Skip to main content

বিশ্ব পরিবেশ দিবসে ১০০ গাছ দিয়ে সুস্থ প্রকৃতির ডাক সন্দীপ রুদ্র- র



নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি আম্ফানে বিধস্ত হুগলী জেলা। একাধিক গাছ পড়ে নষ্ট প্রাকৃতিক ভারসাম্য। সমাজসেবী সন্দীপ রুদ্র এই পরিস্থিতিতে ঘোষণা করেন নিজ উদ্যোগে ১০০ গাছ এলাকার মানুষের হাতে তুলে দেবেন যাতে ফিরিয়ে আনা যায় প্রকৃতির এই অবস্থা কে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বিশ্ব পরিবেশ দিবসে তিনি তুলে দেন গাছ। 

পথ চলতি মানুষ,পৌর প্রতিনিধি, পুলিশ কর্মচারী থেকে শুরু করে চায়ের দোকানের মালিক, টো টো চালক বন্ধু সবার হাতে তুলে দেওয়া হয় গাছ। সন্দীপ বাবু বলেন- প্রকৃতি বাঁচানো আমাদের কাজ, আমাদের ই এগিয়ে আসতে হবে , আবার প্রাণ ফেরাতে হবে এই পৃথিবীর।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।