Skip to main content

Posts

জলে ডুবে মৃত্যু ১৪ বছরের বালকের

  বন্দনা ভট্টাচার্য্য, হুগলী :- সকালে ফুটবল খেলতে গিয়ে জলে ডুবে মৃত‍্যু হল এক নাবালকের। ঘটনাটি ঘটেছে হুগলীর কোন্নগরে অ‍্যালকালি মাঠ সংলগ্ন পুকুরে। মৃত নাবালকের নাম অনিকেত সরকার। বয়স ১৪ বছর। বাড়ি কোন্নগর মাষ্টারপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডের ধ্রুবতারা ক্লাবের সামনে। অনিকেত কোন্নগর নবগ্রাম বিদ‍্যাপীঠের অষ্টম শ্রেণীর ছাত্র। কোন্নগর স্টেশনের পাশে একটা পানের দোকান চালায় অনেকেতের বাবা অলোক সরকার। আর মা অনিমা সরকার রান্নার কাজ করে। বাবা মায়ের একমাত্র সন্তান অনিকেত। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালে অ‍্যালকালি কোয়ার্টারের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যাবে বলে ভোরবেলা ৪.৩০ নাগাদ বাড়ি থেকে বের হয়। ৮ টা নাগাদ এক বন্ধুর মা এসে অনিকেতের বাড়িতে খবর দেয় অনিকেত জলে ডুবে গেছে। তৎক্ষনাৎ বাবা, মা সহ প্রতিবেশীরা এবং স্থানীয় ধ্রুবতারা ক্লাবের সদস‍্যরা ঘটনাস্থলে পৌছায়। উপস্থিত হয় ১৭নং ওয়ার্ডের পৌরপ্রতিনিধি অভিরুপ চক্রবর্তী ( সোনাই)। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় অ‍্যালকালি কোয়ার্টার এলাকার স্থানীয় ছেলেরা পুকুরে নেমে অনিকেতকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। খবর পেয়ে কোন্নগর টাউন আউট পোষ্টের পুলিশ ঘটনা

এসইউসিআই(কমিউনিস্ট) পার্টির ৭৭তম প্রতিষ্ঠা দিবসে সমাবেশ

  দীপঙ্কর মণ্ডল, সংবাদ একনজরে :চুঁচুড়া ঘড়ির মোড়, শ্রীরামপুর এবং নালিকুলে SUCI(C) এর ৭৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় সমাবেশের মধ্যে দিয়ে। চুঁচুড়ার সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অশোক সামন্ত, শ্রীরামপুরের সভায় বক্তব্য রাখেন রাজ্য কমিটির সদস্য শ্রমিক নেতা দিলীপ ভট্টাচার্য, হরিপালের সভায় বক্তব্য রাখেন কলকাতা জেলা কমিটির সদস্য এবং শ্রমিক নেতা শান্তি ঘোষ। এছাড়াও চুঁচুড়ায় হুগলি লোকসভার প্রার্থী পবন মজুমদার, শ্রীরামপুরে শ্রীরামপুর লোকসভার প্রার্থী প্রদ্যুৎ চৌধুরী এবং হরিপালে আরামবাগ লোকসভার প্রার্থী সুকান্ত পোড়েল বক্তব্য রাখেন।  ‌ ব্রিটিশের করারগারে অনুশীলন সমিতির ভলেন্টিয়ার, তেইশ বছরের সদ্য যুবক কমরেড শিবদাস ঘোষ উপলব্ধি করেছিলেন তৎকালীন ভারতে কমিউনিস্ট নাম নিয়ে চলা দলগুলি কমিউনিস্ট পার্টি হিসাবে গড়েই উঠতে পারেনি। তিনি গুটি কয়েক হাতেগোনা তরুণ স্বাধীনতা সংগ্রামীকে সঙ্গে নিয়ে একটা নতুন ধরনের পার্টি গড়ার স্বপ্ন নিয়ে এসইউসিআই (কমিউনিস্ট) গড়ে তুলেছিলেন। আজ গোটা ভারতবর্ষে পার্টির কাজ সম্প্রসারিত হয়েছে। পশ্চিমবঙ্গে ৪২ টি এবং গোটা ভারতবর্ষে ১৫১ টি আসনে এস ইউ সি আই (ক

চুঁচুড়া শহরে লিবারেশনের ডাকে 'বিজেপি হারাও' মিছিল

  একনজরে প্রতিবেদন: ২১ এপ্রিল রবিবার ছুটির দিনের সকালে জন জীবনের স্বাভাবিক ভিড়ের রাস্তায় পিপুলপাতি থেকে শুরু হয়ে হুগলি-চুঁচুড়া পৌরসভার দুই প্রান্ত ছুঁয়ে গেলো সিপিআই (এমএল) লিবারেশনের মিছিল। দেশ, সংবিধান, গণতন্ত্র ও নাগরিকত্ব বাঁচাতে, ইলেকটোরাল বন্ডের দুর্নীতি ও তজ্জনিত ওষুধের মূল্যবৃদ্ধি , বেকারত্ব, সরকারি সম্পত্তি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া, বিজেপির ধর্ষকদের পক্ষে দাঁড়ানোর চক্রান্তের প্রতিবাদে আসন্ন লোকসভা নির্বাচনে 'বিজেপিকে হারাও' ডাক দিয়ে এই মিছিলে অসংগঠিত শ্রমিক ও মহিলারা ছিলেন অগ্রণী ভূমিকায়। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার রাজ্য কমিটি সদস্য সজল অধিকারী, মুকুল কুমার সহ অন্যান্য নেতাকর্মীরা।

