Skip to main content

Posts

বর্ষাকে আহবান জানিয়ে চুঁচুড়া আরোগ্য'র "পান্তা উৎসব"

রাজেশ মন্ডল, হুগলী : বর্তমানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বললে বোধহয় ভুল বলা হবে বরং বলা যেতে পারে তেরশো পার্বণ। এই শুষ্ক গদ্যময় বাঙালির জীবনে উৎসব যেখানে বাঙালিও সেখানে। এমনই এক বেশ অপরিচিত রীতিকে নজরে রেখে বিগত নয় বছর ধরে "পান্তা উৎসব" করে আসছে চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া কারবালার আরোগ্য ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয় আজ দুপুরে। ADVERTISEMENT বর্ষাকে আহ্বান জানানো হয় এই উৎসবের মধ্যে দিয়ে, এখানে মানুষের দৃঢ় বিশ্বাস এই পান্তা উৎসব হওয়ার পরেই বর্ষা'র শুরু হবে। তপ্ত গরম থেকে মানুষকে রেহাই দেবার জন্য এই পান্তা উৎসব বলে জানান, চুঁচুড়া আরোগ্যের কর্নধার ইন্দ্রজিৎ দত্ত। আজকের  পান্তার উৎসবের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ-পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এছাড়াও এলাকার বহু মানুষের ভিড় জমান এই উৎসবে। এই প্রসঙ্গে পৌরপ্রধান গৌরিকান্ত বাবু ও ইন্দ্রজিৎ দত্ত বলেন ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHU

চুঁচুড়া "তোলা ফটক" এর অজানা কথা, আদতে কি ছিল চুঁচুড়ার তোলাফটক অঞ্চল ? কেন এই নাম ? জানতে হলে দেখুন

ফাইল ঘেঁটে : পর্ব ১  "তোলা ফটক" স্তম্ভের বর্তমান ছবি" শুভদীপ দে, এবং অধ্যায় :  পর্তুগীজ বণিক চুঁচুড়া শহরের পা দিয়েছিলেন ১৫৭৯ সালে। তাহলে তার আগে কি চুঁচুড়ার অস্তিত্ব ছিল না ? অবশ্যই ছিল। চুঁচুড়া তখন ছিল ভুরশুঁট পরগনার অন্যতম বন্দর। ভুঁড়শুট পরগণা প্রাচীন বাংলার একটি অঞ্চল। বর্তমান হাওড়া ও হুগলি জেলার বৃহত্তর। অংশ জুড়ে ছিল এর অবস্থান। পর্তুগিজরা ঠিক চুঁচুড়া শহরে পা দেয়নি, তারা পা দিয়েছিল গুল্ম শহরে। এই গুল্ম শহরই পরবর্তীকালে হুগলী নামে পরিবর্তিত হয়। পর্তুগীজদের সাথে তৎকালীন মোগল সম্রাট শাহজাহানের বিরোধ বাধে। তিনি বিশাল সৈন্য পাঠিয়ে পর্তুগীজ দমন করেন, সেই সাথে উদারতার পরিচয় দেন। পর্তুগিজ বণিকদের জন্য গঙ্গাতীরে বিশাল একখণ্ড জমি দেন । গির্জা নির্মাণের জন্য। বর্তমানে এটি ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। পর্তুগীজদের পরপরই ডাচ বণিকরা আস্তানা গড়ে তোলেন এই অঞ্চলে। চুঁচুড়া শহরের মূলত ডাচ আধিপত্যই ছিল। ডাচেরা একটি গুস্তেভাস বা দুর্গ নির্মাণ করেন চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী অঞ্চলে। বর্তমানে তা বিলীন। তবে প্রাচীন বেশ কিছু নথিপত্রে আমরা তার প্রকাশ পাই। আজও চুঁচুড়ার এ

জিরাট আদি বারোয়ারির খুঁটি পুজোর মধ্যে দুর্গা পুজোর সূচনা

জিরাট আদি বারোয়ারির খুঁটি পুজোর মধ্যে দুর্গা পুজোর সূচনা  রাজেশ মন্ডল, হুগলী : এবছর হুগলি জেলার জিরাটের দূর্গাপুজো কোলকাতার সঙ্গে টেক্কা দেবে এমন টাই বলছে পুজো কমিটি থেকে সাধারণ মানুষ। আজ সকালে আদি বারোয়ারি দূর্গা পুজো কমিটির খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেলো। এবছর ৬৮ তম বছরে ক্রিস্টাল পাথর দিয়ে নারায়ন মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করা হবে।  থাকবে কৃষ্ণনগরের ঠাকুর। আর প্রতিদিন সন্ধ্যায় থাকছে সমাজসেবা মূলক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ পুজোতে এলাকার পুরুষ থেকে মহিলারা সকলে উপস্থিত ছিলেন। এবছর তাদের বাজেট ২৬ লাখ টাকা বলে জানা যায়। এই বিষয়ে কমিটির এক সদস্য বলেন ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

