Skip to main content

চুঁচুড়া - ধর্মতলা বাস চালু, পরিবহনে নতুন গতি


নিজস্ব প্রতিনিধি: আজ চুঁচুড়া ঘড়িরমোড় থেকে ধর্মতলা L 20 বাসস্ট্যান্ড পর্যন্ত বাস পরিষেবার শুভারম্ভ হলো বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ডক্টর গোদালা কিরণ কুমার , ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওয়াই রত্নাকর রাও বিধায়ক অসিত মজুমদার।

 বাসের সর্বনিম্ন ভাড়া ৯ টাকা ও সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা, চুঁচুড়া থেকে  বাস ছাড়ার সময় সকাল ৭:৩০ মিনিট  ও  ৮:৩০ মিনিট ও ধর্মতলা L 20 বাস স্ট্যান্ড থেকে ছাড়ার সময় বিকাল ৫:৩০ মিনিট ও ৬:৩০ মিনিট। এ প্রসঙ্গে বিধায়াক অসিত মজুমদার বলেন যাত্রী দের কথা মাথায় রেখে এই পরিষেবা চালু করা হলো, আসা করি অনেক মানুষ এতে  উপকৃত হবেন।

Comments

  1. কলকাতাগামী মানুষদের উপকার হবে ! কিন্তু আমার অন্য একটি প্রশ্ন , physical distancing কি উঠে গেছে ? মাননীয় জন প্রতিনিধি থেকে জেলার সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তির উপস্থিতিতেই এই অবস্থা ! না ,করোনা নিয়ে কোন আশা দেখছি না !!

    ReplyDelete

Post a Comment

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।