ভাবগম্ভীর পরিবেশে নেতাজীর জন্মদিবস পালন প্রবর্তক অপনালয়ে

  সংবাদ একনজরে প্রতিবেদন: নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস পালন করা হলো প্রবর্তক অপনালয়ে।অপনালয়ের ৩০ টি শিশু পতাকা উত্তোলন গান নাচ ও আবৃত্তির মাধ্যমে পালন করলো আজকের দিনটি।প্রবর্তক সংঘের সাথে নেতাজীর যোগ নিয়ে এক সুদীর্ঘ আলোচনা করেন সংঘের সম্পাদক প্রদীপ বন্দোপাধ্যায়।আজ সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠন জনস্বার্থ র পক্ষ থেকে সংঘের শিশুদের পড়ার সরঞ্জাম তুলে দেওয়া হয়।প্রদীপ বাবু বলেন শিশুদের মধ্যে নেতাজী চেতনা দিতে পারলেই আজকের দিনের স্বার্থকতা।

চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র প্রদর্শনী

একনজরে প্রতিবেদন: চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর আয়োজনে চুঁচুড়া বঙ্কিম ভবনে চলছে চিত্র প্রদর্শনী।২১ জন শিল্পীর মোট ৮৫ টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। আজ প্রদর্শনীতে আসেন প্রখ্যাত শিল্পী অমিত ভর। শিল্পী শ্যামল ভট্টাচার্য্য বলেন সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য।সারা বছর ধরে আমরা যে ফসল ফলাই তার নির্যাসটুকু এখানে দেবার চেষ্টা করি। সংগঠনের সম্পাদক শিল্পী সরকার রায় বলেন -

স্বপ্নের তরী সাজাচ্ছে প্রতাপপুর সর্বজনীন

  একনজরে প্রতিবেদন: চুঁচুড়ার অন্যতম প্রাচীন বারোয়ারিগুলির মধ্যে একটি হলো প্রতাপপুর সর্বজনীন। এ বছর প্রতাপপুর সর্বজনীন পা দিল ১০২ বছরে। এবারে তোদের থিম স্বপ্নের তরী।শিল্পী বিভাস দাসের ভাবনায় প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এই মন্ডপ। আলোকসজ্জায় মিন্টু দত্ত,প্রতিমা গড়ছেন সোনা টুলির বাপি পাল। আগামী পঞ্চমী থেকেই সেজে উঠবে মণ্ডপ। সমস্ত সরকারি নিয়ম মেনেই মন্ডপে প্রস্তুতি সারা হচ্ছে। বিশেষ সহযোগিতায়  থাকছেন সঞ্জীব সাহা, সৌম্যদীপ সরকার ও আশীষ সিংহ। এই বারোয়ারির প্রধান পৃষ্ঠপোষক হুগলী চুঁচুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমীর সরকার বলেন -

সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  একনজরে প্রতিবেদন:শিক্ষক ও অধিকার রক্ষা আন্দোলনের অক্লান্ত যোদ্ধা সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো ৩০ জুলাই চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এই স্মরণ সভা আয়োজন করে সনৎ রায়চৌধুরী স্মৃতি রক্ষা কমিটি।গত ১জুলাই  দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৪ বছর।নকশাল আন্দোলনে জড়িয়ে পরে জেল খাটেন ৭০ এর উত্তাল সময়ে। তৈরী করেছেন অসংখ্য ছাত্র।তার মৃত্যু শহর চুঁচুড়ার অপূরণীয় ক্ষতি। আজীবন কমিউনিস্ট থেকেও সব দলের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল পাহাড় প্রমাণ।অনুষ্ঠান মঞ্চে সনৎ বাবুর স্মৃতিচারণ করেন CPIML এর পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, এপিডিআর এর অমিতদ্যুতি কুমার,অমল রায়,বইমেলার সম্পাদক গোপাল চাকী সহ একাধিক মানুষ। ভীড়ে ঠাসা সভাঘরে সনৎ রায়চৌধুরীর স্মৃতিচারণ অনুষ্ঠান মর্মস্পর্শী হয়ে ওঠে মেহুলি চক্রবর্তীর গানে।

চুঁচুড়ায় সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  অসিত কুমার রায়: গতকাল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ও নকশাল নেতা  সনৎ রায়চৌধুরী-র 'স্মরণ সভা' আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী ছাত্র-ছাত্রীবৃন্দ , গুণগ্রাহী সহকর্মীবৃন্দ , বহু সাধারন মানুষ এবং জনপ্রতিনিধিবৃন্দ !  প্রতিকৃতিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মহাশয় , পৌরপ্রধান অমিত রায় মহাশয় , পৌরপিতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দত্ত ! দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অমিতদ্যূতি কুমার মহাশয় গণ-আন্দোলনের দিনগুলির নানান ঘটনার স্মৃতিচারণ করেন ! শ্রমজীবী হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা সনৎবাবুর জনসেবায় আত্ম-নিয়োগের নানান ঘটনা তুলে ধরেন ! ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক ও বিখ্যাত ফুটবল খেলোয়াড় বিভাস সরকার মহাশয় ক্লাবের সাথে ও মাঠের সাথে সনৎ-দার দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা নানান ঘটনার মাধ্যমে উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন ! ছাত্র-ছাত্রীরা কয়েকজন সনৎ-দার ছাত্র-দরদী মানসিকতা ও ভালোবাসার নানান দিকে আলোকপাত করেন !  বক্তব্যে উঠে আসে - সনৎ-দার ছাত্রাবস্থায় বাংলাদেশের মাতৃভাষা