ইচ্ছেডানা'র উদ্যোগে চুঁচুড়া'য় ওয়ার্ল্ড মিউজিক ডে উদযাপন

অর্নব চক্রবর্তী, হুগলী : আজ ২১শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে চুঁচুড়া'র ইচ্ছেডানা গ্রূপের আয়োজনে হুগলী ওমেন্স কলেজে অনুষ্ঠিত হলো এক সঙ্গীত সন্ধ্যার। উক্ত অনুষ্ঠানে বহু সদ্য তৈরী হওয়া বাংলা ব্যান্ডকে পারফরম্যান্স করতে দেখা যায়। এছাড়াও সুদীপ  বিশ্বাস  মঞ্চে সরাসরি ছবিও আঁকেন। বহু উচ্ছ্বাসের সঙ্গে দর্শক আসনে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভিড় বেশ দেখার মতো ছিল। ADVERTISEMENT "মহীনের ঘোড়াগুলি" দিয়ে বাংলা ব্যান্ডের পথ চলা শুরু বলা যেতে পারে, তবে এরপর বহু ব্যান্ড এসেছে কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী নয়। সেই জায়গায় দাঁড়িয়ে শহর চুঁচুড়া'র বুকে বাংলা ব্যান্ডের আয়োজনে এই ধরনের অনুষ্ঠানকে কুর্ণিশ জানিয়েছেন দর্শকরা। এই প্রসঙ্গে মানস পাল বলেন ।। দেখুন ভিডিও ।। ADVERTISEMENT একনজরে হুগলী চুঁচুড়া নিবেদন করছে... OFFICIAL BLOGPOST OF EKNOJORE HOOGHLY CHUCHURA

HDSA এর উদ্যোগে জেলাশাসকের বিদায় সংবর্ধনা

রাজেশ মন্ডল, হুগলী :  হুগলী ডিস্ট্রিক্ট স্পোর্টস এ্যসোসিয়েশন(HDSA) এর উদ্যোগে বিদায় সংবর্ধনা জানানো হলো এ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট  হুগলীর জেলা শাসক সঞ্জয় বনসল কে। হুগলী জেলার জেলাশাসক পদে দীর্ঘদিন কার্যভার পালন করেন সঞ্জয় বাবু। বর্তমানে তাঁর পদোন্নতির ফলে সচিব পদে নিয়োগ হয়েছেন তিনি।  ছবি : রাজেশ মন্ডল HDSA এর উদ্যোগে তাঁকে আজ বিকালে চুঁচুড়া'র ইস্টার্ন গ্রাউন্ডে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষি ও বিপণন মন্ত্রী তপন দাসগুপ্ত, জেলার অতিরিক্ত জেলাশাসক প্রদীপ মজুমদার, চুঁচুড়া'র বিধায়ক অসিত মজুমদার,  ছবি : রাজেশ মন্ডল হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন জেলা জজ অনন্ত ব্যানার্জী, CIC পার্থ সাহা ও তনুময় বসু সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। ADVERTISEMENT ক্লাবের মহিলা সদস্যরা জেলাশাসকের প্রবেশকালে তাঁকে ফুল ও শঙ্খ বাজিয়ে স্বাগত জানান। এছাড়াও ক্লাবের ক্ষুদে ক্ষুদে খেলোয়াড়রা দর্শক আসন ভরিয়ে তোলে। আগামী দিনে সঞ্জয়বাবু'র কর্মজীবন আরও সুখময় হোক এই কামনা করে HDSA ।। দেখুন ভিডিও ।।

যাযাবর - এর উদ্যোগে অনাথ শিশুদের খাবার ও পড়াশোনা সামগ্রী বিতরণ

ছবি : "যাযাবর" এর সৌজন্যে ডেস্ক : গত ১৭ই জুন রবিবার সকালে অদিসপ্তগ্রাম বিবেকানন্দ অনাথ আশ্রমে খাবার ও পড়াশোনার সামগ্রী প্রদান করলো চন্দননগরের "যাযাবর"। যাযাবর একটি সদ্য গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থা। একালের যুবক যুবতীদের মিলত প্রচেষ্টায় ও কিছুটা বলা যেতে পারে পকেট মানির অর্থে গড়ে উঠেছে যাযাবর। এর আগেও তাঁরা নানান সামাজিক কর্মসূচি করেন। তবে এটা যেন বিশেষ নজর কেড়েছে মানুষের। ADVERTISEMENT  এদিন ছোটো ছোট অনাথ শিশুদের হাতে হাতে সামর্থ খাবার ও পড়াশোনার সামগ্রীর পাশাপাশি তারা পাঠগ্রহনের জায়গার জন্য কিছু আলোর ও কিছু গল্পের বই ও অর্থ তুলে দেয়। এই প্রসঙ্গে যাযাবরের এক সদস্য জানান, "এই সমস্ত রকম কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রিয়দর্শিণী, তমালি মুখোপাধ্যায়ের মতো মানুষ আর তাছাড়া যাযাবরের সমস্ত সদস্যের এই সহযোগিতার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। ছবি : "যাযাবর" এর সৌজন্যে  আর যাযাবর কমিটি র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই চন্দ্রানী সিংহ মহাশয়াকে। আগামীদিনে আমরা আরও সামাজিক কর্মসূচী গ্রহণ করার অঙ্গীকার বদ্ধ হয়েছি।"  যাযাবরের এই কর্