![]() |
ছবি : "যাযাবর" এর সৌজন্যে |
ডেস্ক : গত ১৭ই জুন রবিবার সকালে অদিসপ্তগ্রাম বিবেকানন্দ অনাথ আশ্রমে খাবার ও পড়াশোনার সামগ্রী প্রদান করলো চন্দননগরের "যাযাবর"। যাযাবর একটি সদ্য গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংস্থা। একালের যুবক যুবতীদের মিলত প্রচেষ্টায় ও কিছুটা বলা যেতে পারে পকেট মানির অর্থে গড়ে উঠেছে যাযাবর। এর আগেও তাঁরা নানান সামাজিক কর্মসূচি করেন। তবে এটা যেন বিশেষ নজর কেড়েছে মানুষের।
![]() |
ADVERTISEMENT |
এদিন ছোটো ছোট অনাথ শিশুদের হাতে হাতে সামর্থ খাবার ও পড়াশোনার সামগ্রীর পাশাপাশি তারা পাঠগ্রহনের জায়গার জন্য কিছু আলোর ও কিছু গল্পের বই ও অর্থ তুলে দেয়। এই প্রসঙ্গে যাযাবরের এক সদস্য জানান, "এই সমস্ত রকম কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রিয়দর্শিণী, তমালি মুখোপাধ্যায়ের মতো মানুষ আর তাছাড়া যাযাবরের সমস্ত সদস্যের এই সহযোগিতার জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।
![]() |
ছবি : "যাযাবর" এর সৌজন্যে |
আর যাযাবর কমিটি র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই চন্দ্রানী সিংহ মহাশয়াকে। আগামীদিনে আমরা আরও সামাজিক কর্মসূচী গ্রহণ করার অঙ্গীকার বদ্ধ হয়েছি।" যাযাবরের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়েছেন চন্দননগর পৌরনিগমের মেয়র রাম চক্রবর্তী।।
ADVERTISEMENT
Comments
Post a Comment