেতনতা দেখিয়েছে আজ।

কবির বাড়ি কবিতার আড্ডা - Janobarta Digital

জনবার্তা: রঙ এর উৎসব দোল চলে  গেলেও এখনো তার রেশ  বর্তমান। চুঁচুড়ার অন্যতম  কবি প্রবীর রায়চোউধুরী ও গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ এর উদ্যোগে প্রবীর বাবুর বাড়িতেই রবিবার বিকালে বসে বসন্তের সাহিত্য আড্ডা।  আড্ডায় কবিতা পাঠে অংশগ্রহণ করেন ধীমান  ব্রহ্মচারী , প্রদীপ গাঙ্গুলি , শংকর দাশ , জগদিশ শর্মা, সনত দে , অমর ঘোষ  প্রমুখ। গল্প পাঠ করেন চমক মজুমদার , সুনেত্রা সাধু ।সংগীত পরিবেশন করেন অনিন্দিতা সাধু ।  অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও চুঁচুড়ার কবি দেবাশীষ রায় বলেন বসন্ত আমাদের জীবনে  কবিতার মতো, আর চারিদিকে যা চলছে তাতে সাহিত্যই একমাত্র পারে আমাদের ভালো রাখতে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি দীপক রায় ।

কনকশালী রিক্রিয়েশন ক্লাবে 'ঐকতানে'র পরিচালনায় বসন্ত উৎসব উদযাপন - Janobarta Digital

জনবার্তা: বসন্তের আনন্দেই অনুষ্ঠিত হলো নৃত্যের অনুষ্ঠান।এদিন কনকশালী রিক্রিয়েশন ক্লাবের নৃত্য বিভাগ 'ঐকতানে'র পরিচালনায় সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করা হয়েছিল।গানে,কবিতায়,নৃত্যে উঠে এলো উৎসব।শিক্ষিকা মৌসুমী ব্রহ্মচারীর তত্ত্বাবধানে শিশু শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করেন।এছাড়াও বিশিষ্ট কবি সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতেই অনুষ্ঠান অগ্রসর হয়।

চলন্ত ট্রেনে তরুণীকে লক্ষ্য করে উড়ে এলো প্রস্রাব ভর্তি প্যাকেট ! - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল : গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় গা ভাসিয়েছিল "সোশ্যাল মানুষজন"। তার পরদিনই অর্থাৎ আজ ৭:৪৫ এর সন্ধ্যায় শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালকে লক্ষ্য করে মূত্র ভর্তি প্যাকেট ও পাথর ছোড়া হয়! এমনটাই অভিযোগ সোনারপুরের বাসিন্দা তরুণী সাংবাদিক অদিতি দে। তিনি জানান, আজ সন্ধ্যায় তিনি নিত্যদিনের মতো কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য শিয়ালদহ থেকে ৭:৪৫ এর ডায়মন্ড হারবার লোকাল চড়েন।  জানলার ধরে বসেন তিনি, পার্ক সার্কাস স্টেশন পেরনোর পরই ট্রেনের মহিলা কামরা লক্ষ্য করে ছোড়া হয় প্রস্রাব ভর্তি প্যাকেট ও ঢিল। প্রস্রাব এসে সোজা মুখে লাগে অদিতি দেবীর,পরে তিনি সরে গেলে ঢিলের হাত থেকে রক্ষা পান। অদিতি দেবীর অভিযোগ, আজ প্রস্রাব, ঢিল এলো এরপর যদি কখনো এ্যসিড ছোড়া হয়, তার দ্বায়িত্ব নেবে কে। আর এই ঘটনা নতুন নয়, প্রায়শই পার্ক সার্কাস পেরোনোর পরই ট্রেন লক্ষ্য করে নানা জিনিস ছোড়া হয়। আজ সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্টের মাধ্যমে এমনটাই অভিযোগ করেন অদিতি দেবী। এই ঘটনার জেরে এখন বেশ আতঙ্কিত অদিতি দে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জেরে সরব নেটিজেনরা।।

নৃত্যনের বসন্ত উৎসবে রঙের রোশনাই - Janobarta Digital

নৃত্যনের বসন্ত উৎসবে রঙের রোশনাই নৃত্যনের প্রথম বসন্ত উত্সব পালিত হলো নাচে গানে কবিতায় ।আজ দোলের সকালে সংস্থার ছাত্রী ও অভিবাবকদের নিয়ে সুন্দর অনুষ্ঠান আয়োজন করে সংস্থার কর্ণধার পূজা চক্রবর্তী ।সকালে অনুষ্ঠান দেখতে মাঠে ভীড় জমান বহু মানুষ। সংস্থার ছাত্রীরা ছাড়াও পূরবী গোষ্ঠী গানে ও শ্রীতমা মিত্র কবিতায় অংশগ্রহণ করে। শহরে এ ধরণের উদ্যোগ প্রথম।কবি দেবাশীষ রায় বলেন নৃত্যন যে আয়োজন করেছে তা অভাবনীয় ।

রাত পোহালেই দোল, কোরোনা আতঙ্কে বিক্রি কম আবিরের - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল : পোহালেই দোল। বাঙ্গালির বসন্তের সব থেকে বড় উৎসব এ বছর কিছুটা হলেও ম্লান । সৌজন্যে কোরোনা ভাইরাস । চীনে ইতিমধ্যেই দশ হাজারের বেশি মানুষ আক্রান্ত এই ভাইরাস এ । ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা ছয় ছাড়িয়েছে । মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে আবিরের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে ভাইরাস । তাই এ বছর কিছুটা হলেও আবির থেকে মুখ ঘুরিয়েছে উৎসব প্রিয় বাঙ্গালি।  চুঁচুড়ার খরুয়া বাজারে প্রতি বছরের মতো এবারও প্রায় ত্রিশ টি স্টল হয়েছে । একধিক বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেলো তাদের এ বছরে গড় বিক্রি মেরেকেটে দুশো টাকা । রং ও পিচকারির বিক্রি ও বেশ কম । ক্রেতারা ভাইরাস আতঙ্কে আবির খেলতে নারাজ । তবে কিছু বিক্রেতা আশাবাদী যে দোলের সকালে বিক্রি কিছুটা হলেও বাড়বে ।।

নাচে গানে পথ পরিক্রমায় "নৃত্যন" - Janobarta Digital

জনবার্তা ডিজিটাল:  নৃত্যন নৃত্য সংস্থার ভাণ্ডারহাটি শাখার উদ্যোগে দোল উপলক্ষে একটি পথ পরিক্রমার আয়োজন করা হয়।সংস্থার প্রায় ত্রিশ জন  ছাত্রী ও অভিভাবকরা গ্রামের বিভিন্ন পথ ঘুরে বৃন্দাবন মন্দিরে তাদের পরিক্রমা শেষ করে। গ্রামে এ ধরণের উদ্যোগ এই প্রথম বলে দাবী করেন সংস্থার কর্ণধার পূজা চক্রবর্তী। পথ পরিক্রমাকে কেন্দ্র করে গ্রামবাসীর উদ্দীপনা ছিল চোখে পরার মত।।