Skip to main content

Posts

খেলোয়াড় ও শিল্পীদের পাশে CICC

নিজস্ব প্রতিনিধি: লকডাউন পরবর্তী সময়ে অনেক শিল্পী কাজ হারিয়েছেন। অনেকের কাজ বন্ধ। তারা জানেন না কবে ফিরতে পারবেন মঞ্চে। এই অবস্থায় চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার তাদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেছে।  আজ একটি প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মনোজ মুখার্জি জানান একশ জন মানুষের হাতে মাসিক ১০০০ টাকা ভাতা তুলে দেবে সংগঠন। এর মধ্যে ৫০ জন শিল্পী ও ৫০ জন খেলোয়াড়। তিনি আরো জানান বহু দিন ধরেই সংগঠন সেবামূলক কাজ করে আসছে।  আম্ফান বিধস্ত এলাকায় গিয়ে কয়েশো পরিবারের হাতে চাল ডাল তেল বিস্কুট তুলে দিয়েছে চন্দননগর আইডিয়াল কালচারাল সেন্টার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও রাজ্যের একাধিক খেলোয়াড় ও প্রশাসনিক কর্মকর্তা। এবিষয়ে বাংলা ক্রিকেট দলের সদস্য অর্ণব নন্দী জানান তিনি এই উদ্যোগ সামিল হতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন।।

নিহত সেনাদের স্মরণে রাস্তায় সি পি আই এম এল

জনবার্তা: লাদাখের গালওয়ানে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুগলির চার্চের মোড়ে সি পি আই এম এলের পক্ষ থেকে কর্মসূচী পালিত হয় । নিহতদের স্মরণে নীরবতা পালন ও কালোব্যাজ ধারণ করেন উপস্থিত মানুষেরা ।   এরই  পাশাপাশি চুঁচুড়া লোকাল কমিটির সম্পাদক ভিয়েত ব্যানার্জি তাঁর বক্তব্যে   মোদি সরকারের বিভ্রান্তিমূলক ও ছলনাময় আচরণ এবং সেনাবহিনীর  মধ্যে আঞ্চলিকতার ধূঁয়ো তুলে বিভেদের রাজনীতির বিরোধীতা করেন । চিনা দ্রব্য বয়কটের নামে খুচরো ব্যবসায়ীদের ওপর হামলার আশঙ্কা ব্যক্ত করে , মানুষকে এই কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় ।শান্তনু বসু  কল্যাণ সেন ও সুদর্শন বসু সভায় উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন ।

তেলিনিপাড়ায় সি পি আই এম এল এর পরিদর্শন টিম

নিজস্ব প্রতিনিধি: ১০ এবং ১২ মে'র তেলিনিপাড়ার  দাঙ্গার পর থেকেই ওদের ঠিকানা ফয়েজ আহমেদ ফয়েজ হাই স্কুল আর হাজি মহম্মদ মহসিন প্রাইমারি স্কুল । ওদের সবার বাড়ি পুড়েছে , তার সাথে সাথে সবকিছু পুড়েছে । এক জামা কাপড়ে দিন কাটাতে হচ্ছে , মহিলা পুরুষ , কিশোর কিশোরী , শিশু সবাইকে ।  মুখ্যমন্ত্রীর বাড়ির পুনঃনির্মাণ এর ঘোষণা করেছেন , কিন্ত প্রকৃত পক্ষে পুড়ে যাওয়া বাড়ির লোক পেয়েছেন ৮০০০ টাকা , আর শুধু  ভাংচুর হয়েছে যাদের তাঁরা পেয়েছেন ৪০০০ টাকা , যা দিয়ে প্রকৃতপক্ষে বাড়ি মেরামতির  কিছু হওয়া সম্ভব নয় ।  অনেকে এলাকা ছেড়ে চলে গেছেন নিরাপত্তার অভাবে , ওরা নাকি আর ফিরবে না । সংখ্যালঘু মানুষদের উৎখাত  করা , প্রান্তে ঠেলে দেওয়ার খেলা খেলছে বিজেপি । আজ  ছাত্র সংগঠন আইসা (aisa) এবং সারা ভারত জনমোর্চা  (aipf) -র পক্ষ থেকে আবার যাওয়া হয়েছিল আক্রান্ত সংখ্যালঘু মানুষদের কাছে । আজ মূলত মহিলাদের জন্য শাড়ি ও চুড়িদার , শিশুদের জন্য পোষাক এবং বয়স্ক পুরুষদের জন্য অল্প কিছু বস্ত্র নিয়ে যাওয়া হয় , মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীর এডমিট ও রেজিষ্ট্রেশন সার্টিফিকেট পুড়ে গেছে , কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যা

