Skip to main content

হুগলীর কেওটায় ব্যাঙ্ক জালিয়াতি, ফ্রড চেকে উধাও এক লক্ষেরও বেশি টাকা

রাজেশ মন্ডল: চেক রয়েগেছে বাড়িতে অথচ সেই চেক ভাঙিয়ে ৫ লাখ টাকা তুলে নিল জালিয়াত।ব্যাঙ্কে পাশবই আপডেট করাতে গিয়ে জানতে পারেন প্রাক্তন পুলিশ কর্মী গোপাল চন্দ্র দাস। ব্যাঙ্ক ও থানায় অভিযোগ জানিয়েছেন গ্রাহক।


চুঁচুড়া লাটবাগান ইউ বি আই ব্যাঙ্কে সেভিংস এ্যাকাউন্ট রয়েছে সাহাগঞ্জ ঝাঁপপুকুরের বাসিন্দা গোপাল চন্দ্র দাসের।তার চেক বই তার কাছেই রয়েছে অথচ ১৮০৯৯৭ ও ১৮০৯৯৮ নম্বরের দুটি চেক জাল করে গত ১৩ই জুলাই ৩ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা তোলা হয় এবং ১৭ই জুলাই তোলা হয় ১ লাখ ১০ হাজার টাকা।চলতি মাসের ২১ তারিখে চিকিৎসার জন্য টাকা তুলতে গিয়ে গোপাল বাবু জানতে পারেন তার এ্যাকাউন্টে টাকা নেই।দুটি চেক ভাঙিয়ে টাকা তুলে নেওয়া হয়েছে।কাউকে কোনো ক্যানসেল চেকও দেন নি,২০ পাতার গোটা চেক বইটাই তার কাছে ধরা রয়েছে।অথচ সেই চেক ভাঙিয়ে কি ভাবে উঠে গেল টাকা বুঝে উঠতে পারছেন না অবসরপ্রাপ্ত পুলিশ কর্মি গোপাল বাবু।ব্যাঙ্ক ও চুঁচুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এমন এক অবস্থায় চুঁচুড়া আরোগ্যের কর্নধার ইন্দ্রজিৎ দত্ত পাশে দাঁড়ান এই ব্যক্তির। পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্দ্রজিৎ বাবু তাঁর পাশে থাকার আশ্বাস দেন।।

Comments

ঝলকে ৫

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।