অর্নব চক্রবর্তী, হুগলী : আজ ২১শে জুন ওয়ার্ল্ড মিউজিক ডে উপলক্ষে চুঁচুড়া'র ইচ্ছেডানা গ্রূপের আয়োজনে হুগলী ওমেন্স কলেজে অনুষ্ঠিত হলো এক সঙ্গীত সন্ধ্যার। উক্ত অনুষ্ঠানে বহু সদ্য তৈরী হওয়া বাংলা ব্যান্ডকে পারফরম্যান্স করতে দেখা যায়। এছাড়াও সুদীপ বিশ্বাস মঞ্চে সরাসরি ছবিও আঁকেন। বহু উচ্ছ্বাসের সঙ্গে দর্শক আসনে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভিড় বেশ দেখার মতো ছিল।
ADVERTISEMENT |
"মহীনের ঘোড়াগুলি" দিয়ে বাংলা ব্যান্ডের পথ চলা শুরু বলা যেতে পারে, তবে এরপর বহু ব্যান্ড এসেছে কিন্তু কোনোটাই দীর্ঘস্থায়ী নয়। সেই জায়গায় দাঁড়িয়ে শহর চুঁচুড়া'র বুকে বাংলা ব্যান্ডের আয়োজনে এই ধরনের অনুষ্ঠানকে কুর্ণিশ জানিয়েছেন দর্শকরা। এই প্রসঙ্গে মানস পাল বলেন ।। দেখুন ভিডিও ।।
Comments
Post a Comment