জনবার্তা প্রতিবেদন: চুঁচুড়ার বনেদী বাড়ির ইতিহাস সুপ্রাচীন। বেশকিছু বনেদী বাড়িতে একশো বছর বা তার বেশিদিন ধরে পুজো হয়ে আসছে। চুঁচুড়ার শীল বাড়ি শহরের বনেদী মানচিত্রের ধরাক ও বাহক। ১৭৬৩ সালে নীলাম্বর শীল নামের এক ধনী প্রভাবশালী ব্যবসায়ীর প্রচেষ্টায় গড়ে ওঠে চুঁচুড়া শীল বাড়ি। ১৮০৩ সালে তৈরি হয় দুর্গা দালান। আজও এই বাড়ি বনেদিয়ানার ছাপ ধরা পড়েছে। বর্তমান প্রজন্ম এখনও শতাব্দী প্রাচীন পুজোর ধারাকে বহন করে চলেছে। এ প্রসঙ্গে শীল বাড়ির সদস্য সৈকত শীল জানলেন.....দেখুন ভিডিও....
বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ...
Comments
Post a Comment