রাজেশ মন্ডল, হুগলী : বর্তমানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বললে বোধহয় ভুল বলা হবে বরং বলা যেতে পারে তেরশো পার্বণ। এই শুষ্ক গদ্যময় বাঙালির জীবনে উৎসব যেখানে বাঙালিও সেখানে। এমনই এক বেশ অপরিচিত রীতিকে নজরে রেখে বিগত নয় বছর ধরে "পান্তা উৎসব" করে আসছে চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া কারবালার আরোগ্য ভবনে এই উৎসব অনুষ্ঠিত হয় আজ দুপুরে।
ADVERTISEMENT |
বর্ষাকে আহ্বান জানানো হয় এই উৎসবের মধ্যে দিয়ে, এখানে মানুষের দৃঢ় বিশ্বাস এই পান্তা উৎসব হওয়ার পরেই বর্ষা'র শুরু হবে। তপ্ত গরম থেকে মানুষকে রেহাই দেবার জন্য এই পান্তা উৎসব বলে জানান, চুঁচুড়া আরোগ্যের কর্নধার ইন্দ্রজিৎ দত্ত। আজকের পান্তার উৎসবের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরিকান্ত মূখার্জী, উপ-পৌরপ্রধান অমিত রায় সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। এছাড়াও এলাকার বহু মানুষের ভিড় জমান এই উৎসবে। এই প্রসঙ্গে পৌরপ্রধান গৌরিকান্ত বাবু ও ইন্দ্রজিৎ দত্ত বলেন ।। দেখুন ভিডিও ।।
Comments
Post a Comment