রাজেশ মন্ডল, হুগলী: গত কয়েক সপ্তাহ জুড়ে টানা ১২দিন বৃষ্টির কারণে কেরালা'য় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যার কারণে মৃত্যুর পরিমাণ গিয়ে পৌঁছেছে প্রায় ৪০০ -র কাছাকাছি। সেই সকল বন্যা বিদ্ধস্ত মানুষদের প্রাণরক্ষা ও কেরলে বন্যার জল নেমে যাতে স্বাভাবিক জনজীবনে ফিরে যাওয়া যায় তার প্রার্থনায় আজ পথে নামে চুঁচুড়া কনকশালী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজকের এই কর্মসূচীতে পা মেলান হুগলী চুঁচুড়া পুরোসভার CIC পূর্ত দপ্তর গোবিন্দ দাসগুপ্ত। এই প্রসঙ্গে বিদ্যালয়ের এক শিক্ষক পার্থ প্রতিম দত্ত বলেন, দেখুন ভিডিও..।।
একনজরে প্রতিবেদন: প্রথম দিনেই উন্মাদনা তুঙ্গে উঠলো ১৭ তম হুগলী চুঁচুড়া বইমেলার। শনিবার সন্ধ্যা নামতেই লোকের ভিড় লক্ষ্য করা গেল বইমেলা প্রাঙ্গণে। বই নেড়েচেড়ে দেখা সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আড্ডার মেজাজে জমে উঠল হুগলি চুঁচুড়া বইমেলা। বই বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল প্রথম দিনেই সারা যথেষ্ট ভালো। লিটিল ম্যাগাজিনের টেবিল থেকেও ক্রেতাদের লিটিল ম্যাগাজিন কেনা যথেষ্ট আশাব্যঞ্জক। মেলা সম্পাদক গোপাল চাকি জানান প্রথম দিনেই এই উৎসাহ আগে কোন বছর দেখা যায়নি। আশা করছি আগামী দিনে বইমেলাকে মানুষ উজাড় করে দেবেন। ১৭ তম হুগলি চুঁচুড়া বইমেলা প্রসঙ্গে এবং অধ্যায় প্রকাশনীর ধীমান ব্রহ্মচারী জানান -










Comments
Post a Comment