Skip to main content

Posts

চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর চিত্র প্রদর্শনী

একনজরে প্রতিবেদন: চুঁচুড়া শিল্পী গোষ্ঠীর আয়োজনে চুঁচুড়া বঙ্কিম ভবনে চলছে চিত্র প্রদর্শনী।২১ জন শিল্পীর মোট ৮৫ টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত।গতকাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান অমিত রায়। আজ প্রদর্শনীতে আসেন প্রখ্যাত শিল্পী অমিত ভর। শিল্পী শ্যামল ভট্টাচার্য্য বলেন সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য।সারা বছর ধরে আমরা যে ফসল ফলাই তার নির্যাসটুকু এখানে দেবার চেষ্টা করি। সংগঠনের সম্পাদক শিল্পী সরকার রায় বলেন -

স্বপ্নের তরী সাজাচ্ছে প্রতাপপুর সর্বজনীন

  একনজরে প্রতিবেদন: চুঁচুড়ার অন্যতম প্রাচীন বারোয়ারিগুলির মধ্যে একটি হলো প্রতাপপুর সর্বজনীন। এ বছর প্রতাপপুর সর্বজনীন পা দিল ১০২ বছরে। এবারে তোদের থিম স্বপ্নের তরী।শিল্পী বিভাস দাসের ভাবনায় প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে তৈরী হচ্ছে এই মন্ডপ। আলোকসজ্জায় মিন্টু দত্ত,প্রতিমা গড়ছেন সোনা টুলির বাপি পাল। আগামী পঞ্চমী থেকেই সেজে উঠবে মণ্ডপ। সমস্ত সরকারি নিয়ম মেনেই মন্ডপে প্রস্তুতি সারা হচ্ছে। বিশেষ সহযোগিতায়  থাকছেন সঞ্জীব সাহা, সৌম্যদীপ সরকার ও আশীষ সিংহ। এই বারোয়ারির প্রধান পৃষ্ঠপোষক হুগলী চুঁচুড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা সমীর সরকার বলেন -

সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  একনজরে প্রতিবেদন:শিক্ষক ও অধিকার রক্ষা আন্দোলনের অক্লান্ত যোদ্ধা সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো ৩০ জুলাই চুঁচুড়া কিশোর প্রগতি সংঘে। এই স্মরণ সভা আয়োজন করে সনৎ রায়চৌধুরী স্মৃতি রক্ষা কমিটি।গত ১জুলাই  দীর্ঘ রোগভোগের পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮৪ বছর।নকশাল আন্দোলনে জড়িয়ে পরে জেল খাটেন ৭০ এর উত্তাল সময়ে। তৈরী করেছেন অসংখ্য ছাত্র।তার মৃত্যু শহর চুঁচুড়ার অপূরণীয় ক্ষতি। আজীবন কমিউনিস্ট থেকেও সব দলের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল পাহাড় প্রমাণ।অনুষ্ঠান মঞ্চে সনৎ বাবুর স্মৃতিচারণ করেন CPIML এর পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, এপিডিআর এর অমিতদ্যুতি কুমার,অমল রায়,বইমেলার সম্পাদক গোপাল চাকী সহ একাধিক মানুষ। ভীড়ে ঠাসা সভাঘরে সনৎ রায়চৌধুরীর স্মৃতিচারণ অনুষ্ঠান মর্মস্পর্শী হয়ে ওঠে মেহুলি চক্রবর্তীর গানে।

চুঁচুড়ায় সনৎ রায়চৌধুরীর স্মরণ সভা

  অসিত কুমার রায়: গতকাল চুঁচুড়ার রবীন্দ্র ভবনে সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক ও নকশাল নেতা  সনৎ রায়চৌধুরী-র 'স্মরণ সভা' আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তাঁর অনুরাগী ছাত্র-ছাত্রীবৃন্দ , গুণগ্রাহী সহকর্মীবৃন্দ , বহু সাধারন মানুষ এবং জনপ্রতিনিধিবৃন্দ !  প্রতিকৃতিতে মাল্যদানের পর সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মহাশয় , পৌরপ্রধান অমিত রায় মহাশয় , পৌরপিতা গৌরীকান্ত মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দত্ত ! দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী অমিতদ্যূতি কুমার মহাশয় গণ-আন্দোলনের দিনগুলির নানান ঘটনার স্মৃতিচারণ করেন ! শ্রমজীবী হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা সনৎবাবুর জনসেবায় আত্ম-নিয়োগের নানান ঘটনা তুলে ধরেন ! ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক ও বিখ্যাত ফুটবল খেলোয়াড় বিভাস সরকার মহাশয় ক্লাবের সাথে ও মাঠের সাথে সনৎ-দার দীর্ঘদিনের নিবিড় সম্পর্কের কথা নানান ঘটনার মাধ্যমে উপস্থিত মানুষজনের কাছে তুলে ধরেন ! ছাত্র-ছাত্রীরা কয়েকজন সনৎ-দার ছাত্র-দরদী মানসিকতা ও ভালোবাসার নানান দিকে আলোকপাত করেন !  বক্তব্যে উঠে আসে - সনৎ-দার ছাত্রাবস্থায় বাংলাদেশের মাতৃভাষা

