Skip to main content

নিহত সেনাদের স্মরণে রাস্তায় সি পি আই এম এল

জনবার্তা: লাদাখের গালওয়ানে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হুগলির চার্চের মোড়ে সি পি আই এম এলের পক্ষ থেকে কর্মসূচী পালিত হয় । নিহতদের স্মরণে নীরবতা পালন ও কালোব্যাজ ধারণ করেন উপস্থিত মানুষেরা । 


 এরই  পাশাপাশি চুঁচুড়া লোকাল কমিটির সম্পাদক ভিয়েত ব্যানার্জি তাঁর বক্তব্যে   মোদি সরকারের বিভ্রান্তিমূলক ও ছলনাময় আচরণ এবং সেনাবহিনীর  মধ্যে আঞ্চলিকতার ধূঁয়ো তুলে বিভেদের রাজনীতির বিরোধীতা করেন । চিনা দ্রব্য বয়কটের নামে খুচরো ব্যবসায়ীদের ওপর হামলার আশঙ্কা ব্যক্ত করে , মানুষকে এই কঠিন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানানো হয় ।শান্তনু বসু  কল্যাণ সেন ও সুদর্শন বসু সভায় উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন ।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।