একনজরে প্রতিবেদন :প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ সকাল থেকেই শহর চুঁচুড়া ছিল কার্যত জনশূন্য ।কোরোনা ভাইরাসের প্রভাব প্রতিরোধ করার জন্যই এই পদক্ষেপ। শহরের বিশেষ কয়েকটি দোকান ছাড়া সবই ছিল বন্ধ। ঘড়ির মোড়, চকবাজার , তোলাফটক , তালডাঙা , খাদিনামোড়ের মত ব্যস্ত জায়গাগুলি ছিল জনশূন্য। রবিবার ছুটির দিন বলে মাঠের ধার থাকে পরিপূর্ণ , কিন্তু আজ চিত্রটা সম্পূর্ণ আলাদা ।
চায়ের দোকান বন্ধ । খরুয়া বাজার সকালের দিকে খোলা থাকলেও বেলায় তা বন্ধ হয়ে যায়। পুলিশ ও সিভিক ভোলেন্টিয়ার দের বিভিণ্ণ মোড়ে টহল দিতে দেখা যায়। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এই ভাইরাস প্রতিরোধ সম্ভব। শহর চুঁচুড়া সেই সচেতনতা দেখিয়েছে আজ।
গৃহবন্দী হয়ে "জনবার্তা" এর চোখে করোনা কারফিউ দর্শন।
ReplyDeleteভালো। বেশ ভালো। এগিয়ে চলুক জনবার্তা।