CPIML এর প্রতিবাদ সভা

  একনজরে প্রতিবেদন:১১ই জুলাই কানানদী কৃষক বাজারে ধনেখালি ব্লকের পঞ্চায়েত নির্বাচন ও ভোটগণনাকে প্রহসনে পরিণত করার প্রতিবাদে এবং শাসকদলের এই দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার করার দাবীতে আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে বিক্ষোভ দেখালো cpiml এর হুগলী শাখা। এ প্রসঙ্গে নেতা সজল আধিকারী বলেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনকে শাসক দল তৃণমূল কংগ্রেস রীতিমতো প্রহসানে পরিণত করেছে একাধিক খুন ও জখমের রাজনীতির মধ্যে দিয়ে সন্ত্রাসপূর্ণ পরিবেশে যে ভোট সংগঠিত হয়েছে তা আদতে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে গ্রামাঞ্চলে। তিনি মনে করেন এর শেষ হওয়া দরকার।  সজলবাবু দাবি করেন আগামী দিনে অন্য নির্বাচনে মানুষ নিশ্চয়ই এর সদুত্তর দেবেন।

আনন্দধারার রবীন্দ্রনাথ স্মরণ

  একনজরে প্রতিবেদন:গতকাল আনন্দধারার উদ্যোগে রবীন্দ্রনাথের ১৬২ তম জন্মদিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চুঁচুড়া রবীন্দ্রভবনে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন ডাক্তার সৌম্য সরকার ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুলগ্না গোস্বামী, সুমিতা সরকার, সৌম্য সরকার সহ বেশ কিছু শিল্পী। আবৃত্তি পরিবেশন করেন স্পন্দন মল্লিক আয়ুষ মন্ডল, আমিনা খাতুন ও সুমনা বিশ্বাস সহ বেশ কিছু শিল্পী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নাটক দেবসূত্র নাটকটির পরিচালনায় ছিলেন সৈকত শীল। এ প্রসঙ্গে ডাক্তার সৌম্য সরকার বলেন রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মানুষ তার জন্মদিন কে স্মরণ করা বাঙালির একান্ত কর্তব্য বলেই মনে করি আর সকাল থেকে সন্ধ্যা তার জীবনচর্যা যেভাবে আমাদের সঙ্গে মিশে আছে তাকে আজ আরও একবার স্মরণ করলাম।

সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা প্রকাশ

                                                        ছবি:অসীম ভট্টাচার্য  একনজরে প্রতিবেদন:গতকাল প্রকাশ পেল  সমকাল ও বিবৃতির কবিতা উৎসবের স্মরণিকা। গত ২৫ ফেব্রুয়ারি সারাদিনের কবিতা উৎসবে যে সকল কবি কবিতা পাঠে অংশ নেন তাদের শ্রেষ্ঠ কবিতা নিয়েই এই সংকলন।পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ডাক্তার অক্ষয় কুমার আঢ্য ,কবি প্রবীর রায়চৌধুরী, দেবজাত,কবি দীপক রায়,ডাক্তার অর্চনা ভট্টাচার্য সহ শহরের একাধিক কবি সাহিত্যিক ও শিল্প মনস্ক মানুষ। অনুষ্ঠানে কৃষ্টি চট্টোপাধ্যায় এর গান ও পাঁচ নারীর বলয় নামাঙ্কিত বিশেষ গান ও কবিতার কোলাজ ছিলো উল্লেখ্য।পত্রিকার সম্পাদক অরিত্র শীল বলেন এটা একটা ব্যতিক্রমী উদ্যোগ।৮০ জন কবির শ্রেষ্ঠ কবিতা দুই মলাটের মধ্যে ধরার চেষ্টা হয়েছে।এই কাজ আগে কখনো হয়নি।আশা করবো পত্রিকাটি মানুষের কাছে ভীষণ ভাবে সাড়া ফেলবে।                

প্রগতিশীল মহিলা সমিতির সম্প্রীতি যাত্রা

  একনজরে প্রতিবেদন:যেকোনো ঘটনায় সাম্প্রদায়িক রঙ লাগিয়ে বিজেপি-আর এস এসের দাঙ্গা লাগানোর চক্রান্ত কে রুখে দিতে, সম্প্রতি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক নাবালিকার দুঃখজনক মৃত্যু কে কাজে লাগিয়ে বিজেপির মুসলমান বিদ্বেষী রাজনীতি কে ধিক্কার জানিয়ে ও নারীদের ওপর ঘটে ধর্ষণ - হত্যায় পুলিশ প্রশাসনিক নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির পক্ষ থেকে এক সম্প্রীতি যাত্রার আয়োজন করা হয়। আলিনগর থেকে শুরু হয়ে চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে এই সম্প্রীতি যাত্রা শেষ হয়। এরপর সংগঠনের এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। দাঙ্গা সৃষ্টির যেকোনো ধরণের অপচেষ্টা রুখতে কঠোর প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি মিড ডে মিলের রন্ধন কর্মীদের বিভিন্ন সরকারি বঞ্চনা রোধে জেলা শাসকের হস্তক্ষেপের দাবি জানান। রাজ্য নেত্রী চৈতালী সেন ও জেলা সম্পাদিকা শিপ্রা চ্যাটার্জী সহ গ্রামীণ মেহনতি মহিলারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। চুঁচুড়ায় দলের পক্ষে সুদর্শন বসু জানান ক্রমাগত সামাজিক ও রাজনৈতিক অবক্ষয় আমাদের পথে নামতে বাধ্য করেছে।