চারুপাঠ প্রকাশনীর প্রকাশনায় নাট্যকার কালিদাস হালদারের "সমাজ দর্পণ" এর মোড়ক উন্মোচন - Janobarta Digital
জনবার্তা ডিজিটাল : নাট্যকার কালিদাস হালদারের সাতটি মজার নাটক নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল 'সমাজ দর্পণ'। আজ সন্ধ্যায় স্থানীয় বইয়ের ঠেক 'বিদ্যার্থী ভবনে' আনুষ্ঠানিক প্রচার শুরু হল। বিদ্যার্থী ভবনের কর্ণধার পিনাকী বিশ্বাস, কবি অভিষেক মুখোপাধ্যায় ও লেখক এর উপস্থিতিতেই আজ মোড়ক উন্মোচন করা হলো।
চারুপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির ভূমিকা লিখেছেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক প্রশান্ত ভট্টাচার্য।
সমাজ দর্পণ/চারুপাঠ প্রকাশনী/মূল্য- ২০০/-
বই পাওয়া যাচ্ছে : চুঁচুড়া খাদিনামোড় বিদ্যার্থী ভবন। কলেজ স্ট্রীট, কলকাতা। এবং অনলাইন লিংক - https://www.boichoi.com/somaj_darpon



Comments
Post a Comment