জনবার্তা: বসন্তের আনন্দেই অনুষ্ঠিত হলো নৃত্যের অনুষ্ঠান।এদিন কনকশালী রিক্রিয়েশন ক্লাবের নৃত্য বিভাগ 'ঐকতানে'র পরিচালনায় সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়েছিল।গানে,কবিতায়,নৃত্যে উঠে এলো উৎসব।শিক্ষিকা মৌসুমী ব্রহ্মচারীর তত্ত্বাবধানে শিশু শিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করেন।এছাড়াও বিশিষ্ট কবি সাহিত্যিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতেই অনুষ্ঠান অগ্রসর হয়।
Comments
Post a Comment