রাজেশ মন্ডল, হুগলী: গত কয়েক সপ্তাহ জুড়ে টানা ১২দিন বৃষ্টির কারণে কেরালা'য় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কারণে মৃত্যুর পরিমাণ গিয়ে পৌঁছেছে প্রায় ৪০০ -র কাছাকাছি। সেই সকল বন্যা বিদ্ধস্ত মানুষদের প্রাণরক্ষা ও কেরলে বন্যার জল নেমে যাতে স্বাভাবিক জনজীবনে ফিরে যাওয়া যায় তার প্রার্থনায় আজ পথে নামে চুঁচুড়া কনকশালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকের এই কর্মসূচীতে পা মেলান হুগলী চুঁচুড়া পুরোসভার CIC পূর্ত দপ্তর গোবিন্দ দাসগুপ্ত। এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষক পার্থ প্রতিম দত্ত বলেন, দেখুন ভিডিও..।।
সংবাদ একনজরে প্রতিবেদন : মহারাষ্ট্রে শিন্ডে-ফড়নবিশ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের কয়েক ঘণ্টা বাকি। তার আগে মুখ্যমন্ত্রীর ভাইপোকে গ্রেফতার প্রসঙ্গে তোলপাড় মহারাষ্ট্র। জানা যাচ্ছে জুয়া খেলার সময় গ্রেফতার মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ভাইপো মহেশ শিন্ডে। মীরারডের জিসিসি ক্লাবের একটি জায়গায় জুয়া খেলছিলেন মহেশ শিন্ডে। সেই সময় পুলিশ ক্লাবটিতে অভিযান চালায় এবং ১০ জনকে আটক করে। এই তথ্য সামনে আসতেই তোলপাড় শুরু হয়েছে।
Comments
Post a Comment