জনবার্তা ডিজিটাল : গতকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় গা ভাসিয়েছিল "সোশ্যাল মানুষজন"। তার পরদিনই অর্থাৎ আজ ৭:৪৫ এর সন্ধ্যায় শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালকে লক্ষ্য করে মূত্র ভর্তি প্যাকেট ও পাথর ছোড়া হয়! এমনটাই অভিযোগ সোনারপুরের বাসিন্দা তরুণী সাংবাদিক অদিতি দে। তিনি জানান, আজ সন্ধ্যায় তিনি নিত্যদিনের মতো কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য শিয়ালদহ থেকে ৭:৪৫ এর ডায়মন্ড হারবার লোকাল চড়েন।
জানলার ধরে বসেন তিনি, পার্ক সার্কাস স্টেশন পেরনোর পরই ট্রেনের মহিলা কামরা লক্ষ্য করে ছোড়া হয় প্রস্রাব ভর্তি প্যাকেট ও ঢিল। প্রস্রাব এসে সোজা মুখে লাগে অদিতি দেবীর,পরে তিনি সরে গেলে ঢিলের হাত থেকে রক্ষা পান। অদিতি দেবীর অভিযোগ, আজ প্রস্রাব, ঢিল এলো এরপর যদি কখনো এ্যসিড ছোড়া হয়, তার দ্বায়িত্ব নেবে কে। আর এই ঘটনা নতুন নয়, প্রায়শই পার্ক সার্কাস পেরোনোর পরই ট্রেন লক্ষ্য করে নানা জিনিস ছোড়া হয়। আজ সোশ্যাল মিডিয়ায় এমনটাই পোস্টের মাধ্যমে এমনটাই অভিযোগ করেন অদিতি দেবী। এই ঘটনার জেরে এখন বেশ আতঙ্কিত অদিতি দে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার জেরে সরব নেটিজেনরা।।
Comments
Post a Comment