রক্ত সংকট মেটাতে শিবিরের আয়োজন চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটির

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মকালে রক্তের সংকট প্রকট হয়। তারওপর বর্তমান করোনা সংকট আরও প্রবল। সেই সংকট কিছুটা হলেও কমানোর জন্য রক্তদান শিবিরের আয়োজন চিনসুরা ধরমপুর ওয়েলফেয়ার সোসাইটির। ধরমপুর রবীন্দ্র শিক্ষায়তন স্কুলে মোট ৪০ জন রক্তদান করেন।  সংগঠনের পক্ষে সুদেব রায় বলেন- প্রতি বছর আমরা এই উদ্যোগ নিয়ে থাকি, এবছর বিশেষ সতর্কতা সহ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমপানে নিহত মানুষদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

চারশো নয় চার লক্ষ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের লক্ষ্য : হুজুগে ফ্রেন্ডস

সংবাদ একনজরে: কোরোনা ভাইরাসের প্রভাবে লকডাউন, কর্মহারা বহু মানুষ। তারপর আবার  আম্ফান। সম্প্রতি এই আম্ফানে বিধস্ত হুগলী জেলা। একাধিক মানুষ খাদ্য বাসস্থান হারিয়েছে, রাজ্য জুড়ে বহু গাছ উপরে গেছে। নষ্ট প্রাকৃতিক ভারসাম্য। যত ঝড়ঝাপ্টাই বয়ে যাক না কেন, এই অবস্থায় ঘরে বসে থাকেননি "হুজুগে" ছেলে মেয়ে গুলো।  ঝড়বৃষ্টি মাথায় নিয়েই মানুষের পাশে এসে দাঁড়িয়েছে এরা। চুঁচুড়া,চন্দননগর, মানকুন্ডু সহ সন্নিহিত অঞ্চল গুলিতে প্রায় ৪০০ জনকে খাদ্য সামগ্রী ও জামাকাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছে এরা। "হুজুগে ফ্রেন্ডস" নামক এই গোষ্ঠী মূলত ছাত্রছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে। এদের অধিকাংশই কেউ কলেজ তো কেউ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী।  শহরের বুকে যুব সমাজের এই ভূমিকা দেখে সত্যিই সাধুবাদ জানিয়েছেন শহরবাসী থেকে নেটিজেনরা অনেকেই। এবিষয়ে "হুজুগে ফ্রেন্ডস" এর এক সদস্য বলেন, আমরা বেশ কয়েকজন বন্ধু মিলে এই উদ্যোগ গ্রহণ করেছে, পরবর্তীতে বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের লক্ষ্য " মানুষের পাশে থাকার", শুধু এই লকডাউন বা আম্ফান বলে নয়, আগামী দিন গুলোতে আমরা একই উদ্যমে কাজ চা

