"খবরে বাংলা" সৌতিক চক্রবর্তী: স্বামী বিবেকানন্দ, এই নামটা শুনলে যে শব্দটা প্রথম মাথায় আসে তা হলো 'শ্রদ্ধা'। কিন্তু বীরভূমের মহম্মদ বাজারে ঘটল একটু অন্য দৃশ্য। বীরভূম মহম্মদ বাজার সংলগ্ন এলাকায় স্বামী বিবেকানন্দের মূর্তি ভেঙে, মূর্তিকে লক্ষ্য করে ইঁট ছুঁড়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। ঘটনাটি বীরভূমে মহম্মদবাজারের চড়িচা গ্রামের। #মহম্মদবাজার, বীরভূম: স্বামী বিবেকানন্দের প্রায় দশফুট লম্বা মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে, মুখের রঙ ঘষে তুলে দেওয়া হয়েছে এমনকি মাথায় ইঁট ছুঁড়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। কে বা কারা এই কাজ করেছে সে বিষয় এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূমে মহম্মদবাজারে চড়িচা গ্রামে রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি বেদির উপর প্রায় দশ ফুটের স্বামী বিবেকানন্দের এই স্ট্যাচু রয়েছে দীর্ঘদিন ধরেই। ২০১৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিল শেওড়াকুরি বিবেকানন্দ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। এই স্ট্যাচুর শিল্পী হলেন হুমায়ুন কবির। স্থানীয় রাসপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, আজ সকালে যখন