একনজরে প্রতিবেদন:শিক্ষক ও অধিকার রক্ষা আন্দোলনের অক্লান্ত যোদ্ধা সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো ৩০ জুলাই চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এই স্মরণ সভা আয়োজন করে সনৎ রায়চৌধুরী স্মৃতি রক্ষা কমিটি।গত ১জুলাই দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৪ বছর।নকশাল আন্দোলনে জড়িয়ে পরে জেল খাটেন ৭০ এর উত্তাল সময়ে। তৈরী করেছেন অসংখ্য ছাত্র।তার মৃত্যু শহর চুঁচুড়ার অপূরণীয় ক্ষতি। আজীবন কমিউনিস্ট থেকেও সব দলের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল পাহাড় প্রমাণ।অনুষ্ঠান মঞ্চে সনৎ বাবুর স্মৃতিচারণ করেন CPIML এর পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, এপিডিআর এর অমিতদ্যুতি কুমার,অমল রায়,বইমেলার সম্পাদক গোপাল চাকী সহ একাধিক মানুষ। ভীড়ে ঠাসা সভাঘরে সনৎ রায়চৌধুরীর স্মৃতিচারণ অনুষ্ঠান মর্মস্পর্শী হয়ে ওঠে মেহুলি চক্রবর্তীর গানে।
Comments
Post a Comment