বিশ্ব পরিবেশ দিবসে ১০০ গাছ দিয়ে সুস্থ প্রকৃতির ডাক সন্দীপ রুদ্র- র

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি আম্ফানে বিধস্ত হুগলী জেলা। একাধিক গাছ পড়ে নষ্ট প্রাকৃতিক ভারসাম্য। সমাজসেবী সন্দীপ রুদ্র এই পরিস্থিতিতে ঘোষণা করেন নিজ উদ্যোগে ১০০ গাছ এলাকার মানুষের হাতে তুলে দেবেন যাতে ফিরিয়ে আনা যায় প্রকৃতির এই অবস্থা কে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিশ্ব পরিবেশ দিবসে তিনি তুলে দেন গাছ।  পথ চলতি মানুষ,পৌর প্রতিনিধি, পুলিশ কর্মচারী থেকে শুরু করে চায়ের দোকানের মালিক, টো টো চালক বন্ধু সবার হাতে তুলে দেওয়া হয় গাছ। সন্দীপ বাবু বলেন- প্রকৃতি বাঁচানো আমাদের কাজ, আমাদের ই এগিয়ে আসতে হবে , আবার প্রাণ ফেরাতে হবে এই পৃথিবীর।

চুঁচুড়া - ধর্মতলা বাস চালু, পরিবহনে নতুন গতি

নিজস্ব প্রতিনিধি:  আজ চুঁচুড়া ঘড়িরমোড় থেকে ধর্মতলা L 20 বাসস্ট্যান্ড পর্যন্ত বাস পরিষেবার শুভারম্ভ হলো বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর গোদালা কিরণ কুমার , ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়াই রত্নাকর রাও বিধায়ক অসিত মজুমদার।  বাসের সর্বনিম্ন ভাড়া ৯ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা, চুঁচুড়া থেকে  বাস ছাড়ার সময় সকাল ৭:৩০ মিনিট  ও  ৮:৩০ মিনিট ও ধর্মতলা L 20 বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় বিকাল ৫:৩০ মিনিট ও ৬:৩০ মিনিট। এ প্রসঙ্গে বিধায়াক অসিত মজুমদার বলেন যাত্রী দের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করা হলো, আসা করি অনেক মানুষ এতে  উপকৃত হবেন।

একাধিক দাবিতে ট্রেড ইউনিয়নগুলির প্রতিবাদ কর্মসূচী চুঁচুড়ায়

নিজস্ব প্রতিনিধি:  শ্রম আইন সংশোধন , ১২ ঘন্টার কাজকে ফিরিয়ে আনা ,বিরাষ্ট্রীয়করণ -বেসরকারিকরণ , পরিযায়ী সহ অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবিতে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ২৭ মে' র প্রতিবাদ  কর্মসূচী চুঁচুড়ায় পৌরসভার পিপুলপাতি এবং ঘড়ির মোড়ে এবং কোদালিয়া পঞ্চায়েতের হুগলি মোড়ে অনুষ্ঠিত হয় ।  সিটু(CITU) , ইউ টি ইউ সি , টি ইউ সি সি এবং এ আই সি সি টি ইউর অন্তর্গত শ্রমিকেরা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন । লাল ঝান্ডা এবং পোস্টারে  দাবিগুলো তুলে ধরে শ্রমিকেরা দূরত্ব বজায় রেখে অবস্থানে সামিল হন এবং স্লোগানে  গলা মেলান । এই প্রতিবাদ কর্মসূচীতে বক্তব্য রাখেন সিটুর পক্ষ থেকে মলয় সরকার ও মনোদীপ ঘোষ , টি ইউ সি সি সির পক্ষে সুনীল সাহা , ইউ টি ইউ সির কিশোর সিং , এ আই সি সি টি ইউর পক্ষে ভিয়েত ব্যানার্জি এবং কল্যাণ সেন ।  নির্মাণ শ্রমিক সহ , পরিবহন শ্রমিকেরা যেমন এই কর্মসূচীতে অংশগ্রহণ করেছিলেন তেমনই ব্যাঙ্ক কর্মচারী , শিক্ষক সহ  সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকের প্রতিবাদী কর্মসূচীতে অংশনেন । দীর্ঘ দিনের বাম আন্দোলনের নেতা বর্ষীয়ান সনৎ রায়চৌধুরী  আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন ।