জনবার্তা: রঙ এর উৎসব দোল চলে গেলেও এখনো তার রেশ বর্তমান। চুঁচুড়ার অন্যতম কবি প্রবীর রায়চোউধুরী ও গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ এর উদ্যোগে প্রবীর বাবুর বাড়িতেই রবিবার বিকালে বসে বসন্তের সাহিত্য আড্ডা।
আড্ডায় কবিতা পাঠে অংশগ্রহণ করেন ধীমান ব্রহ্মচারী , প্রদীপ গাঙ্গুলি , শংকর দাশ , জগদিশ শর্মা, সনত দে , অমর ঘোষ প্রমুখ। গল্প পাঠ করেন চমক মজুমদার , সুনেত্রা সাধু ।সংগীত পরিবেশন করেন অনিন্দিতা সাধু । অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও চুঁচুড়ার কবি দেবাশীষ রায় বলেন বসন্ত আমাদের জীবনে কবিতার মতো, আর চারিদিকে যা চলছে তাতে সাহিত্যই একমাত্র পারে আমাদের ভালো রাখতে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি দীপক রায় ।
Comments
Post a Comment